পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○o ; aー○> ; の1] সৰ্ব্বত্র গমন করিয়া রাজাজ্ঞানুসারে এই কথা কহিল, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা অব্রাহীমের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির ; তাহতে তোমাদের যে অবশিষ্ট লোকের অশুর-রাজগণের হস্ত হইতে রক্ষা পাইয়াছে, তাহদের প্রতি তিনি ফিরিবেন। ৭ তোমরা তোমাদের পিতৃপুরুষদের ও ভ্রাতৃগণের সদৃশ হইও না, কেননা তোমরা দেখিতেছ, তাহার। আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে সত্যলঙ্ঘন করাতে তিনি তাহাদিগকে বিস্ময়ে সম্পণ করিয়াছেন। ৮ এখন তোমাদের পিতৃপুরুষদের স্থায় তোমরা আপন আপন গ্রীব। শক্ত করিও না, কিন্তু সদাপ্রভুকে হস্ত দেও, এবং তিনি চিরকালের জন্ত যে স্থান পবিত্র করিয়াছেন, তাহার সেই ধৰ্ম্মধামে ত্যাসিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর, তাহাতে তাহার প্রচণ্ড ৯ ক্ৰোধ তোমাদের হইতে নিবৃত্ত হইবে । কেননা তোমরা ঘদি পুনর্ববার সদাপ্রভুর প্রতি ফির, তবে তোমাদের ভ্রাতৃগণ ও সন্তানগণ যাহাঁদের দ্বার বন্দিরূপে নীত হইয়াছে, তাহদের কাছে কৃপা প্রাপ্ত হইয়। এই দেশে ফিরিয়া অtiসতে পরিবে ; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল ; যদি তোমরা তাহার প্রতি ফির, তবে তিনি তোমাদের হইতে মুখ ফিরা১ - ইবেন না । ধাবকগণ ইস্ক্রয়িম ও মনঃশি দেশের নগরে নগরে ও সবুলুন পর্য্যন্ত গেল ; কিন্তু লোকেরা তাহা১১ দিগকে পরিহাস ও বিদ্রুপ করিল। তথাপি আশেরের, মনঃশির ও সবুলনের অনেকগুলি লোক আপনা১২ দিগকে তাবনত করিয়া যিরশালেমে তসিল । তার যিহুদীতেও ঈশ্বরের হস্ত বিদ্যমান হইল, ফলতঃ তিনি তাহাদিগকে এক চিত্ত দিয়৷ সদাপ্রভুর বাক্যানুসারে রাজার ও অধ্যক্ষদের অজ্ঞ পালন করিতে প্রবৃত্ত করিলেন । পরে দ্বিতীয় মাসে তাড়াশুন্ত রটর উৎসব পালনাৰ্থে বিস্তর লোক, অতিশয় মহাসমাজ, যিরশালেমে একত্র ১৪ হইল। আর তাহার। উঠয় যিরশালেমস্থ যজ্ঞবেদি সকল দূর করিল, এবং ধূপদাহ নিমিত্তক পত্র সকলও ১৫ দূর করিয়া কিন্দ্রোণ স্রোতে নিক্ষেপ করিল। পরে দ্বিতীয় মাসের চতুর্দশ দিনে তাহারা নিস্তারপর্বের বলি হনন করিল ; আর যাজকের ও লেবীয়ের লজ্জিত হইয়। তাপনাদিগকে পবিত্র করিল, এবং ১৬ সদাপ্রভুর গৃহে হোমবলি উপস্থিত করিল। আর তাহার। ঈশ্বরের লোক মোশির ব্যবস্থানুসারে প্রণালীক্রমে আপন আপন স্থানে দাড়াইল, যাজকর লেবীয়১৭ দের হস্ত হইতে রক্ত লইয়। প্রক্ষেপ করিল। কেনন। যাহারা আপনাদিগকে পবিত্র করে নাই, এমন অনেক লোক সমাজের মধ্যে ছিল ; অতএব সদাপ্রভুর উদেশে পবিত্র করণার্থে লেবীয়ের। তাগুচি সকল লোকের জন্ত নিস্তারপর্কের বলিঘাতন-কার্য্যে নিযুক্ত ১৮ হইল। ফলতঃ বিস্তর লোক, হফ্রয়ম, মনঃশি, ইষাৰ্থর ও সবুলুন হইতে [আগত] অনেক লোক, আপনা

