পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Q o ২ ধন্ত সেই ব্যক্তি, যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না, ও যাহার আত্মায় প্রবঞ্চন নাই। ৩ আমি যখন চুপ করিয়া ছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন অর্তেনাদ করিতেছিলাম। ৪ কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসত। গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়া ছিল । সেলা । ৫ আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না, আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধৰ্ম্ম স্বীকার করিব,” তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে । সেলা । ৬ এজন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক, অবষ্ঠ জলরাশির প্লাবন হইলে তাহ তাহার নিকটে আসিবে না । ৭ তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট হইতে আমাকে উদ্ধার করিবে ; রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে । সেলা । ৮ আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয় তোমাকে পরামর্শ দিব। ৯ তোমর অশ্ব ও অশ্বতরের হ্যায় হইও না, যাহাঁদের বুদ্ধি নাই ; বল্গা ও লাগাম ভূষারূপে পরাইয় তাহাদিগকে দমন করতে হয়, নতুবা তাহার তোমার নিকটে আসিবে না। ১০ দুষ্টের অনেক যাতন হয় ; কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে, সে দয়াতে বেষ্টিত হইবে । ১১ ধাৰ্ম্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ কর, উল্লাস কর : হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দধ্বনি কর । ○○ ধাৰ্ম্মিকগণ, সদাপ্রভুতে আনন্দধ্বনি কর : প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত । ২ তোমরা বীণাতে সদাপ্রভুর স্তব কর, দশতন্ত্রী নেবলে তাহর উদেশে গীত গাও। ৩ তাহার উদ্দেশে নূতন গীত গাও, জয়ধ্বনিসহ মনোহর বাদ্য কর । ৪ কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, তাহার সকল ক্রিয় বিশ্বস্তত সিদ্ধ । ৫ তিনি ধাৰ্ম্মিকতা ও দ্যায়বিচার ভাল বাসেন ; পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ। ও আকাশমণ্ডল নিৰ্ম্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের স্বাসে। গীতসংহিতা । [○* ; ミー○8: s 。 ৭ তিনি সমুদ্রের জল রাশির দ্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভাণ্ডারে রাখেন । ৮ সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক ; জগন্নিবাসী সকলে তাহ হইতে ভীত হউক । ৯ তিনি কথা কহিলেন, আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন, আর স্থিতি হইল। ১• সদাপ্রভু জাতিগণের মন্ত্রণ ব্যর্থ করেন, তিনি লোকবৃন্দের সঙ্কল্প সকল বিফল করেন। ১১ সদাপ্রভুর মন্ত্রণ। চিরকাল স্থির থাকে, তাহার চিত্তের সঙ্কল্প পুরুষানুক্রমে স্থায়ী । ১২ ধন্ত সেই জাতি, যাহার ঈশ্বর সদা প্ৰভু, সেই লোকসমাজ, যাহাকে তিনি নিজ অধিকারীৰ্থে মনোনীত করিয়াছেন । ১৩ সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য-সন্তানকে নিরীক্ষণ করেন। ১৪ তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে। ১৫ তিনি একে একে তাহীদের হৃদয় গঠন করেন, তিনি তাহদের সমস্ত কাৰ্য্য আলোচনা করেন। ১৬ কোন রাজা মহাসৈন্ত দ্বারা ত্ৰাণ পায় না : বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না : ১৭ ত্রাণের জন্ত অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না । ১৮ দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহদের উপরে, যাহারা উহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে, ১৯ মৃত্যু হইতে তাহাদের প্রাণরক্ষা করিবার জন্ত, দুর্ভিক্ষে তাহাদিগকে বাচাইয়। রাখিবার জন্ত । ২• আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রহিয়াছে ; তিনিই আমাদের সহায় ও আমাদের ঢাল । ২১ ই, আমাদের চিত্ত তাহতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহায় পবিত্র নামে বিশ্বাস করিয়াছি । ২২ সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্ভূক, কেনন। আমরা তোমার অপেক্ষা করিয়াছি। দায়দের । যৎকালে তিনি আবীমেলকের সাক্ষাতে ○3 বুদ্ধিৱ বৈকল্য প্রদর্শন করাতে র্তাহ কর্তৃক তাড়িত হইয়া প্রস্থান করিয়াছিলেন, তৎকালীন । ১ আমি সৰ্ব্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব : তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে । ২ আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে ; তাহা শুনিয়া নম্ৰগণ আনন্দিত হইবে। ৩ আমার সহিত সদা প্রভুর মহিম কীৰ্ত্তন কর : আইস, আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। ৪ আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। 470