পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o : レー8* : 81] ৮ হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আরি তোমার ব্যবস্থা আমার অন্তরে তাছে । ৯ অামি মহাসমাজে ধৰ্ম্মশীলতার মঙ্গলবৰ্ত্ত প্রচার করিয়াছি 5 দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না ; হে সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত আছ । ১০ অামি তোমার ধৰ্ম্মশীলতা নিজ হৃদয়মধ্যে সঙ্গোপন করি নাই, তোমার বিশ্বস্ততা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি ; তোমার দয়া ও সত্য মহাসমাজ হইতে গুপ্ত রাখি নাই। ১১ হে সদাপ্রভু তুমিও আমা হইতে আপন করুণ রুদ্ধ করিও না s তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক। ১২ কেনন। অসংখ্যেয় বিপদ তামাকে ঘেরিয়াছে ; আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে ; আমি দেখিতে পাইতেছি না : আমার মস্তকের কেশ অপেক্ষাও সে সকল অধিক, আমার হৃদয় আমাকে ছাড়িয়ছে। ১৩ সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার কর, সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্বর হও। ১৪ তাহার। সকলেই লজ্জিত ও হতাশ হউক, যাহার। সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে, তাহার। ফিরিয়া যাউক, অপমানিত হউক, যাহার। আমার বিপদে প্রীত হয় । ১৫ তাহার। আপনাদের লজ্জা প্রযুক্ত স্তম্ভিত হউক, যাহার। আমাকে বলে, অহে । আহে । ১ণ্ড যাহার তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে তামোদ ও আনন্দ করুক ; যাহার তোমার পরিত্রাণ ভাল বাসে, তাহার সতত বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন । ১৭ আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন ; তুমি আমার সহায় ও আমার নিস্তারকওঁ ; হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না । গীতসংহিতা । 9 & Go 8S প্রধান বাদ্যকরের জন্য । দায়ুদের সঙ্গীত । ১ ধন্ত সেই জন, যে দীনহীনের পক্ষে চিন্তাশীল : বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করবেন। ২ সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন, দেশে সে আশীৰ্ব্বাদ পাইবে : তুমি শক্রগণের ইচ্ছাতে তাহাকে সমর্পণ করিও না। ৩ ব্যধিশয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধারয়। রাখিবেন: তাহার পীড়ার সময়ে তুমি তাহার সমস্ত শয্যা গরি বৰ্ত্তন করিয়াছ । ৪ আমি কহিলাম, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, তামার প্রাণ সুস্থ কর, কেননা তাম তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি । ৫ আমার শক্রগণ আমার বিরুদ্ধে হিংসার কথা কহে,

  • সে কখন মরিবে ? কখন তাহার নাম লুপ্ত হইবে ? ৬ আর যদি কেহ আমাকে দেখিতে আইসে, তবে সে

অলীক কথা কহে : তাহার হৃদয় তাহার জন্য অধৰ্ম্ম সঞ্চয় করে, সে বাহিরে গিয়া তাহ বলিয়া বেড়ায় । ৭ আমার বিদ্বেষিগণ সকলে একত্র হইয়। আমার বিরুদ্ধে কাণাকণি করে : তাহার। আমার বিপক্ষে অনিষ্ট কল্পনা করে। ৮ “কোন প্রকার মারাত্মক বিষয় উহাতে লাগিয়াছে, সে পড়িয়া আছে, তার উঠবে না।” ৯ আমার ষে মিত্র আমার বিশ্বাসপাত্র ছিল, ও আমার রুটী খাইত, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠাইয়াছে। ১• হে সদাপ্রভু তুমি আমার প্রতি কৃপ কর,আমাকে উঠাও, ষেন আমি উহাদিগকে প্রতিফল দিই । ১১ তাম ইহাতেই জানি যে, তুমি আমাতে প্রীত, - কেনন। আমার শক্র তামার উপরে জয়ধবনি করে না, । ১২ তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরিয়। রাপিয়াছ, এবং চিরতরে আপনার সাক্ষাতে স্থাপন করিয়াছ । ১৩ ধন্ত সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, অনাদি কাল হইতে অনন্তকাল পৰ্য্যন্ত । আমেন ও তামেন । দ্বিতীয় খণ্ড । 8 & প্রধান বাদ্যকরের জন্য । কোরাহ-সন্তানদের মস্কীল । s হরিণী যেমন জলস্রোতের আকাঙক্ষ করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ২ ঈশ্বরের জন্ত, জীবন্ত ঈশ্বরেরই জন্ত আমার প্রাণ তৃষ্ণাৰ্ত্ত : আমি কখনৃ আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব ? ৩ তামার নেত্রজল দিব৷রত্র আমার ভক্ষ্য হইল, কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, “তোমার ঈশ্বর কোথায় ?” ৪ আমি ইহ স্মরণ করিয়৷ তান্তরে আপন প্রাণ ঢালি, 475