  • 3

২ বংশাবলি । ○。)○ দিগকে শুচি করে নাই, কিন্তু লিখিত বিধির বিপরীতে নিস্তারপর্কেবর ভোজ ভোজন করিল। কেননা হিস্কিয় তাহদের জন্ত প্রার্থনা করিয়া বলিয়াছিলেন, ১৯ ধৰ্ম্মধামের বিধি অনুসারে শুচি ন হইলেও যে কেহ ঈশ্বরের অন্বেষণ, আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবার জন্ত তপন তন্তঃকরণ প্রস্তুত করিয়াছে, মঙ্গলময় সদাপ্রভু তাহাকে ক্ষম করুন। ২• তাহাতে সদাপ্রভু হিস্কিয়ের বাক্যে কর্ণপাত করিয়৷ ২১ লোকদিগকে সুস্থ করলেন। এইরূপে যিরূশালেমে উপস্থিত ইস্রায়েল-সন্তানগণ সাত দিন পর্য্যন্ত মহানন্দে তাড়শূন্ত রুটার উৎসব পালন করিল, এবং লেবায়ের ও যাজকের প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশে উচ্চধ্বনির ২২ বাদ্য বাজাইয়। সদাপ্রভুর প্রশংসা করিল। আর যে সকল লেবীয় সদাপ্রভুর [সেবাকৰ্ম্মে ] হদক্ষ ছিল, তাহাদিগকে হিন্ধিয় চিত্ততোষক কথা কহিলেন : এইরূপে তাহার। পর্বের সাত দিন পর্য্যন্ত মঙ্গলার্থক বলি উৎসর্গ করিয়া ভোজন করিল, এবং আপন পিতৃ২৩ পুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ধন্তবাদ করিল। পরে সমস্ত সমাজ আর সাত দিন পালন করিতে পরামর্শ করিল ; ২৪ এবং সেই সাত দিন আনন্দে পালন করিল । বস্তুতঃ যিইদ।-রাজ হিন্ধিয় সমাজকে উপহার জন্ত এক সহস্ৰ বুষ ও সাত সহস্ৰ মেষ দিলেন, এবং অধ্যক্ষের সমাজকে এক সহস্ৰ বুষ ও দশ সহস্ৰ মেষ দিলেন, আর যাজকদের মধ্যে অনেকে আপনাদিগকে পবিত্র করিল। ২৫ আর যিহুদার সমস্ত সমাজ, যাজকগণ, লেবীয়গণ ও ইস্রায়েল হইতে আগত সমস্ত সমাজ, এবং ইস্রায়েল দেশ হইতে আগত ও যিহ্ৰদায় বাসকারী বিদেশী ২৬ সকলে আনন্দ করিল। এইরূপে বিরূশলেমে বড় আনন্দ হইল ; কেননা ইস্রায়েল-রাজ দায়ুদের পুত্র শলোমনের সময়বিধি যিরশালেম এই প্রকার হয় ২৭ নাই। পরে লেবীয় যজকগণ উঠিয়৷ লোকদিগকে আশীৰ্ব্বাদ করিল ; এবং তাহদের রব শুনা গেল তাহাদের প্রার্থন। তাহীর পবিত্র বাসস্থান স্বর্গে উপস্থিত হইল । ○S এই সমস্ত সাঙ্গ হইলে পর সেখানে উপস্থিত সমস্ত ইস্রায়েল যিহূদর নগরে নগরে গমন করিয়া স্তম্ভ সকল ভাঙ্গয়া ফেলিল, আশের-মুক্তি সকল ছেদন করিল, এবং সমস্ত যিহদায়, বিন্ত মনে, ইক্রয়িমে ও মনঃশিতে উচ্চস্থলী ও যজ্ঞবেদ সকল ভাঙ্গিয়া ফেলিল, নিঃশেষে উৎপাটন করিল : পরে ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে আপন আপন তাধিকারে ও নগরে ফিরিয়৷ গেল । ২ তার হিস্কিয় হোমার্থক ও মঙ্গলার্থক বলিদান, পরিচর্য্য, এবং সদাপ্রভুর শিবিরের দ্বারসমূহে স্তবগান ও প্রশংসা করিতে য{জক দিগকে ও লেবায়দিগকে পলার অনু ক্রমে, প্রত্যেককে স্ব স্ব সেবা কৰ্ম্ম অনুসারে, ৩ নিযুক্ত করলেন । তার সদ। প্রভুর ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে তিনি হোমের জন্ত, প্রাতঃ 395