পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 о о অধ্যক্ষ হস্রহের পৌত্র, তেখেতের পুত্র শল্লমের স্ত্রী হুলুদ। ভাববাদিনীর নিকটে গেলেন ; তিনি যিরূশালেমে, দ্বিতীয় বিভাগে, বাস করিতেছিলেন। পরে ২৩ তাহীর ঐ ভাবের কথা তাহাকে কহিলেন । তিনি তাহাদিগকে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি তোমাদিগকে আমার ২৪ কাছে পাঠাইয়াছে, তাহাকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই স্থানের ও এখানকার নিবাসীদের উপরে অমঙ্গল আনিব, যিহুদা-রীজের সাক্ষাতে যে পুস্তক উহার পাঠ করিয়াছে, তাহাতে লিখিত ২৫ সমস্ত অভিশাপ বৰ্ত্তাইব । কারণ তাহার। আমাকে ত্যাগ করিয়াছে, এবং অন্ত দেবগণের উদ্দেশে ধূপ জ্বালাইয়াছে, এইরূপে স্ব স্ব হস্তের সমস্ত কাৰ্য্য দ্বার আমাকে অসন্তুষ্ট করিয়াছে ; তজ্জন্ত এই স্থানের উপরে আমার ক্রোধাগ্নি বর্ষিত হইল, নিৰ্ব্বাণ হইবে ২৬ না। কিন্তু যিহুদার রাজা, যিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিতে তোমাদিগকে পাঠাইয়াছেন, তাহাকে এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি যে সকল বাকা শ্রবণ করিয়াছ, তাহার ২৭ বিষয়ে কথা এই—এই স্থানের ও এখানকার নিবাসীদের বিরুদ্ধে আমি যে সকল বাক্য কহিয়াছি, তাই। শ্রবণমাত্র তোমার অন্তঃকরণ কোমল হইয়াছে, তুমি ঈশ্বরের সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছ ; তুমি আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছ, এবং আপন বস্ত্র চিরিয়া আমার সম্মথে রোদন করিয়াছ, এই জন্ত সদাপ্রভু কহেন, আমিও তোমার কথা ২৮ শুনিলাম। দেখ, আমি তোমার পিতৃলোকদের কাছে তোমাকে সংগ্ৰহ করিব ; তুমি শান্তিতে আপন কবরে সংগৃহীত হইবে ; এবং এই স্থানের ও এখানকার নিবাসীদের উপরে আমি যে সকল অমঙ্গল আনিব, তোমার চক্ষু সে সমস্ত দেখিবে না । পরে তাহার আবার রাজাকে এই কথার সমাচার দিলেন । ২৯ আর রাজা লোক পঠাইয়। যিহুদার ও যিরশালেমের ৩০ সমস্ত প্রাচীনবর্গকে একত্র করিলেন । পরে রাজা সদাপ্রভুর গৃহে গেলেন, এবং যিহদার সমস্ত লোক, যিরশালেম-নিবাসীরা, যাজকের ও লেবীয়ের, মহান ও ক্ষুদ্র সমস্ত প্রজা গমন করিল ; এবং তিনি সদাপ্রভুর গৃহে প্রাপ্ত নিয়ম-পুস্তকের সমস্ত কথা তাহীদের ৩১ কর্ণগোচরে পাঠ করিলেন । পরে রাজা আপনার স্থানে দাড়াইয়। সদাপ্রভুর অনুগামী হইবার, এবং সমস্ত আন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহার আজ্ঞা, সাক্ষ্যকথা ও বিধি পালন করিবার জন্ত, এই পুস্তকে লিখিত নিয়মের কথানুসারে কার্য্য করবার জন্ত সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন। ৩২ অীর যিরশালেমের ও বিদ্যমীনের যত লোক উপস্থিত ছিল, সেই সকলকে তিনি অঙ্গীকার করাইলেন । তাহাতে যিরশালেম-নিবাসীরা ঈশ্বরের, আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বরের, নিয়মানুসারে কার্য্য করিতে ২ বংশাবলি । [७ 8 ; २० – ७G ; >२ ॥ ৩৩ লাগিল। আর যৌশিয় ইস্রায়েল-সন্তানগণের অধিকৃত সকল দেশ হইতে সমস্ত ঘূণার্হ বস্তু দূর করিলেন, এবং ইস্রায়েলের মধ্যে যত লোক উপস্থিত ছিল, সকলকে সেবা, তাহদের ঈশ্বর সদাপ্রভুর সেবা, করাইলেন। তিনি যত দিন ছিলেন, তত দিন তাহার। আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অনুগমনে নিবৃত্ত হইল না। ○(。 পরে যৌশিয় যিরশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপৰ্ব্ব পালন করিলেন, লোকের প্রথম মাসের চতুর্দশ দিনে নিস্তারপর্বের বলি হনন করিল। ২ অীর তিনি যাজকদিগকে তাহদের নিরূপিত কাৰ্য্যে নিযুক্ত করিলেন, এবং সদাপ্রভুর গৃহের সেবকৰ্ম্ম ৩ করিতে তাহাদিগকে আশ্বাস দিলেন । তার যে লেবীয়ের সমস্ত ইস্রায়েলের শিক্ষক ও সদাপ্রভুর উদ্দেশে পবিত্র ছিল, তাহাদিগকে তিনি কহিলেন, ইস্রায়েলরাজ দায়ুদের পুত্র শলোমন যে গৃহ নিৰ্ম্মাণ করিয়াছেন, তাহীর মধ্যে তোমরা পবিত্র সিন্দুক রাখ ; তাহার ভার আর তোমাদের স্বন্ধে থাকিবে না ; এখন তোমর আপন ঈশ্বর সদাপ্রভুর ও তাহার প্রজ ইস্রায়েলের ৪ সেবা কর। আর আপন আপন পিতৃকুলানুসারে ইস্রায়েল-রাজ দাযুদের লিখনমতে, এবং তাহার পুত্র শলোমনের লিখনমতে নিরূপিত আপন আপন পালা৫ নুসারে আপনাদিগকে প্রস্তুত কর । আর তোমাদের ভ্রাতৃগণের অর্থাৎ প্রজালোকদের পিতৃকুল সকলের বিভাগানুসারে ও লেবীয়দের পিতৃকুল সকলের অংশী৬ নুসারে পবিত্র স্থানে দণ্ডায়মান হও । আর নিস্তারপর্বের বলি হনন কর ও আপনাদিগকে পবিত্র কর, এবং মোশি দ্বারা । কথিত] সদাপ্রভুর বাক্যমতে কাৰ্য্য ৭ করণর্থে আপন ভ্রাতাদের জন্ত আয়োজন কর । পরে যোশিয় প্রজালোকদিগকে, উপস্থিত সকলকে, পাল হইতে কেবল নিস্তারপববীয় বলির জন্ত সংখ্যায় ত্রিশ সহস্ৰ মেষবৎস ও ছাগবৎস, এবং তিন সহস্ৰ বুষ দিলেন ; এ সকলই রাজার সম্পত্তি হইতে প্রদত্ত ৮ হইল। আর তাহার অধ্যক্ষগণ ইচ্ছাপূর্বক লোকদিগকে, যাজকদিগকে ও লেবীয়দিগকে দান করিলেন। হিন্ধিয়, সগরিয় ও যিহীয়েল, ঈশ্বরের গৃহের এই তাধ্যক্ষের যাজক দিগকে নিস্তারপরবীয় বলির জন্ত দুই সহস্র ছয় শত [ মেষাদির বৎস ] ও তিন শত বৃষ ৯ দিলেন । তার কনানিয় এবং শময়িয় ও নথনেল নামে তাহার দুই ভ্রাতা, তার হশবিয়, যায়ীয়েল ও ঘোষবিদ, লেবীয়দের এই অধ্যক্ষগণ লেীয়দিগকে নিস্তারপরবীয় বলির জন্ত পাচ সহস্ৰ [মেষাদির বৎস] ও পাঁচ শত বৃষ ১০ দিলেন। এইরূপে সেবাকৰ্ম্মের আয়োজন হইল, আর রাজার আজ্ঞানুসারে যাজকের আপন আপন স্থানে ও ১১ লেবীয়ের আপন আপন পালানুসারে দাড়াইল । আর নিস্তারপববীয় বলি সকল হত হইল, এবং যাজকগণ তাহাদের হস্ত হইতে রক্ত লইয়। প্রক্ষেপ করিল ও ১২ লেবীয়ের পশুদের চৰ্ম্ম খুলিল। আর মোশির পুস্তকে 400