পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ ; రి) — ; ) ] অহশ্বেরশ রাজার অধিকারস্থ এক শত সাতাইশ প্রদেশে সমস্ত যিহদীর নিকটে মর্দখয় শান্তির ও ৩১ সত্যের কথা সম্বলিত পত্র পাঠাইয়া, নিরূপিত কালে পূরামের সেই দুই দিন পালন করিবার বিষয় স্থির করিলেন ; যেমন উপবাস ও ক্ৰন্দনের বিষয়ে যিহুদী মর্দখয় ও ইষ্ট্রের রাণী যিহুদীদের জন্ত স্থির করিয়াছিলেন, এবং যেমন তাহারাও আপনাদের জন্য ও তথ্য আপন আপন বংশের জন্ত স্থির করিয়াছিল। আর ইষ্টেরের আজ্ঞায় পূরীম বিষয়ক এই বিধি স্থির হইল, ও তাহ পুস্তকে লিখিত হইল। ইষ্টের—ইয়োব । 8○○ S a সেই অহশ্বেরশ রাজা স্থলে ও সমুদ্রের দ্বীপসমূহে কর নিরূপণ করিলেন। আর তাহার ক্ষমতার ও পরাক্রমের সকল কথা, এবং রাজা মর্দখয়কে যে মহত্ত্ব দিয়া উচ্চপদাম্বিত করিয়াছিলেন, তাহার সম্পূর্ণ বিবরণ কি মাদিয়া ও পারস্তের ও রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই ? বস্তুতঃ এই যিহুদী মর্দখয় আহশ্বেরশ রাজার প্রধান অমাত্য এবং যিহুদীদের মধ্যে মহান, আপন ভ্রাতৃসমূহের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হিতৈষী এবং আপন সমস্ত বংশের পক্ষে শান্তিবাদী ছিলেন। ইয়োবের বিবরণ। ইয়েবের সম্পদ ও বিপদ । S উষ দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন ; তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্রিয়াত্যাগী ২ ছিলেন। তাহার সাত পুত্র ও তিন কস্ত জন্মে। ৩ তাহার সাত সহস্ৰ মেষ, তিন সহস্র উই. পাঁচ শত যোড়া বলদ ও পাঁচ শত গর্দভী, এই পশুধন, এবং অনেক দাস দাসী ছিল ; বস্তুতঃ পূৰ্ব্বদেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সৰ্ব্বাপেক্ষ মহান ছিলেন। ৪ তাহার পুত্ৰগণ প্রত্যেকে আগন আপন দিনে গিয়া আপন আপন গৃহে ভোজ প্রস্তুত করিত, এবং লোক পঠাইয় আপনাদের তিন ভগিনীকেও আপনাদের সঙ্গে ভোজনপান করিবার জন্তু নিমন্ত্রণ করিত । ৫ পরে তাহদের ভোজের দিনপৰ্য্যায় গত হইলে ইয়োব তাহাদিগকে আনাইয় পবিত্র করিতেন, আর প্রত্যুষে উঠিয় তাহীদের সকলের সংখ্যানুসারে হোম করিতেন ; কারণ ইয়োব বলিতেন, কি জানি, আমার পুত্ৰগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ইয়োব সতত এইরূপ করিতেন । ৬ এক দিন ঈশ্বরের পুত্রের সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্ত উপস্থিত হন, তাহীদের মধ্যে ৰ শয়তান ও উপস্থিত হইল। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে ? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পৰ্য্যটন ৮ ও তথtয় ইতস্ততঃ ভ্রমণ করিয়া আসিলাম । তাঁহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে ? কেননা তাহার

  • ( অর্থাৎ ) সেই বিপক্ষ ।

তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্রিয়াভ্যাগী ৯ লোক পুথিবীতে কেহই নাই। শয়তান উত্তর করিয়৷ সদাপ্রভুকে কহিল, ইয়োব কি বিন লাভে ঈশ্বরকে ১০ ভয় করে ? তুমি তাহার চারিদিকে, তাহার বাটীর চারিদিকে ও তাঁহার সর্বশ্বের চারিদিকে কি বেড় দেও নাই ? তুমি তাহার হস্তের কার্য্য আশীৰ্ব্বাদযুক্ত করিয়াছ, এবং তাহর পশুধন দেশময় ব্যাপিয়াছে। ১১ কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ কর, তবে সে অবগু তোমার সম্মুখেই তোমাকে ১২ জলাঞ্জলি দিবে। তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখ, তাহার সর্বশ্বই তোমার হস্তগত ; তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভুর সন্মুখ হইতে বাহিরে গেল। পরে কোন এক দিন ইয়োবের পুত্ৰকস্তাগণ তাহদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস ১৪ পান করিতেছিল, এমন সময়ে ইয়োবের নিকটে এক দূত আসিয়া কহিল, বলদের হাল বহিতেছিল, এবং ১৫ গর্দভীরা তাহদের পার্শ্বে চরিতেছিল, ইতিমধ্যে শিবারায়ের আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল, এবং খড়গধারে যুবকগণকে নষ্ট করিল : আপনাকে সংবাদ ১৬ দিতে কেবল একা আমি রক্ষ পাইয়াছি । সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর এক জন আসিয়া কহিল, আকাশ হইতে ঈশ্বরের তাগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল, তাহাদিগকে গ্রাস করিল : আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা ১৭ পাইয়াছি। সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর এক জন আসিয়া কহিল, কল্দীয়েরা তিন দল হইয়া উদ্ভূপাল আক্রমণ করিয় তাহাদিগকে লইয়া গেল, এবং খড়গধীরে যুবকগণকে বধ করিল ; আপনাকে সংবাদ vరి 431