পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

أ هجc ز به – من و لا যাজকের ও লেবীয়ের, এমন কি, ঈশ্বর যে লোকদের মনে সদাপ্রভুর যিরশালেমস্থ গৃহ নিৰ্ম্মাণার্থে যাত্র শু করিতে প্রবৃত্তি দিলেন, সেই সকলে উঠিল । তার তাহদের চতুদিকস্থ সমস্ত লোক স্ব-ইচ্ছায় দত্ত সকল নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্যময় পত্র, স্বর্ণ, নানা দ্রব্য এবং পশু ও বহুমূল্য দ্রব্য তাহাদিগকে দিয় তাহীদের ৭ হস্ত সবল করিল। আর নবুখদনিৎসর সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র যিরশালেম হইতে আনিয়া আপন দেবালয়ে রাগিয়াছিলেন, কোরস রাজা সেই ৮ সকল বাহির করিয়া দিলেন । পারস্য-রাজ কোরস সে সকল কোষাধ্যক্ষ মিত্রদীতের হস্ত দ্বারা বাহির করিয়া আনাইলেন, আর যিহুদার অধ্যক্ষ শেশবসরের কাছে ৯ গণনা করিয় তাহ সমৰ্পণ করিলেন । সেই সকল দ্রব্যের সংখ্যা : স্বর্ণময় ত্রিশখানি থলি, রৌপ্যময় ১০ সহস্র থাল, উনত্রিশখানি ছুরী, ত্ৰিশট স্বর্ণময় পানপত্র, চারি শত দশট রৌপ্যময় দ্বিতীয় প্রকার পানপত্র, ১১ এবং এক সহস্ৰ অন্তান্ত পাত্র : সৰ্ব্বশুদ্ধ পাচ সহস্ৰ চারি শত স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র। বন্দিদিগকে বাfবল হইতে ফিরূশালেমে উঠাইয়৷ অনিবার সময়ে শেশবসর এই সকল দ্রব্য আনিলেন । প্রথম প্রত্যাগত যিহুদীদের তালিকা । & যাহার বন্দিরূপে নীত হইয়াছিল, বাবিল-রাজ নবুখদ্বনিৎসর যাহাদিগকে বাবিলে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন, তাহদের মধ্য প্রদেশের এই লোকের বন্দিদশা হইতে যাত্রা করিয়া যিরশালেমে ও যিহুদাতে আপন আপন নগরে ফিরিয়া ত্যাসিল ; ২ ইহার। সরুববাবিল, যেশুয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মৰ্দখয়, বিলুশন, মিস্পর, বিগৃবয়, রহম ও বান, ইহঁদের সহিত ফিরিয়৷ আসিল । সেই ইস্রায়েল ৩ লোকদের পুরুষ-সংখ্যা। পরোশের সন্তান দুই সহস্ৰ ৪ এক শত বtহত্তর জন । শফটিয়ের সন্তান তিন শত ও বাহাত্তর জন। আরহের সন্তান সাত শত পচাত্তর ৬ জন। যেশুয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়া৭ বের সন্তান দুই সহস্র আট শত বার জন। এলমের ৮ সন্তান এক সহস্ৰ দুই শত চোয়ান্ন জন। সত্ত্বর সন্তান ৯ নয় শত পয়তাল্লিশ জন । সঙ্কয়ের সন্তান সাত শত ১• ষাইট জন । বানির সন্তান ছয় শত বেয়াল্লিশ জন । ১১.১২ বেবয়ের সন্তান ছয় শত তেইশ জন। অস্গদের ১৩ সন্তান এক সহস্র দুই শত বাইশ জন। তাদোনী১৪ কামের সন্তান ছয় শত ছেষটি জন । বিগবয়ের ১৫ সন্তান দুই সহস্র ছাপ্পান্ন জন । আদীনের সন্তান ১৬ চারি শত চোয়ান্ন জন । যিহিস্কিয়ের বংশজাত ১৭ অটেরের সন্তান আটানব্বই জন। বেৎসয়ের ১৮ সন্তান তিন শত তেইশ জন। ফোরাহের সন্তান এক ১৯ শত বার জন । হশুমের সন্তান দুই শত তেইশ জন । ২০.