পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अ) ; ०-७२ । ] যিরশালেম নগরের পুনর্নির্মাণ। পরে ইলীয়াশীব মহাযজক ও র্তাহীর ভ্রাতা যাজকগণ উঠিয় মেষ-দ্বার গাখিলেন : তাহারা তাহা পবিত্র করিলেন, ও তাহার কবাট স্থাপন করিলেন ; আর হন্মেয় দুর্গ অবধি হননেলের দুর্গ ২ পৰ্য্যন্ত তাহ পবিত্র করিলেন । তাহার নিকটে ফিরীহোর লোকের গাথিল, আর তাহার নিকটে ইম্রির ৩ পুত্ৰ সন্ধুর গাখিল । হস্সনায়ার সন্তানগণ মৎস্ত-দ্বার গাখিল ; তাহারা তাহার আড়কট তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল । ৪ তাহাদের নিকটে হস্কোসের পৌত্র উরিয়ের পুত্ৰ মরোমাত মেরামত করিল। তাহীদের নিকটে মশেষবেলের পৌত্র বেরিখিয়ের পুত্র মশুল্লম মেরামৎ করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদোক ৫ মেরীমৎ করিল। তাহদের নিকটে তকেয়ীয়ের মেরামত করিল, কিন্তু তাহদের প্রধানবর্গ আপনাদের ৬ প্রভুর কৰ্ম্মে ঘাড় পাতিল না। আর পাসেহের পুত্র যিহোয়াদী ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরাতন দ্বার মেরীমৎ করিল ; তাহারা তাহার আড়কাট। তুলিল, এবং তাহার কবটি স্থাপন করিল, তার খিল ও অর্গল ৭ দিল । তাহীদের নিকটে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোর্থীয় যাদোন এবং গিবিয়োনের ও মিস্পার লোকের মেরীমৎ করিল, ইহারা নদী-পারস্থ দেশী৮ ধ্যক্ষের সিংহাসনের অধীন। তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হহঁয়ের পুত্র উর্ষীয়েল মেরামৎ করিল। অীর তাহার নিকটে হননিয় নামে এক জন গন্ধবণিক মেরামত করিল, তাহার প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত বিরূ৯ শালেম দৃঢ় করিল। তাহীদের নিকটে যিরশালেম প্রদেশের অৰ্দ্ধভাগের অধ্যক্ষ —হরের পুত্র – রফায় ১• মেরীমৎ করিল। তাহদের নিকটে হরূমফের পুত্ৰ যিদায় আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল। তাহার নিকটে হশনিয়ের পুত্ৰ হটুশ মেরামৎ করিল। ১১ হারামের পুত্র মকিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্ত ১২ এক ভাগ ও তুন্দুরের দুর্গ মেরীমৎ করিল। তাহার নিকটে fযরশালেম প্রদেশের অৰ্দ্ধভাগের অধ্যক্ষ হলোঁহেশের পুত্ৰ শলুম ও তাহার কন্যার মেরামৎ ১৩ করিল। হনুন এবং সানোহ-নিবাসীরা উপত্যকার দ্বার মেরীমৎ করিল ; তাহার। তাহ গীথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল । এবং সার-দ্বার পর্য্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত ১৪ মেরীমৎ করিল]। আর বৈৎহঙ্কেরম প্রদেশের অধ্যক্ষ রেখবের পুত্র মন্ধিয় সার-দ্বার মেরামৎ করিল ; সে তাহা গীথিল, এবং তাহার কবীট স্থাপন করিল, ১৫ আর খিল ও অর্গল দিল । আর মিসৃপ প্রদেশের অধ্যক্ষ – কল্‌হোষির পুত্ৰ— শলুম উনুহ-দ্বার মেরামত করিল ; সে তাহা গাথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল নহিমিয় । 