পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○や : R8ー○レ; a l] কে বলিতে পারে, তুমি অন্তায় করিয়াছ ? ২৪ মনে রাখিবেন,তাহার কায্যের মহিম। স্বীকার কর চাই, মনুষ্যগণ গান দ্বারা তাহা কীৰ্ত্তন করিয়াছে। ২৫ সকল মনুষ্য তাহ নিরীক্ষণ করিয়াছে, মৰ্ত্ত্যগণ দূর হইতে তাহ৷ সন্দর্শন করে। ২৬ দেখুন, ঈশ্বর মহান, আমরা তাহকে জানি না ; তাহার বর্ধ-সংখ্যার সন্ধান পাওয়া যায় না । ২৭ তিনি জলের বিন্দু সকল তাকর্ষণ করেন, সেগুলি তাহার বাষ্প হইতে বৃষ্টিরূপে পড়ে ; ২৮ জলদপটল তাহ ঢালিয়৷ দেয়, তাহা মনুষ্যদের উপরে প্রচুররূপে পতিত হয়। ২৯ মেঘমালার বিস্তারণ কেহ কি বুঝিতে পারে ? তাহার চন্দ্রাতপের গর্জন কে বুঝে ? ৩• দেখুন, তিনি আপনার চারিদিকে স্বীয় দীপ্তি বিস্তার করেন, তিনি সমুদ্রগৰ্ত্ত সমাবৃত করেন। ৩১ কারণ তিনি এই সকল দ্বারা জাতিগণকে শাসন করেন, তিনি প্রচুর পরিমাণে শস্ত উৎপন্ন করেন। ৩২ তিনি আপন তাঞ্জলি বিদ্যুতে পূর্ণ করেন, তাহাকে লক্ষ্য বিধিবার আজ্ঞা দেন । ৩৩ তাহার নিনাদ তাহার পরিচয় দেয়, পশুপাল সকলও তাহীর আগমন জানায় । ©ፃ ইহাতেও আমার হৃদয় কম্পমান হইতেছে, স্বস্থানে থাকিয়৷ দুপ দুপ করিতেছে । ২ শুন শুন, ঐ তাহার রবের নিৰ্ঘোষ, ঐ তাহার মুখ হইতে নির্গত স্বর। ৩ তিনি সমস্ত আকাশের নীচে তাহ পাঠান, পৃথিবীর অন্ত পৰ্য্যন্ত আপন বিদ্যুৎ চালান। ৪ তৎপশ্চাৎ এক রব নাদ করে, তিনি আপন মহত্ত্বের রবে বজ্রনাদ করেন : তাহার রব শুনা যায়, তিনি ঐ সকল রোধ করেন না । ৫ ঈশ্বর স্বীয় রবে আশ্চৰ্য্যরূপ গর্জন করেন, আমাদের বোধের অগম্য মহৎ মহৎ কার্য্য করেন। ৬ ফলে তিনি হিমানীকে বলেন পৃথিবীতে পড়, সামান্ত বৃষ্টিকও তাহ বলেন, তাহার পরাক্রমের বৃষ্টিকেও বলেন। ৭ তিনি মনুখ্যমাত্রের হস্ত মুদ্রাঙ্কিত করেন, যেন তাহার নিৰ্ম্মিত সকল মনুষ্যই জ্ঞান পায়। ৮ তখন পশুগণ আশ্রয়-স্থানে প্রবেশ করে, আপন আপন গহবরে থাকে। ৯ [দক্ষিণস্থ] কক্ষ হইতে ঝটিকা আইসে, উত্তর হইতে শীত তাইসে । ১০ ঈশ্বরের নিশ্বাস হইতে নীহার জন্মে, এবং বিস্তারিত জল সঙ্কুচিত হইয় পড়ে। ১১ আরও ঈশ্বর ঘন মেঘে জল ভরেন, আপন বিজলির মেঘ বিস্তার করেন । ১২ তাহার পরিচালনে তাহা যুরে, ইয়োব । 8 ○ ○ যেন তাহারা তাহার অজ্ঞানুসারে কার্য্য করে, সমস্ত ভূমণ্ডলেই যেন করে । ১৩ তিনি কখনও দণ্ডের, কখনও নিজ দেশের নিমিত্তে, কখনও বা দয়ার নিমিত্তে এই সকল ঘটান । ১৪ হে ইয়োব, আপনি ইহাতে কর্ণপাত করুন, স্থির থাকুন,ঈশ্বরের আশ্চৰ্য্য কাৰ্য্য সকল বিবেচনা করুন। ১৫ আপনি কি জানেন, ঈশ্বর কিরূপে এই সকলের উপরে ভার রাখেন, অীর অlপন মেঘের দীপ্তি বিরাজমান করেন ? ১৬ আপনি কি মেঘমালার দোলন জানেন ? পরম জ্ঞানীর আশ্চৰ্য্য ক্রিয় সকল জানেন ? ১৭ যখন দক্ষিণ বায়ুতে পৃথিবী স্তব্ধ হয়, তখন তোমার বস্ত্র কেমন উষ্ণ হয় ? ১৮ আপনি কি ত{হার সঙ্গে আকাশমণ্ডল বিস্তার করিয়া ছেন, যাহা ছাচে ঢালা দর্পণের হ্যায় দৃঢ় ? ১৯ অমাদিগকে জানান, তাহাকে কি বলিব ? কেননা আমরা অন্ধকার হেতু বাক্য বিস্তাদিতে পারিনী। ২• তাহীকে কি বল। যাইবে যে, আমি কথা কহিব ? কেহ কি কবলিত হইতে ইচ্ছা করিবে ? ২১ এখন মনুষ্য দীপ্তি দেখিতে পারে না, যখন তাহা আকাশে উজ্জ্বল হয়, যখন বায়ু বহিয় তাহা পরিষ্কার করিয়াছে। ২২ উত্তরদিক্ হইতে কাঞ্চনাভ আইসে, ঈশ্বরের উৰ্দ্ধ ভয়ানক প্রভা থাকে। ২৩ সৰ্ব্বশক্তিমান । তিনি আমাদের বোধের অগম্য ; তিনি পরাক্রমে মহান, তিনি হ্যায়বিচার ও প্রচুর ধৰ্ম্মগুণ বিপরীত করেন না। ২৪ এ কারণ মনুষ্যগণ তাহাকে ভয় করে, তিনি বিজ্ঞািচত্তদের মুখাপেক্ষা করেন না। সদাপ্রভুর উক্তি । পরে সদাপ্রভু ঘুর্ণবায়ুর মধ্য হইতে ইয়োবকে JDy উত্তর দিয়া ২ এ কে, যে জ্ঞানরহিত কথা দ্বারা মন্ত্রণাকে তিমিরাবৃত করে ? ৩ তুমি এখন বীরের স্যায় কটিবন্ধন কর; আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমাকে বুঝা ইয়া দেও ৷ ৪ যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি, তখন তুমি কোথায় ছিলে ? যদি তোমার বুদ্ধি থাকে, তবে বল, ৫ তুমি কি জান, কে পৃথিবীর পরিমাণ নিরূপিল ? কে তাহার উপরে মনিরজজু ধরিল ? ৬ তাহার চুঙ্গি সকল কিসের উপরে স্থাপিত হইল ? কে বা তাহার কোণের প্রস্তর বসাইল ? ৭ তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করিল, ঈশ্বরের পুত্ৰগণ সকলে জয়ধ্বনি করিল। 453