২১ গিববরের সন্তান পচানব্বই জন। বৈৎলেহমের ইষা। 8 o О ২২ সন্তান এক শত তেইশ জন। নটোফার লোক ছাপ্পন্ন ২৩ জন। অনাথে[তের লোক এক শত তাটাইশ জন । ২৪, ৫ অসমবতের সন্তান বেয়ল্লিশ জন। কিরিয়ৎঅlরীম, কফীর ও বেরোতের সন্তান সাত শত তেতা২৬ লিশ জন । রামার ও গেবার সন্তান ছয় শত একুশ ২৭ জন। মিক্‌মসের লোক এক শত বাইশ জন। ২৮ বৈথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন । ২৯,৩০ নবোর সন্তান বাওয়ান্ন জন । মগবীশের সন্তান এক ৩১ শত ছাপ্পান্ন জন । অন্ত এলমের সন্তান এক সহস্র দুই ৩২ শত চোয়ান্ন জন । হারীমের সন্তান তিন শত বিংশতি ৩৩ জন। লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত পচিশ ৩৪ জন । যিfরহের সন্তান তিন শত পয়তাল্লিশ জন । ৩৫ সনায়ার সন্তান তিন সহস্র ছয় শত ত্ৰিশ জন । ৩৬ যাজকবর্গ , যেশুয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান ৩৭ নয় শত তেয়াত্তর জন । ইন্মেরের সন্তান এক সহস্ৰ ৩৮ বাওয়ান্ন জন । পশহরের সন্তান এক সহস্র দুই শত ৩৯ সাতচল্লিশ জন। হারীমের সন্তান এক সহস্ৰ সতের জন । লেীয়বর্গ : হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশুয় ও কদমীয়েলের সন্তান চোয়ত্তর জন । ৪১ গায়কবর্গ ; অসেফের সন্তান এক শত আটাইশ জন । দ্বারপালদের সন্তানবর্গ , শল্লমের সন্তান, আটেরের সন্তান, টল্‌মোনের সন্তান, অঙ্কুবের সন্তান, ইটটার সন্তান, শোবয়ের সন্তান সৰ্ব্বশুদ্ধ এক শত উনচল্লিশ Gन । - ৪৩ নর্থীনীয়বর্গ : সৗহের সন্তান, হস্তফীর সন্তান, টকরা৪৪ য়োতের সন্তান, কেরোসের সন্তান, সীয়ের সন্তান, ৪e,৪৬ পাদোনের সন্তান, লবনার সন্তান, হগাবের সন্তান, ৪৭ অঙ্কুবের সন্তান, হাগবের সন্তান, শমূলয়ের সন্তান, ৪৮ হাননের সন্তান, গিদেলের সন্তান, গহরের সন্তান, ৪৯ রায়ার সন্তান, রৎসীনের সন্তান, নকোদের সন্তান, e • গসমের সন্তান, উষের সন্তান, পাসেহের সন্তান, বেষয়ের ৫১ সন্তান, অস্বার সন্তান, মিথুনীমের সন্তান, নফুষীমের ৫২ সন্তান ; বক্‌বুকের সন্তান, হকুফার সন্তান, হৰ্হরের ৫৩ সন্তান, বসলুতের সন্তান, মহীদার সন্তান, হুশর সন্তান, ৫৪ বর্কোসের সন্তান, সীষরার সন্তান, তেমহের সন্তান, e৫ নৎসীহের সন্তান, হটীফার সন্তানগণ। শলোমনের দাসদের সন্তানবর্গ : সোটয়ের সন্তান, হস্সোফেরতের ৫৬ সন্তান, পরূদর সন্তান ; যালার সন্তান, দকোনের ৪৭ সন্তান, গিদেলের সন্তান, শফটিয়ের সন্তান, হটলের সন্তান, পোখেরৎ-হৎসবায়ীমের সন্তান, আমীর সন্তানe৮ গণ । নথীনীয়ের ও শলোমনের দাসদের সন্তানবর্গ সৰ্ব্বশুদ্ধ তিন শত বিরানববই জন । আর তেল-মেলহ, তেল-হশা, করব, অদন ও ইন্মের, এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল, কিন্তু তাহারা ইস্রায়েলীয় কি না, এ বিষয়ে আপন আপন পিতৃকুল কি বংশের প্রমাণ দিতে 8 (సె 403