8 > ○ ও অর্গল দিল, এবং যে সোপান দিয়া দায়ুদ-নগর হইতে নামে, সেই পৰ্য্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ ১৬ শীলোহ পুষ্করিণীর প্রাচীর মেরামৎ করিল]। তাহার নিকটে বৈৎস্তর প্রদেশের অৰ্দ্ধভাগের অধ্যক্ষ—অস্বুকের পুত্র – নহিমিয় দায়ুদের কবরের সম্মুখ পৰ্যন্ত, খনিত পুষ্করিণী পৰ্য্যন্ত ও পরাক্রমীদের গৃহ পৰ্য্যন্ত ১৭ মেরামৎ করিল। তাহার নিকটে লেবীয়েরা, বিশেষতঃ বানির পুত্র রহুম মেরামত করিল। তাহার নিকটে কিয়ীল প্রদেশের তদ্ধভাগের অধ্যক্ষ হশবিয় আপন ১৮ ভাগ মেরামৎ করিল। তাহার পরে তাহীদের ভ্রাতৃগণ অর্থাৎ কিয়ীল প্রদেশের অৰ্দ্ধভাগের অধ্যক্ষ –হেনা১৯ দদের পুত্ৰ – ববয় মেরামৎ করিল। তাহার নিকটে মিস্পার অধ্যক্ষ —যেশুয়ের পুত্ৰ—এসর (প্রাচীরের] বঙ্কে স্থিত অস্ত্রাগারে উঠবার পথের সম্মুখে আর এক ২০ ভাগ মেরামৎ করিল। তাহার পরে সর্ববয়ের পুত্র বারাক যত্ন করিয়া বঙ্ক হইতে মহাযাজক ইলিয়াশীবের গৃহ-দ্বার পর্য্যন্ত আর এক ভাগ মেরামত করিল। ২১ তাহার পরে হস্কোসের সন্তান উরিয়ের পুত্ৰ মরেমোৎ ইলিয়াশীবের বাটীর দ্বার অবধি ইলিয়াশীবের বাটীর ২২ প্রান্ত পর্য্যন্ত আর এক ভাগ মেরীমৎ করিল। তাহার পরে {যর্দনের] অঞ্চল-নিবাসী যাজকের মেরামত ২৩ করিল। তাহার পরে বিস্তামীন ও হশূব আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় আপন গৃহের পার্থে ২৪ মেরামৎ করিল। তাহার পরে হেনাদদের পুত্র বিনুয়ী অসরিয়ের গৃহ অবধি বঙ্ক ও কোণ পৰ্য্যন্ত আর এক ভাগ ২৫ মেরামৎ করিল । উষয়ের পুত্র পলল বঙ্কের সম্মুথে : রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ রাজার উচ্চতর বাটীর সমীপে বহির্বত্তী দুর্গের সম্মুখে এবং তাহার পরে ২৬ পরোশের পুত্র পদায় { মেরামৎ করিল]। আর নর্থীনীয়ের পুর্বদিকে জল-দ্বারের সন্মুখ পৰ্য্যন্ত ও ২৭ বহির্বত্তী দুর্গ পর্য্যন্ত ওফলে বাস করিত। তাহার পরে তকোয়ীয়ের বহির্বত্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর ২৮ পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল । যাজকের অশ্ব-দ্বারের উপরেয় দিকে, প্রত্যেক জন তাপন আপন ২৯ গৃহের সম্মুখে, মেরীমৎ করিল। তাহার পরে ইম্মেরের পুত্র সাদেক আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল, এবং তাহার পরে পূৰ্ব্বদ্বাররক্ষক —শখনিয়ের পুত্ৰ – ৩০ শময়িয় মেরীমৎ কারল । তাহীর পরে শেলিমিয়ের পুত্র হননিয় ও সালফের ষষ্ঠ পুত্র হুনুন আর এক ভাগ মেরামৎ করিল ; তাহার পরে বেরিখিয়ের পুত্র মশুল্লম আপন কুঠরীর সম্মুখে মেরামত ৩১ করিল। তাহার পরে মন্ধিয় নামে স্বর্ণকারদের এক জন নর্থী নীয়দের ও বণিকদের বাড়ী পর্য্যন্ত, এবং কোণে উঠিবার পথ পৰ্য্যন্ত হস্ট্রিপৃকদ দ্বারের সম্মুখে ৩২ মেরীমৎ করিল। আর কোণে উঠিবার পথ ও মেষ-দ্বীরের মধ্যে স্বর্ণকারেরী ও বণিকের মেরামত করিল। 43