পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

اهد و نه -سواد و سیاه و করিলেন, তাহীদের গাত্রে বস্ত্র ও পায়ে পাদুকা দিলেন, তাহাদিগকে ভোজন পান করাইলেন, তাহাদের গাত্রে তৈল মর্দন করাইলেন, এবং অসমথ সকলকে গর্দভে চড়াইয়। খর্জরপুর যিরীহোতে তাহtদের ভ্রাতাদের নিকটে তাহাদিগকে লইয়। গেলেন ; পরে আপনার শমরিয়াতে ফিরিয়া গেলেন । ১৬ ঐ সময়ে তাহস রাজা সাহায্য প্রার্থনা করিতে ১৭ অশুর-রাজগণের নিকটে লোক পাঠাইলেন। কারণ ইদোমীয়ের পুনৰবার আসিয়া যিহুদাকে আঘাত করিয়া অনেক লোক বন্দি করিয়া লইয়। গিয়াছিল। ১৮ আর পলেষ্টয়ের নিম্নভূমির ও যিহুদার দক্ষিণাঞ্চলের নগর সকল আক্রমণ করিয়া বৈংশেমশ, আয়ালোন, গদেরোৎ, সোথে ও তাহার উপনগরগুলি, তিমা ও তাহার উপনগরগুলি, এবং গিম্সো ও তাহর উপনগরগুলি হস্তগত করিয়৷ সেই সকল স্থানে বসতি ১৯ করিয়াছিল। কেননা ইস্রায়েল রাজ তাহসের জন্ত সদাপ্রভু যিহুদাকে নত করিলেন, কারণ তিনি যিহুদায় স্বেচ্ছাচার এবং সদাপ্রভুর বিরুদ্ধে নিতান্তই সত্যলঙ্ঘন করিয়াছিলেন। আর অশুর-রাজ তিলুগৎ পিল্নেষর তাহার নিকটে আসিলেন বটে, কিন্তু তাহার বলবৃদ্ধি না করিয়া তাহাকে ক্লেশ দিলেন। বস্তুতঃ আহদ সদাপ্রভুর গৃহের, রাজবাটীর ও অধ্যক্ষদের কতক ধন লইয়া অশূর রাজকে দিলেও তাছার কিছু ২২ সাহায্য হইল না। আর ক্লেশের সময়ে তিনি, সেই আহুস রাজা, সদাপ্রভুর বিরুদ্ধে আরও সতলঙ্ঘন ২৩ করিলেন । কারণ দন্মেশকের যে দেবগণ তাহাকে আঘাত করিয়াছিল, তিনি তাহদের উদেশে বলিদান করিলেন ; আর কহিলেন, আরামীয় রাজাদের দেবগণই তাহদের সাহায্য করেন, অতএব আমি তাহদেরই উদ্দেশে বলিদান করিব, তাহাতে তাহার আমারও সাহায্য করিবেন। কিন্তু তাহারাই তাহার ২৪ ও সমস্ত ইস্রায়েলের বিনাশের কারণ হইল। পরে আহস ঈশ্বরের গৃহের পাত্র সকল একত্র করিলেন, ঈশ্বরের গৃহের সেই সকল পাত্র কাটিয়া খণ্ড খণ্ড করিলেন, সদাপ্রভুর গৃহের কবাট সকল রুদ্ধ করিলেন, এবং যিরশালেমের প্রত্যেক কোণে আপনার ২৫ জহু যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিলেন । আর তিনি অন্ত দেবগণের উদ্দেশে ধূপ জ্বালাইবার নিমিত্তে যিহুদার প্রত্যেক নগরে উচ্চস্থলী নিৰ্ম্মাণ করিলেন ; এইরূপে তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিলেন । তাহার অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও তাদ্যোপস্ত সমস্ত চরিত্র, দেখ, যিহ্ৰদ ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস২৭ পুস্তকে লিখিত আছে। পরে আহস আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর লোকেরা তাহাকে নগরে অর্থাৎ যিরশালেমে কবর দিল, ইস্রা 을 o y ২৬ ২ বংশাবলি । 