পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 9 কেনন। আমি লোকীরণ্যসহ যাত্র করিতাম, তাহীদিগকে ঈশ্বরের গৃহে লইয়। যাইতাম, আনন্দ ও স্তবগানের ধ্বনিসহ বহুলোক পৰ্ব্ব পালন করিত। ৰ হে আমার প্রাণ, কেন অবসন্ন হও ? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও ? ঈশ্বরে প্রত্যাশা রাখ ; কেননা আমি আবার তাহার স্তব করিব ; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। শু তামার প্রাণ অামার অন্তরে অবসন্ন হইতেছে ; সেইজন্ত আমি তোমাকে স্মরণ করিতেছি, যৰ্দ্দনের দেশ হইতে, আর হৰ্ম্মোণ গিরিশ্রেণী, মিৎসিয়র পর্বত হইতে । ৭ তোমার নিবারসমূহের শব্দে জলপ্রবাহ জলপ্রবাহকে তাহবান করিতেছে : তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়া যাইতেছে। ই সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করবেন, রাত্ৰিতে তাহার স্তোত্র আমার সঙ্গী হইবে, আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিব1। ৯ আমি আপন শৈলস্বরূপ ঈশ্বরকে বলিব, কেন আমাকে ভুলিয়া গিয়াছ ? আমি কেন শক্রর দেীরাত্ম্যে বিষঃ হইয় বেড়াইতেছি ? ১• আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পৰ্য্যন্ত চূর্ণ করে, তাহারা সমস্ত দিন আমাকে বলে,তোমার ঈশ্বর কোথায়? ১১ হে আমার প্রাণ, কেন অবসন্ন হও ? আমার অন্তর কেন ক্ষুব্ধ হও ? ঈশ্বরের অপেক্ষ কর ; কেননা আমি আবার তাহার স্তব করিব : তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। 3○ * ঈশ্বর, আমার বিচার কর, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিম্পন্ন কর ; ছলপ্রিয় ও অন্তায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর । ২ কেননা তুমিই আমার দুর্গস্বরূপ ঈশ্বর ; কেন আমাকে ত্যাগ করিয়াছ ? আমি কেন শক্রর দেীরাত্ম্যে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি ? ৩ তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ কর ; তাহরাই আমার পথপ্রদর্শক হউক, তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে তামাকে উপস্থিত কক্লক । প্ত তাহাতে আমি ঈশ্বরের বেদির কাছে যাইব, আমার পরমানন্দজনক ঈশ্বরের কাছে যাইব । জার হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বীণাযন্ত্রে তোমার স্তব করব । গীতসংহিতা । [ 83 ; R – 88 ; •ко , ৫ হে আমার প্রাণ, কেন অবসন্ন হও ? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও ? ঈশ্বরের অপেক্ষ কর ; কেননা আমি আবার তাহার স্তব করিব ; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। 88 ১ হে ঈশ্বর, আমরা স্বকৰ্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্বকালে তাহদের সময়ে কাৰ্য্য করিয়াছিলে। ২ তুমি আপন হস্তে জাতিগণকে অধিকারচু্যত করিয়া তাহাদিগকেই রোপণ করিয়াছিলে, তুমি লোকবৃন্দকে চূর্ণ করিয়া তাহাদিগকেই বিস্তারিত করিয়াছিল । ৩ কেনন। তাহার। আপনাদের খড়গ দ্বারা দেশ অধিকার করেন নাই, তাহীদের নিজ বাহু তাহাদিগকে নিস্তার করে নাই ; কিন্তু তব দক্ষিণ হস্ত, তব বাহু ও তব মুখের প্রসন্নতা [তাহা করিয়াছিল,] কারণ র্তাহীদের প্রতি তোমার অনুকম্প ছিল। ৪ হে ঈশ্বর, তুমিই আমার রাজা ; যাকোবকে পরিত্রাণ করিতে আজ্ঞা হউক । ৫ তোম। দ্বার। আমরা আপন বিপক্ষদিগকে গুতাইয়। ফেলিয়া দিব ; যাহারী আমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে তোমার নামে পদতলে দলিব । ৬ যেহেতুক আমি আপন ধনুকে নির্ভর করিব না, আমার খড়গ আমাকে নিস্তার করিবে না । ৭ কিন্তু তুমিই আমাদের বিপক্ষগণ হইতে আমাদিগকে নিস্তার করিয়াছ, আমাদের বিদ্বেধিগণকে লজ্জাপন্ন করিয়াছ । ৮ আমরা সমস্ত দিন ঈশ্বরেরই শ্লাঘা করিয়াছি, আর চিরকাল তোমার নামের স্তব করিল। প্রধান বাদ্যকরের জন্য। কোরাহ-সন্তানদের । মস্কীল । সেলা । ৯ কিন্তু তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, অপমানগ্রস্ত করিয়াছ, আমাদের বাহিনীগণের সঙ্গে যাত্রা কর না । ১• তুমি বিপক্ষ হইতে আমাদিগকে ফিরাইভেছ ; আমাদের বিদ্বেষিগণ আপনাদের জন্ত লুট করিতেছে। ১১ তুমি আমাদিগকে ভক্ষণীয় মেষের ন্তায় সমর্পণ করিয়াছ, আমা,দগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছ । ১২ তুমি আপন প্রজাদিগকে বিনামূল্যে বিক্রয় করতেছ, তাহীদের মূল্য দ্বারা ধন বৃদ্ধি কর নাই । ১৩ তুমি আমাদের প্রতিবাসিগণের কাছে আমাদিগকে তিরস্কারের বিষয়, আমাদের চতু।দকুস্থিত লোকদের উপহাস ও বিদ্রুপের পাত্র কারতেছ। 476