পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○レS অরক্ষক মেষপালের ছায় পৰ্ব্বতগণের উপরে ছিন্নভিন্ন দেখিলাম, এবং সদাপ্রভু কহিলেন, উহাদের স্বামী নাই ; উহার প্রত্যেকে কুশলে আপন আপন বাটতে ১৭ ফিরিয়া যাউক । তখন ইস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিলেন, আমি কি অগ্ৰেই আপনাকে বলি নাই যে, এই ব্যক্তি আমার উদ্দেশে মঙ্গলের নয়, কেবল ১৮ অমঙ্গলের ভাবোক্তি প্রচার করে ? অার মাথায় কহিলেন, এ জন্য আপনার সদাপ্রভুর বাক্য শুনুন ; আমি দেখিলাম, সদাপ্রভু তাহার সিংহাসনে উপবিষ্ট, আর তাহার দক্ষিণে ও বামে স্বর্গের সমস্ত বাহিনী দণ্ডায়১৯ মান। পরে সদাপ্রভু কহিলেন, ইস্রায়েল-রাজ আহব যেন যাত্রা করিয়া রামোৎ-গিলিয়দে পতিত হয়, এই জষ্ঠ কে তাহকে মুগ্ধ করিবে ? তাহাতে কেহ এক ২০ প্রকারে, কেহ বা অন্ত প্রকারে কহিল । শেষে এক আত্মা গিয় সদাপ্রভুর সন্মুখে দাড়াইয়। কহিল, আমি ২১ তাহাকে মুগ্ধ করিব। সদাপ্রভু কহিলেন, কিসে ? সে কহিল, আমি গিয়া তাহার সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্ম হইব। তথন তিনি কহিলেন, তুমি তাহাকে মুগ্ধ করবে, কৃতকাৰ্য্যও হইবে ; যাও, সেই২২ রূপ কর । অতএব দেখুন, সদাপ্রভু আপনকার এই সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্মা দিয়াছেন ; আর সদাপ্রভু আপনকার বিষয়ে অমঙ্গলের কথা কহিয়াছেন। ২৩ তখন কনানার পুত্র সিদিকিয় নিকটে আসিয়া মখায়ের গালে চড় মারিয়া কহিল, সদাপ্রভুর আত্মা তোর সঙ্গে কথা কহিবার জন্ত আমার নিকট হইতে ২৪ কোন্‌ পথে গিয়াছিলেন ? মাথায় কহিলেন, দেখ, যে দিন তুমি লুকাইবার জন্ত এক ভিতরের কুঠরীতে ২৫ যাইবে, সেই দিন তাহ জানিবে। পরে ইস্রায়েলের রাজা বলিলেন, মাথায়কে ধরিয়া পুনরায় নগরাধ্যক্ষ আমোনের ও রাজপুত্ৰ যোয়ীশের নিকটে লইয়া যাও। ২৬ আর বল, রাজ এই কথা কহেন, ইহাকে কারাগারে বদ্ধ করিয়া রাখ, এবং যে পৰ্য্যন্ত আমি কুশলে ফিরিয়৷ না আসি, সে পৰ্য্যন্ত ইহাকে আহারার্থে কষ্টযুক্ত অন্ন ২৭ ও কষ্টযুক্ত জল দেও। মাখায় কহিলেন, যদি আপনি কোন মতে কুশলে ফিরিয়া আইসেন, তবে সদাপ্ৰভু আমার দ্বারা কথা কহেন নাই। আর তিনি কহিলেন, হে জাতিগণ, তোমরা সকলে শ্রবণ কর । ২৮ ২৯ রামোৎ-গিলিয়দে যাত্র করিলেন । আর হস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিলেন, আমি অন্ত বেশ ধারণ করিয়া যুদ্ধে প্রবেশ করিব, আপনি রাজবন্ত্র পরিধান করুন। পরে ইস্রায়েলের রাজ। অদ্য বেশ ধরিলে ৩• তাহার যুদ্ধে প্রবেশ করিলেন। অরামের রাজ। আপন রখাধ্যক্ষ সেনাপতিগণকে এই অজ্ঞ। দিয়াছিলেন, তোমরা কেবল ইস্রায়েলের রাজ ব্যতিরেকে ক্ষুদ্র কি ৩১ মহান আর কাহারও সহিত যুদ্ধ করিও না। পরে রথtধ্যক্ষগণ যিহেশাফটকে দেখিয়া উনিই অবশ্য ২ বংশাবলি । পরে ইস্রায়েলের রাজ ও যিহুদা-রাজ যিহেশাফট } [ のレ”; >?ー>> ; >。」 