পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ९ ; 8१ – * ७ ; २¢ । ] ৪৭ নিরূপিত ছিল । আর সরুববাবিলের সময়ে ও নহিমিয়ের সময়ে সমস্ত ইস্রায়েল গায়কদের ও দ্বারপালদের দৈনিক অংশ দিত, আর লোকের লেবীয়দের জন্ত দ্রব্য পবিত্র করিত, আবার লেৰীয়ের হারোণ-সন্তানদের জন্ত দ্রব্য পবিত্র করিত । SJ) সেই দিন লোকদের কর্ণগোচরে মোশির পুস্তক পাঠ করা হইল : তন্মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল, অন্মোনীয় কিম্ব মোয়াবীয় লোক কখনও ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না ; ২ কেননা তাহার। অন্ন জল লইয়া ইস্রায়েল-সন্তানগণের সহিত সাক্ষাৎ করে নাই, বরং তাহাদিগকে শাপ দিতে তাহদের প্রতিকূলে বিলিয়মকে ঘুষ দিয়াছিল ; কিন্তু আমাদের ঈশ্বর সেই শাপ আশীৰ্ব্বাদে পরিণত ৩ করিলেন। তখন তাহার। এই ব্যবস্থা শুনিয়া সমগ্র মিশ্রিত জনতাকে ইস্রায়েল হইতে পৃথক্ করিল। নহিমিয়ের দ্বিতীয়বার আগমন । ৪ ইহার পূৰ্ব্বে, আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সকলের অধ্যক্ষ ইলিয়াশীব যাজক টোবিয়ের কুটুম্ব ৫ হওয়াতে তাহার জন্ত এক বৃহৎ কুঠরী প্রস্তুত করিয়াছিল ; পূর্বে লোকের সেই স্থানে নিবেদিত ভক্ষ্য নৈবেদ্য, কুন্দুরু ও পাত্র সকল এবং লেৰীয়দের, গায়কদের ও দ্বারপালদের নিমিত্তে আজ্ঞাপিত শস্ত, দ্রীক্ষারস ও তৈলের দশমাংশ এবং যাজকদের প্রাপ্য ৬ উত্তোলনীয় উপহার সকল রাখিত । কিন্তু এই সকল ঘটনার সময়ে আমি যিরশালেমে ছিলাম না, কেননা বাবিল-রাজ অতক্ষস্তের দ্বীত্রিংশ বৎসরে আমি রাজার কাছে গিয়া কিছু দিনের পর রাজার নিকট হইতে ৭ বিদায় লইলাম। পরে আমি যিরশালেমে আসিলাম, আর ইলিয়াশীব টোবিয়ের জন্ত ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে কুঠরী প্রস্তুত করিয়া যে অপকৰ্ম্ম করিয়াছে, তাহ ৮ অবগত হইলাম । ইহাতে আমার আতিশয় অসন্তোষ জন্মিল ; তাই ঐ কুঠরী হইতে টোবিয়ের সমস্ত গৃহ৯ সামগ্ৰী বাহির করিয়া ফেলিলাম। আর আমি আজ্ঞ। দিয়া কুঠর সকল শুচি করাইলাম, এবং সেই স্থানে ঈশ্বরের গৃহের পাত্র সকল, ভক্ষ্য-নৈবেদ্য ও কুন্দুরু পুনৰ্ব্বার আনাইলাম। আর আমি জানিতে পাইলাম, লেৰীয়দের অংশ তাহাদিগকে দেওয়া হয় নাই, তজ্জন্ত কৰ্ম্মকারী লেবীয়ের ও গায়কের পলাইয়া প্রত্যেকে আপন ১১ আপন ভূমিতে গিয়াছে। তাহাতে আমি অধ্যক্ষদিগকে অনুযোগ করিয়া কহিলাম, ঈশ্বরের গৃহ কেন পরিত্যক্ত হইল ? পরে উহাদিগকে সংগ্ৰহ করিয়া স্ব স্ব পদে ১২ স্থাপন করিলাম। আর সমস্ত যিহ্রদ। শস্তের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ ভাণ্ডারে আনিতে লাগিল । ১৩ আর আমি শেলিমিয় যাজককে ও সাদেক অধ্যাপককে এবং লেবীয়দের মধ্যে পদায়কে ও তাহীদের অধীনে মত্তনিয়ের পৌত্র সঙ্কুরের পুত্র হাননকে У е নহিমিয় । 