পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ ; ৫ – ৩৫ ; ১৯ । ] ও উহারা উহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল ; তাহাদের মুখ কখনও বিবর্ণ হইবে না । ও এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সঙ্কট হইতে নিস্তার করিলেন। ৭ সদাপ্রভুর দূত, যাহার_র্তাহাকে ভয় করে, তাহীদের চারিদিকে শিবির স্থাপন করেন, আর তাহাদিগকে উদ্ধার করেন। ৮ আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময় ; ধন্ত সেই ব্যক্তি, যে তাহার শরণাপন্ন । ৯ হে তাহার পবিত্ৰগণ, সদাপ্রভুকে ভয় কর, কেননা তাহীর ভয়কারীদের অভাব হয় না। ১• যুবসিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহার। সদাপ্রভুর অন্বেষণ করে, তাহদের কোন মঙ্গলের অভাব হয় না। ১১ আইস, বৎসগণ, আমার বাক্য শুন, আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। ১২ কোন ব্যক্তি জীবনে প্রীত হয়, মঙ্গল দেখিবার জন্ত দীর্ঘায়ু ভাল বাসে । ১৩ তুমি হিংসা হইতে তোমার জিহবাকে, ছলনা-বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখ। ১৪ মন্দ হইতে দূরে যাও, যাহা ভাল তাহাই কর : শান্তির অন্বেষণ ও অনুধাবন কর । ১৫ ধাৰ্ম্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে । ১৬ সদাপ্রভুর মুখ ছুরাচারদের প্রতিকুল ; তিনি ভূতল হইতে তাহদের স্মরণ উচ্ছেদ করিবেন। ১৭ [ধাৰ্ম্মিকেরা) ক্ৰন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন । ১৮ সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবৰ্ত্তী, তিনি চুর্ণমনাদের পরিত্রাণ করেন। ১৯ ধাৰ্ম্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন । ২• তিনি তাঁহার অস্থি সকল রক্ষা করেন ; তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। ২১ দুষ্টতা দুর্জনকে সংহার করিবে, ধাৰ্ম্মিকের বিদ্বেষিগণ দোষীকৃত হইবে। ২২ সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন ; তাহার শরণাগত কেহই দোষীকৃত হইবে না। ○(U স্বায়ুদের । ১ সদাপ্রভু, যাহারী আমার সঙ্গে বিবাদ করে, তাহীদের সহিত বিবাদ কর, যাহারা আমার সঙ্গে যুদ্ধ করে, তাহদের সহিত বুদ্ধ কর । ২ তুমি ঢাল ও ফলক ধারণ কর, গীতসংহিতা । 8 ዓ » আমার সাহায্যের জন্ত দণ্ডায়মান হও । ৩ বড়শী ধর,আমার তাড়নাকারীদের সম্মুখে পথ রুদ্ধ করা: আমার প্রাণকে বল, আমিই তোমার পরিত্রাণ । ৪ যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও অপমানিত হউক : যাহার। আমার অনিষ্টের সঙ্কল্প করে, তাহীর ফিরিয়া যাউক, হতাশ হউক । ৫ তাহার বায়ুচালিত তুষের স্থায় হউক, সদাপ্রভুর দূত তাহাদিগকে তাড়া করুন। ৬ তাহদের পথ অন্ধকার ও পিচ্ছিল হউক ; সদাপ্রভুর দূত তাহীদের পশ্চাৎ ধাবমান ইউন। ৭ কেননা তাহার। অকারণে আমার জন্ত গৰ্ত্তমধ্যে গুপ্ত জাল পাতিয়াছে, অকারণে আমার প্রাণের জন্ত খাত খুঁড়িয়ছে। ৮ অজ্ঞাতসারে তাহার সর্বনাশ উপস্থিত হউক ; সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হউক, সেই সৰ্ব্বনাশে সে পতিত হউক । ৯ আর আমার প্রাণ সদাপ্রভুতে উল্লাসিত হইবে, তাহার পরিত্রাণে আনন্দ করিবে । ১• আমার সকল অস্থি বলিবে, সদাপ্রভু, তোমার তুল্য কে? তুমিই দুঃখীকে তদপেক্ষ বলবানু ব্যক্তি হইতে, দুঃখী দরিদ্রকে তাহার লুণ্ঠনকারী হইতে, উদ্ধার করিয়া থাক । ১১ দুৰ্ব্বত্ত সাক্ষিগণ উঠিতেছে, আমি যাহা জানি না, তাহ আমার কাছে চাহে। ১২ তাহার উপকারের পরিবর্তে আমার অপকার করে, তাহাতে আমার প্রাণ অনাথ হয়। ১৩ কিন্তু তাহদের পীড়ার সময়ে আমি চট পরিতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার বক্ষে ফিরিয়া আসিবে। ১৪ আমি তাহাদিগকে নিজ বন্ধু বা নিজ ভ্রাত বলিয়া চলিতাম, আমি মাতৃশোকাতুরের ন্যায় শোকৰ্ত্ত হইয়া অধোমুখে থাকিতাম । ১৫ তথাপি তাহার। আমার পদস্থলনে আনন্দিত হইল, ও সকলে একত্র হইল ; অধমের আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র ३३5, তাহার। আমাকে বিদীর্ণ করিল, ক্ষান্ত হইল না। ১৬ পামর উপহাসকারী পিণ্ডশুরদের ন্যায় তাহার। আমার প্রতি দন্তঘর্ষণ করিল। ১৭ হে প্ৰভু, তুমি কত কাল দেখিবে ? রক্ষা কর আমার প্রাণ তাহদের ধ্বংসন হইতে, আমার একমাত্র [আত্ম।] সিংহগণ হইতে । ১৮ অামি মহাসমাজের মধ্যে তোমার স্তব করিব, বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করিব । ১৯ আমার শক্রগণকে আমার বিষয়ে অন্তায় আনন্দ্র করিতে দিও না, 471