পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 , ; * — С о ; 88 1 ] ৭ তাহদের মধ্যে কেহই কোন মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিম্বা তাহার প্রায়শ্চিত্তের জন্ত ঈশ্বরকে কিছু দিতে পারে না, ৮ (কেননা তাহদের প্রাণের মুক্তি দুর্মুল্য, এবং চিরকালেও অসাধ্য ; ) ৯ যেন সে নিত্যজীবী হয়, যেন সে ক্ষয় না দেখে । ১ ও কারণ সে দেখে যে, জ্ঞানবীনের মরে, হীনবুদ্ধি ও পশুবৎ লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তাহারা অন্তদের জন্ত আপনাদের ধন রাখিয়া যায়। তাহীদের আন্তরিক ভাব এই, তাহাদের বাটী চিরস্থায়ী, তাহাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকিবে, তাহারা স্ব স্ব নামানুসারে ভুমির নাম রাখে। কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না ; সে নশ্বর পশুদিগের সদৃশ। এই তাহীদের পথ, তাহীদের হীনবুদ্ধিত ; তথাপি তাহদের পরে লোকে তাহদের বাক্যের অনুমে\দন করে। সেলা । তাহারা পাতালের জন্ত নিযুক্ত মেষপালবৎ, মৃত্যু তাহাদিগকে চরাইবে : সরলগণ প্রভাতে তাহদের উপরে কর্তৃত্ব করিবে ; তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহার কোন বসতিস্থান আর থাকিবে না। কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত কfরবেন ; কেননা তিনি আমাকে গ্রহণ করিবেন। তুমি ভীত হইও না, যখন কেহ ধনবান হয়, যখন তাহার কুলের ঐশ্বৰ্য্য বৃদ্ধি পায়, কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বৰ্য্য তাহার অনুগমন করিবে না। সে জীবদ্দশায় আপন প্রাণকে আশীৰ্ব্বাদ করিত; আর তুমি আপনার মঙ্গল করিলে লোকে তোমার স্তব করে । সে আপন পিতৃবংশের কাছে যাইবে, তাহারা দীপ্তির দর্শন কখনও পাইবে না। ২• যে মনুষ্য ঐশ্বৰ্য্যশালী অথচ অবোধ, সে নশ্বর পশুদিগের সদৃশ। 3 y > * 39 38 > (t সেলা । 33 ጏፃ ごbア 3 సి (の यांनटरफ़ज़ नछौज । ১ ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, হুর্য্যের উদয়স্থান অবধি অন্তস্থান পৰ্য্যন্ত তিনি পৃথি বীকে আহবান করিয়াছেন। ২ সিয়োন হইতে, পরম সৌন্দর্য্যের স্থান হইতে, ঈশ্বর দেদীপ্যমান হইয়াছেন। ৩ আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না ; গীতসংহিতা । 8 ዓ > তাহার অগ্ৰে অগ্নি গ্রাস করিবে, তাহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে । ৪ তিনি উদ্ধস্থিত স্বৰ্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন, স্বীয় প্রজাদের বিচার জন্ত ; ও আমার সাধুদিগকে আমার কাছে একত্র কর, যাহার। বলিদানসহ আমার সহিত নিয়ম করিয়াছে । ৬ আর স্বর্গ তাহার ধৰ্ম্মশীলতা জ্ঞাত করিবে, কেননা ঈশ্বর স্বয়ং বিচারকর্তা । ৭ হে আমার প্রজাগণ, শুন, আমি বলি ; হে ইস্রায়েল, শুন, তামি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই। আমিই ঈশ্বর, তোমার ঈশ্বর । ৮ আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভৎসনা করিব না, তোমার হোমবলি সকল সতত আমার সম্মুখে। ৯ তামি তোমার গৃহ হইতে বৃষ, তোমার খোয়াড় হইতে ছাগ লইব না। ১• কেননা বনের সমস্ত জন্তু তামার, সহস্ৰ সহস্ৰ পৰ্ব্বতীয় পশু আমার । ১১ আমি পৰ্ব্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবত্তী । ১২ তামি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না ; কেনন। জগৎ ও তাঁহার সমস্তই আমার। ১৩ আমি কি বুষমাংস ভোজন করিব ? আমি কি ছাগরক্ত পান করিব ? ১৪ তুমি ঈশ্বরের উদ্দেশে স্তববলি উৎসর্গ কর, পরাৎপরের নিকটে আপন মানত পূর্ণ করা: ১৫ আর সঙ্কটের দিনে আমাকে ডাকিও : আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে । সেলা । ১৬ কিন্তু দুষ্টকে ঈশ্বর কহেন, আমার বিধি প্রচার করিতে তোমার কি অধিকার ? তুমি আমার নিয়ম কেন মুখে আনিয়াছ ? ১৭ তুমি ত শাসন ঘৃণা করিয়া থাক, আমার বাক্য পশ্চাতে ফেলিয়া থাক । ১৮ চোরকে দেখিলে তুমি তাহার সহিত প্রণয় করিতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হইতে । ১৯ তুমি মন্দ বিষয়ে মুৰ্থ বাড়াইয়া দিয়া থাক, তোমার জিহবা ছল রচনা করে। ২• তুমি বসিয়া নিজ ভ্রাতার বিরুদ্ধে কথা কহিয়া থাক, তুমি আপন সহোদরের নিন্দ করিয়া থাক । ২১ তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রহিয়াছি; তুমি মনে করিয়াছ, আমি তোমারই মতন ; আমি তোমাকে ভৎসনা করিব, ও তোমার সাক্ষাতে সমস্তের বিদ্যাস করিব । ২২ তোমরা যাহার ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবে চনা কর, 479