পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ : ১৬ – ১৫ ; ৭ । ] কিন্তু তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব । ১৬ ইহাও আমার পরিত্রাণে পরিণত হইবে ; কেননা পামর তাহার সম্মুখে আইসে না। ১৭ মনোযোগ করিয়৷ আমার কথা শুন, আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হউক । ১৮ দেখ, আমি আমার যুক্তি বিদ্যাস করিলাম ; আমি জানি যে, আমি নির্দোষ হইব । ১৯ বিচারে কে তামার প্রতিবাদ করিবে ? করিলে আমি নীরব হইয়া প্রাণত্যাগ করিব । ২• তুমি কেবল দুইটা কাৰ্য্য আমার প্রতি করিও না, তাহাতে আমি তোমার সম্মুখ হইতে লুকাইব না ; ২১ তোমার হস্ত আমা হইতে দূরে সরাইয়। লও, তোমার ভয়ানকত্ব আমাকে ভীত ন করুক : ২২ তখন তুমি ডাকিও, আমি উত্তর করিব, কিম্ব আমি কথা কহিব, তুমি উত্তর দিও। ২৩ আমার অপরাধ ও পাপ কত ? আমার অধৰ্ম্ম ও পাপ আমাকে জ্ঞাত কর । ২৪ তুমি কেন আপন মুখ লুকাইতেছ ? কেন অামাকে তোমার শক্র বলিয়া ধরিতেছ ? ২৫ তুমি কি বায়ুচালিত পত্র ত্ৰাসযুক্ত করবে ? তুমি কি শুদ্ধ তৃণকে তাড়না করিবে ? ২৬ কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত কথা লিখিতেছ, আমাকে যৌবনের অপরাধের ফলভোগ করাইতেছ : ২৭ তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ, আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ, আমার পাদমূলের চারিদিকে আলি বাধিতেছ। ২৮ আমি ক্ষয়শীল গলিত বস্তুর দ্যায়, আমি কীটকুটিত বস্ত্রের সদৃশ । Ş 8 মনুষ্য, অবলাজাত সকলে, অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ। ২ সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত श्शी झlन इंग्ल, সে ছায়ার স্থায় চলিয়া যায়, স্থির থাকে না : ৩ তবু তুমি কি ঈদৃশ প্রাণীর প্রতি চক্ষু মেলিবে ? আমাকে তোমার সঙ্গে কি বিচারে তালিবে ? ৪ অশুচি হইতে শুচির উৎপত্তি কে করিতে পারে ? এক জনও পারে না । ৫ তাহার আয়ুর দিন নিরূপিত, তাহার মাসের সংখ্য তোমার কাছে আছে, তুমি তাহার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করিয়াছ। ৬ অন্যত্র দৃষ্টি কর, সে বিরাম প্রাপ্ত হউক, বেতনজীবীর দ্যায় আপন দিন ভোগ করুক। ৭ কারণ বৃক্ষের আশী আছে, ছিন্ন হইলে তাহ পুনর্কবার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না। ৮ যদ্যপি মৃত্তিকায় তাহার মূল পুরাতন হয়, ভূমিতে তাহার গুড়ি মরিয়া যায়, ৯ তথাচ জলের গন্ধ পাইলে তাহ পল্লবিত হয়, নবরোপিত বৃক্ষের ন্তায় শাখাবিশিষ্ট হয়। ইয়োব। S○> ১০ কিন্তু মানুষ মরিলে ক্ষয় পায় ; মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে ? ১১ সমুদ্র হইতে জল চলিয়া যায়, নদী শুষ্ক হইয়। মরিয়া যায় ; ১২ তদ্রুপ মনুষ্য শয়ন করিলে অীর উঠে না, যাবৎ আকাশ লুপ্ত না হয়, সে জাগিবে না, নিদ্রা হইতে জাগরিত হইবে না। ১৩ হয়, তুমি আমাকে পাতালে লুকাইয়। রাখিও, গুপ্ত রাখিও, যাবৎ তোমার ক্রোধ গত না হয় ; আমার জন্ত সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর। ১৪ মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে ? আমি আপন সৈন্তবৃত্তির সমস্ত দিন প্রতীক্ষা করিব, যে পর্য্যন্ত তামার দশান্তর না হয়। - ১৫ পরে তুমি আহবান করিবে, ও আমি উত্তর দিব। তুমি আপন হস্তকৃতের প্রতি মমতা করবে। ১৬ কিন্তু এখন তুমি আমার পদবিদ্যাস গণিতেছ ; আমার পাপের প্রতি কি লক্ষ্য রাখ না ? আমার অধৰ্ম্ম থলীতে বদ্ধ ও মুদ্রাঙ্কিত, তুমি আমার অপরাধ বাধিয়া রাখতেছ। ১৮ সত্যই পৰ্ব্বত পড়িয়া বিলুপ্ত হয়, শৈলও আপন স্থান হইতে সরিয়া যায়, ১৯ জল পাষাণকেও ক্ষয় করে, তাহার বন্ত ভূমির ধুলি ভাসাইয়া লইয়া যায় ; তদ্রুপ তুমি মৰ্ত্ত্যের আশা ক্ষয় করিতেছ। তুমি চিরতরে তাহাকে পরাজয় করিতেছ, তাহতে সে চলিয়া যায়, তুমি তাহার মুখের বিকার করিয়া তাহাকে দুর কারতেছ। তাহার সন্তানগণ গৌরবান্বিত হইলে সে তাহ জানে না, তাহারা অবনত হইলে সে তাহ টের পায় না। ২২ কেবল তাহার নিজের মাংস ব্যথিত হয়, তাহার নিজ প্রাণ ব্যাকুল হয়। 일 ૨ ૦ R) ইলীফসের দ্বিতীয় বস্তৃত। S© পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন, জ্ঞানবীন কি বায়ুবৎ জ্ঞানসহ উত্তর করবে ? সে কি পূৰ্ব্বীয় বায়ুতে উদর পূর্ণ করিবে ? ৩ সে কি অনর্থক কথায় বিবাদ করিবে ? সে কি নিস্ফল বাক্য কহিবে ? ৪ তুমি ত ভয় ছাড়িয়া দিতেছ, ঈশ্বরের সাক্ষাতে প্রার্থনানুরাগ ক্ষীণ করিতেছ। ৫ তোমারই মুখ তোমার অপরাধ ব্যক্ত করে, তুমি ধূৰ্ত্তদের জিহ্বা মনোনীত করিতেছ। ৬ তোমারই মুখ তোমাকে দুষিতেছে, আমি নই ; তোমারই ওষ্ঠাধর তোমার বিরুদ্ধে প্রমাণ দিতেছে। ৭ মনুষ্যদের মধ্যে তুমি কি প্রথমজাত ? পৰ্ব্বতগণের পূৰ্ব্বে কি তোমার জন্ম হইয়াছিল ? 439