পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 @ デ আমার গৌরব, ও আমার মস্তক উত্তোলনকারী। শু আমি স্বরবে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্ৰ পৰ্ব্বত হইতে আমাকে উত্তর দেন । সেলা । ৫ তামি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রৎ হইলাম ; কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন । ৬ আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না, যাহার। আমার বিরুদ্ধে চারিদিকে সসজ্জ হইয়াছে । ৭ হে সদাপ্রভু, উঠ ! হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ কর : কেননা তুমি আমার সমস্ত শক্রর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়tছ। ৮ পরিত্রাণ সদাপ্রভুরই কাছে ; তোমার প্রজাদের উপরে বর্ভুক। তোমার আশীৰ্ব্বাদ সেলা । 8 প্রধান বাদ্যকদের জন্য । তারযুক্ত যন্ত্রে । স্বায়ুদের সঙ্গীত । ১ হে আমার ধাৰ্ম্মিকতার ঈশ্বর, জামি ডাকিলে জামাকে উত্তর দেও। সঙ্কটে তুমি আমাকে প্রশস্তত দিয়াছ ; আমাকে দয়া কর, আমার প্রার্থনা শুন । ২ হে মানব-সন্তানগণ, কত কাল আমার সন্মান জপমানে পরিণত করিবে, অলীকত ভাল বাসিবে, ও মিথ্যাকধার অন্বেষণ করিবে ? সেলা । ৩ তোমরা জানিও, সদাপ্রভু সাধুকে- আপনার নিমিত্তে পৃথক্ করিয়ী রাখিয়াছেন ; আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। ৪ তোমরা ভয় কর, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ, ও নীরব @S | সেলা । e তোমরা ধাৰ্ম্মিকতার বলি উৎসর্গ কর, আর সদাপ্রভুতে বিশ্বাস রাখ। ৬ অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে ? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর । ৭ তুমি আমার অন্তঃকরণে এমন আহলাদ দিয়াছ, যাহ উহাদের গোধুম ও দ্রাক্ষরসের বাহুল্যকালেও হয় না। ৮ আমি শাস্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব ; কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী আমাকে নিৰ্ভয়ে বাস করিতে দিতেছ।

  • (বা) আপনার অনুগ্রহ-পাত্রকে । * (বা ) বিরলেও ।

গীতসংহিতা। [రి ; 8 – S ; R প্রধান ৰাদ্যকরের জন্য । বংশী যন্তে । & দ্বায়ুদের সঙ্গীত । ১ ছে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত কর, আমার কাকুক্তিতে মনোযোগ কর । ২ মম রাজন, মম ঈশ্বর, মম আৰ্ত্তনাদের রব শুন, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি । ও সদাপ্রভু, প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে ; প্রাতে আমি তোমার উদ্দেশে (প্রার্থনা] সাজাইল্পী চাহিয়া থাকিব । ৪ কেননা তুমি দুষ্টতাপ্রিয় ঈশ্বর নহ, মন তোমার অতিথি হইতে পারে না । ও দৰ্পকারিগণ তোমার সাক্ষাতে দাড়াইবে না, তুমি সমুদয় অধৰ্ম্মচারীকে ঘৃণা করিয়া থাক । ৬ তুমি মিথ্যাবাদীদিগকে বিনষ্ট করিবে, সদাপ্রভু রক্তপাতীকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন। ৭ কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, ভোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণি পাত করিব । ৮ হে সদাপ্রভু, আমার গুপ্ত শক্রগণ হেতু তুমি আপন ধৰ্ম্মশীলতায় আমাকে চালাও, জামার সম্মুখে তোমার পথ সরল কর । ৯ কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই ; তাহাদের তাম্ভর দুষ্টতাময়, তাহীদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা আপনাদের জিহবা মহণ করে। ১• হে ঈশ্বর, তাহাদিগকে দোষী কর, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হউক, তুমি তাহদের অধৰ্ম্ম-বাহুল্যে তাহাদিগকে তাড়াইয়৷ দেও, কেননা তাহার তোমার বিদ্রোহী হইয়াছে। ১১ কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহলাদত হউক, তাহার। চিরকাল আনন্দগান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ ; ৰাহার তোমার নাম ভাল বাসে, তাহার তোমাতে উল্লাস করুক । ১২ কেননা তুমি ধাৰ্ম্মিককে আশীৰ্ব্বাদ করবে, হে সদাপ্রভু, তুমি ঢালের স্থায় তাহীকে প্রসন্নতার বেষ্টন করিবে । প্রধান বাদ্যকরের জন্য । তারযুক্ত যন্তে । W。 ৰৱ, শমীনী । স্বায়দের সঙ্গীত । ১ হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না । ২ হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি মান হইয়াছি ;