ইস্রায়েলের রাজা, এই বলিয় তাহার সহিত যুদ্ধ করিবার জন্ত ঘূরিয়া আসিলেন ; তখন যিহেশিফট চেচাইয়া উঠিলেন, আর সদাপ্রভু তাহার সাহায্য করিলেন, এবং ঈশ্বর তাহার নিকট হইতে তাহাদিগকে যাইতে ৩২ প্রবৃত্তি দিলেন। ফলতঃ রখাধ্যক্ষগণ যখন দেখিলেন, ইনি ইস্রায়েলের রাজী নহেন, তখন তাহার পশ্চাদ৩৩ গমন হইতে ফিরিয়৷ গেলেন । কিন্তু একট। লোক লক্ষ্য ব্যতিরেকে ধনুক আকর্ষণ করিয়া ইস্ত্ৰীয়েলের রাজার উদর-ত্রাণের ও বুকপাটার সন্ধিস্থানে বাণাঘাত করিল ; তাহাতে তিনি আপন সারাথকে কহিলেন, হস্ত ফিরাইয়া সৈন্যদলের মধ্য হইতে আমাকে লইয়। ৩৪ যাও, আমি দারুণ আঘাত পাইয়াছি। সেই দিবস তুমুল যুদ্ধ হইল ; আর ইস্রায়েলের রাজা আরামীয়দের সম্মুখে সন্ধ্যাকাল পর্যন্ত রথে আপনাকে দণ্ডায়মান রাখিলেন, কিন্তু সূৰ্য্যাস্তকালে মরিয়া গেলেন। Sఏ পরে যিহুদা-রাজ যিহোশাফট কুশলে যিরূশালেমে আপন গৃহে ফিরিয়া আসিলেন । ২ আর হন।নির পুত্র যেহু দর্শক তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া যিহোশফট রাজাকে কহিলেন, দুজনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষাদিগকে প্রেম কর কি আপনকার উপযুক্ত ? এ জন্ত সদাপ্রভু হইতে ৩ আপনকার উপরে ক্রোধ বৰ্ত্তিল । যাহা হউক, আপন- । কার মধ্যে কোন কোন সাধু ভাব পাওয়া গিয়াছে , । কেনন। আপনি দেশ হইতে আশের-মূৰ্ত্তি সকল উচ্ছিন্ন করিয়াছেন, এবং ঈশ্বরের অন্বেষণ করিবার জষ্ঠ আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছেন । ৪ আর যিহেশাফট fযরূশালেমে বসতি করিলেন : পরে আবার বেবৃ-শেবা অবধি পর্বতময় ইক্রায়ম প্রদেশ পর্য্যন্ত লোকদের মধ্যে যাতায়াত করিয়া তাহীদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে তাহাদিগকে ৫ ফিরাইয়। আনিলেন। আর দেশের মধ্যে অর্থাৎ যিহুদীর প্রাচীরবেষ্টিত নগর সকলের মধ্যে নগরে নগরে ৬ বিচারকত্ত নিযুক্ত করিলেন । তিনি বিচারকর্তাদিগকে কহিলেন, তোমরা যাহা করিবে, সাবধান হইয়া করিও ; কেননা তোমরা মনুষ্যদের জন্ত নয়, কিন্তু সদাপ্রভুর জন্ত বিচার করিবে, এবং বিচার৭ ব্যাপারে তিনি তোমাদের সহকারী । অতএব সদাপ্রভুর ভয় তোমাদিগেতে অধিষ্ঠিত হউক ; তোমর সাবধান হইয়। কাৰ্য্য কর, কেননা অন্যায়, কি মুখাপেক্ষা, কি উৎকোচ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর ৮ সন্মতি নাই । আর যিহেশাফট যিরশালেমেও সদাপ্রভুর পক্ষে বিচারার্থে এবং বিবাদ নিষ্পত্তি করণার্থে লেবায়দের, যাজকদের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কয়েক জনকে নিযুক্ত করিলেন। আর তাহারা ৯ যিরশালেমে ফিরিয়া আসিলেন। তিনি তাহাদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা সদাপ্রভুর ভয়ে বিশ্বস্ত ১• ভাবে একাগ্রচিত্তে এইরূপ কাৰ্য্য কর । রক্তপাতের বিষয়ে, ব্যবস্থা ও আজ্ঞার এবং বিধি ও শাসনের 384