8&○ ভাণ্ডারসমূহের অধ্যক্ষ করিলাম, কেনন। তাহার বিশ্বস্ত গণিত ছিল, আর তাহাদের ভ্রাতৃগণকে অংশ ১৪ বিতরণ করা তাহাদের কার্য্য হইল। হে আমার ঈশ্বর, এ বিষয়ে আমাকে স্মরণ কর ; আমি আপন ঈশ্বরের গুহের জন্ত ও তৎসংক্রান্ত ক্রিয়াপদ্ধতির জন্ত যে সকল সাধু কাৰ্য্য করিয়াছি, তাহ লুপ্ত করিও না। ঐ সময়ে আমি যিহূদার মধ্যে কতকগুলি লোককে বিশ্রামবারে দ্রাক্ষাযন্ত্র মাড়িতে, আটি আনিতে ও গর্দভের উপরে চাপাইতে এবং বিশ্রামবারে দ্রাক্ষারস, দ্রাক্ষফল ও ডুমুরাদি সকল দ্রব্যের বোঝ। যিরশালেমে আনিতে দেখিলাম : তাহাতে যে দিন তাহার। ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতেছিল, সেই দিন আমি তাহদের ১৬ বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। আর সোরের কতকগুলি লোক নগরে বাস করিত, তাহারা মৎস্ত ও সৰ্ব্বপ্রকার বিক্রেয় দ্রব্য আনিয়া বিশ্রামবারে যিহ্ৰদ-সন্তানদের ১৭ কাছে ও যিরশালেমে বিক্রয় করিত । তখন আমি যিহুদার প্রধান লোকদিগকে অনুযোগ করিয়া কহিলাম, তোমরা বিশ্রামবার অপবিত্র কর, এ কি ১৮ কুকাৰ্য্য করিতেছ ? তোমাদের পিতৃপুরুষেরা কি সেইরূপ করিত না ? আর তন্নিমিত্তে আমাদের ঈশ্বর কি আমাদের উপরে ও এই নগরের উপরে এই সকল অমঙ্গল ঘটান নাই ? আবার তোমরাও বিশ্রামবার অপবিত্র করিয়া ইস্রায়েলের উপরে আরও ১৯ ক্ৰোধ বৰ্ত্তাইতেছ। পরে বিশ্রামবারের পূর্বে যিরূশালেমের দ্বার সকল ছায়াগ্রস্ত হইলে আমি কবাট বদ্ধ করিতে তাজ্ঞ করিলাম ; আরও কহিলাম, বিশ্রামবার অতীত না হইলে এই দ্বার মুক্ত করিও না . আর বিশ্রামবারে যেন কোন বোঝ। ভিতরে আনীত ন হয়, এই জন্ত আমি আপনার কয়েক জন যুবাকে ২০ দ্বারে নিযুক্ত করিলাম। তাহাতে বণিকের ও সৰ্ব্বপ্রকার দ্রব্যের বিক্রেতার দুই এক বার যিরশালেমের ২১ বাহিরে রাত্রি যাপন করিল। তখন আমি তাহীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়া তাহাদিগকে কহিলাম, তোমরা কেন প্রাচীরের সম্মুখে রাত্রি যাপন কর ? যদি আবার এমন কর, তবে আমি তোমাদের উপরে হাত বাড়াইব । ২২ তদবধি তাহারা বিশ্রামবারে আর আসিল না । পরে বিশ্রামবার পবিত্র করিবার জন্ত আমি লেবীয়দিগকে শুচি হইতে ও দ্বার সকল রক্ষা করণীখে আসিতে আজ্ঞা করিলাম। হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ কর, এবং আপনার দয়ার মহত্ত্বানুসারে আমার প্রতি করুণা কর । আবার সেই সময়ে আমি দেখিলাম, যিহুদিগণের কেহ কেহ অস্দোদীয়, অন্মোনীয় ও মোয়বীয় স্ত্রী ২৪ গ্রহণ করিয়াছে ; এবং তাহীদের সন্তানের অৰ্দ্ধ অস্দোদীয় ভাষায় কথা কহিতেছে, যিহুদীদের ভাষায় কথা কহিতে জানে না, কিন্তু স্ব স্ব জাতির ভাষানুসারে ২৫ কথা কহে । তাহাতে আমি তাহদের সঙ্গে বিবাদ করিলাম, তাহাদিগকে তিরস্কার করিলাম, এবং 3 & ২৩ 423