পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१. » ; ७ - ९ ९ ; २७ ! ] ও কেননা তুমি মঙ্গলের বিবিধ বর সহ তাহার সন্মুখবত্তী হইয়াছ, তুমি তাহার মস্তকে হুবর্ণমুকুট দিয়াছ। ৪ তিনি তোমার কাছে জীবন প্রার্থনা করিয়াছিলেন, তুমি তাহাকে দিয়াছ, অনন্তকালস্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়াছ । • তোমার পরিত্রাণে তিনি মহাগৌরবান্বিত : তুমি তাহার উপরে প্রভা ও প্রতাপ রাগিয়াছ। ৬ তুমি তাহাকে চিরস্থায়ী আশীব্বাদযুক্ত করিয়াছ, তোমার ভ্রমুখে তাহাকে আনন্দে পুলকিত করিয়াছ। ৭ কারণ রাজ। সদাপ্রভুতে নির্ভর করেন, পরাৎপরের দয়াতে তিনি বিচলিত হইবেন না। ৮ তোমার হস্ত তোমার সমস্ত শক্রকে ধরিবে : তোমার দক্ষিণ হস্ত তোমার বিদ্বেষিগণকে ধরিবে । ৯ তুমি আপন ক্রোধের সময় তাহাদিগকে প্রজ্বলিত তুন্দুরস্বরূপ করিবে ; সদাপ্রভু কোপে তাহাদিগকে গ্রাস করিবেন, অগ্নি তাহাদিগকে ভক্ষণ করিবে । ২• তুমি উচ্ছিন্ন করবে পৃথিবী হইতে তাহদের ফল, মনুষ্য-সন্তানদের মধ্য হইতে তাহদের বংশ । ১১ কেননা তাহার তোমার বিরুদ্ধে কুসঙ্কল্প করিল ; তাহার কুমন্ত্রণা করিল, তাহ সিদ্ধ করিতে পারে না। ১২ কেননা তুমি তাহাদিগকে ফিরাইয়া দিবে, তুমি তাহদের মুখ তোমার ধনুগুণের লক্ষ্য করবে। ১৩ হে সদাপ্রভু, নিজ বলে উন্নত হও ; আমরা তব পরাক্রম গাইব ও প্রশংসিব । প্রধান বাদ্যকরের জন্য । স্বর, প্রভাতের হরিণী । ९९ দ্বায়ুদের সঙ্গীত । ১ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরি ত্যাগ করিয়াছ ? আমার রক্ষ। হইতে ও আমার আর্তনীদের উক্তি হইতে কেন দূরে থাক ? ২ হে আমার ঈশ্বর, আমি দিবসে আহবান করি, কিন্তু তুমি উত্তর দেও না ; রাত্রিতেও । ডাকি ], আমার বিরাম হয় না। ৩ কিন্তু তুমিই পবিত্র, ইস্রায়েলের প্রশংসাকলাপ তোমার সিংহাসন। ৪ আমাদের পিতৃপুরুষের তোমাতেই বিশ্বাস করিতেন ; তাহার। বিশ্বাস করিতেন, আর তুমি তাহাদিগকে উদ্ধার করিতে । ৫ তাহার তোমার নিকটে ক্ৰন্দন করিয়া রক্ষা পাইতেন, তোমাতে বিশ্বাস কfরয়। লজ্জিত হইতেন না। ৬ কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত। ৭ যাহারা আমাকে দেখে, সকলে আমাকে ঠাট্টা করে, তাহারা ওঠ বাহির করিয়া মাথা নাড়িয়া বলে, о. т. 30 ) গীতসংহিতা । 8 Ꮼ ☾ ৮ সদাপ্রভুর উপরে নির্ভর কর । তিনি উহাকে উদ্ধার করুন ; উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত । ৯ তুমিই ত জঠর হইতে আমাকে উদ্ধারিলে ; যখন আমার মাতার স্তন পান করি, তখন তুমি আমার বিশ্বাস জন্মাইলে । ১• গৰ্ত্ত হইতে আমি তোমার হস্তে নিক্ষিপ্ত : আমার মাতৃজঠর হইতে তুমিই আমার ঈশ্বর। ১১ আম৷ হইতে দূরে থাকিও না, সঙ্কট আসন্ন, সাহায্যকারী কেহ নাই । ১২ অনেক বৃষ আমাকে বেষ্টন করিয়াছে, বাশনের বলবান বলদের আমাকে ঘেরিয়াছে। ১৩ তাহার। আমার প্রতি মুখ খুলিয়। হা করে, বিদারক সিংহ যেন গজ্জন করিতেছে । ১৪ আমি জলের দ্যায় সেচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচু্যত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্তায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে । ১৫ আমার বল খোলার দ্যায় শুষ্ক হইতেছে, আমার জিহব। তালুতে লাগিয়া যাইতেছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রাখিয়াছ। ১৬ কেনন। কুকুরের আমাকে ঘেরিয়াছে, দুরাচীরদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে : তাহার। আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে। ১৭ আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি : উহারা আমার প্রতি দৃষ্টি করে, চাহিয়া থাকে। ১৮ তাহার। আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদের জন্ত গুলিবাট করে । ১৯ কিন্তু, হে সদাপ্রভু, তুমি দূরে থাকিও না ; হে আমার সহায়, আমার সাহায্য করিতে সত্বর হও । ২• উদ্ধার কর আমার প্রাণ খড়গ হইতে, আমার একমাত্র [আত্মা] কুকুরের হস্ত হইতে । ২১ নিস্তার কর আমাকে সিংহের মুখ হইতে, আর গবয়ের শৃঙ্গ হইতে—তুমি আমাকে উত্তর দিয়াছ। ২২ আমি আমার ভ্রাতৃগণের কাছে তোমার নাম প্রচারিব ; সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব । ২৩ সদাপ্রভুর ভয়কারিগণ । তাহার প্রশংসা কর ; যাকোবের সমস্ত বংশ । তাঁহাকে সমাদর কর : তাহাকে ভয় কর, ইস্রায়েলের সমস্ত বংশ । ২৪ কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষ বা ঘৃণা করেন নাই ; তিনি তাহ হইতে আপন মুখও লুকান নাই ; বরং সে তাহার কাছে কাদিলে তিনি শুনিলেন। ২৫ মহাসমাজে তোমা হইতে আমার প্রশংসা জন্মে, যাহার। তাহাকে ভয় করে, তাহাদের সাক্ষাতে আমি আপন মানত সকল পুর্ণ করিব। ২৬ নম্রগণ ভোজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভুর অন্বেষীর। তাহার প্রশংসা করিবে: 465