30SO হিন্ধিয় রাজার বিবরণ। रैS হিন্ধিয় পচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং উনত্রিশ বৎসর কাল ফিরূশীলেমে রাজত্ব করেন ; তাহার মাতার নাম আবিয়া, ২ তিনি সথরিয়ের কন্যা। হিন্ধিয় আপন পিতৃপুরুষ দায়ুদের সমস্ত কাৰ্য্যনুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহ। ৩ স্থায্য তাহাই করিতেন। তিনি তাপন রাজত্বেম প্রথম বৎসরের প্রথম মাসে সদাপ্রভুর গৃহের কবাট সকল ৪ খুলিলেন, এবং মেরামৎ করিলেন। আর তিনি যাজক ও লেবায়দিগকে আনাইয়৷ পূৰ্ব্বদিকের চকে একত্র ৫ করিয়া কহিলেন, হে লেবীয়ের, আমার বাক্য শুন ; তোমরা এখন আপনাদিগকে পবিত্র কর ও অপেন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ পবিত্র কর, এবং ৬ পবিত্র স্থান হইতে অশৌচ দূর করিয়া দেও। কেনন। আমাদের পিতৃপুরুষের সত্যলঙ্ঘন করিয়াছেন ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিয়াছেন, আর তাহাক ত্যাগ করিয়াছেন, ও সদাপ্রভুর আবাস হইতে পরায়ুপ হইয় তাহার দিকে ৭ পৃষ্ঠদেশ ফিরাইয়াছেন। আর তাহার বারাণ্ডার কবাট সকল বদ্ধ করিয়াছেন, এবং প্রদীপ সকল নিৰ্ব্বাণ করিয়াছেন, ও পবিত্র স্থানে ইস্রায়েলের ঈশ্বরের ৮ উদেশে ধূপদাহ ও হোম করেন নাই। এই জন্ত যিহুদর ও যিরশালেমের উপরে সদlপ্রভুর ক্রোধ বৰ্ত্তিল ; তাই তোমরা স্বচক্ষে দেখিতেছ যে, তিনি তাহাদিগকে ভাসিয়া বেড়াইবার, বিস্ময়ের ও শীস শব্দের পাত্র ৯ হুইবার জন্ত সমর্পণ করিয়াছেন। তার দেখ, সেই জন্ত আমাদের পিতার খড়েগ পতিত হইয়াছেন, এবং আমাদের পুত্রের, আমাদের কন্যার, আমাদের ১ • ভাৰ্য্যার বন্দি হইয়৷ রহিয়াছে। অতএব আমাদের হইতে র্তাহার প্রচণ্ড ক্রোধ যেন নিবৃত্ত হয়, এই জন্ত আমরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সহিত নিয়ম ১১ স্থাপন করিব, ইহাই এখন আমার মনস্থ । হে আমার বৎসগণ, তোমরা এখন শিথিল হক্টও না, কেননা তোমরা যেন সদাপ্রভুর সম্মুখে দাড়াইয় তাহার পরিচর্য্য কর, এবং তাহীর পরিচারক ও ধূপদাহক হও, এই নিমিত্তে তিনি তোমাদিগকেই মনোনীত করিয়াছেন । তখন লেবীয়ের উঠিল— কহাতীয়দের সন্তানগণের মধ্যে তামসিয়ের পুত্ৰ মাহৎ ও অসরিয়ের পুত্র যোয়েল, মরারির সন্তানগণের মধ্যে আদির পুত্র কীশ ও যিহলিলেলের পুত্র অসরিয়, গের্শেনীয়দের মধ্যে সিন্মের পুত্র ১৩ যোয়াহ ও যোয়াহের পুত্র এদন, ইলষাফণের সন্তানদের মধ্যে শিস্ত্রি ও ফিয়ুয়েল, আর আসফের সন্তানদের ১৪ মধ্যে সখরিয় ও মত্ত নয়, হেমনের সন্তানদের মধ্যে যিস্থয়েল ও শিমিয়ি, এবং যিদুৰ্থনের সন্তানদের মধ্যে > য়েল-রাজগণের কবরে লইয়া যায় নাই ; পরে তাহার | ১৫ শময়িয় ও উষীয়েল – এই সকল লোক আপনাদের পুত্র হিন্ধিয় তাহার পদে রাজ হইলেন । ভ্রাতৃগণকে একত্র করিয়া আপনাiদগকে পবিত্র 393