পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ২ ; ৩২ – ৪ ৩ ; ১৯ । ] ৩২ বলিলাম, আমরা সৎলোক, চর নহি ; আমরা বার ভাই, সকলেই এক পিতার সন্তান ; কিন্তু এক জন নাই, এবং ছোটটী অদ্য কনান দেশে পিতার কাছে ৩৩ অাছে । তখন সেই ব্যক্তি, সেই দেশাধ্যক্ষ আমাদিগকে কহিলেন, ইহাতেই জানিতে পারিব যে, তোমরা সৎলোক ; তোমাদের এক ভাইকে আমার নিকটে রাখিয় তোমাদের গৃহের দুর্ভিক্ষের জন্য শস্ত ৩৪ লইয়া যাও । পরে তোমাদের ছোট ভাইকে আমার নিকটে আনিও, তাহাতে বুঝিতে পারিব যে, তোমর চর নও, তোমরা সৎলোক ; আর আমি তোমাদের ভাইকে তোমাদের কাছে দিব, এবং তোমর দেশে বাণিজ্য করিতে পাইবে । পরে তাহারা ছাল হইতে শস্ত ঢালিলে দেখ, প্রত্যেক জন অপেন আiপন ছালায় আপন তাপন টাকার গ্রন্থি পাইলেন। তখন সেই সকল টাকার গ্রন্থি দেখিয়া তাহার ও তাহীদের পিতা ভীত হইলেন । ৩৬ আর তাহদের পিতা যাকোব কহিলেন, তোমরা আমাকে পুত্রহীন করিয়াছ ; যোষেফ নাই, শিমিয়োন নাই, আবার বিদ্যামীনকেও লইয়া যাইতে চাহিতেছ : ৩৭ এই সকলই আমার প্রতিকুল। তখন রূবেণ তাপন পিতাকে কহিলেন, আমি যদি তোমার নিকটে তাহাকে না আনি, তবে আমার দুই পুত্রকে বধ করিও ; আমার হস্তে তাহাকে সমর্পণ কর ; আমি তোমার কাছে তাহাকে পুনৰ্ব্বার আনিয়া দিব । ৩৮ তখন তিনি কহিলেন, আমার পুত্র তোমাদের সঙ্গে যাইবে না, কেননা তাহার সহোদর মরিয়া গিয়াছে, সে এক রহিয়াছে ; তোমরা যে পথে যাইবে, সেই পথে যদি ইহার কোন বিপদ ঘটে, তবে শোকে এই পাকা চুলে আমাকে পাতালে নামাইয়া দিবে। যোষেফের ভ্রাতৃগণ দ্বিতীয় বার মিসরে যান। যোষেফ আত্ম-পরিচয় দেন । 3○ তখন দেশে অতিশয় দুর্ভিক্ষ ছিল। আর তাহার। মিসর হইতে যে শস্ত আনিয়াছিলেন, সে সমস্ত ভক্ষিত হইলে তাহীদের পিতা তাহাদিগকে কহিলেন, তোমরা আবার যাও, আমাদের জন্ত কিছু ৩ ভক্ষ্য কিনিয়া আন । তখন যিহুদী তাহাকে কহিলেন, সেই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ করিয়া আমাদিগকে বলিয়াছেন, তোমাদের ভাই তোমাদের সঙ্গে ন৷ আসিলে তোমরা আমার মুখ দেখিতে পাইবে ৪ ন । যদি তুমি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও, তবে আমরা গিয়া তোমার জন্য ভক্ষ্য ৫ কিনিয়া আনিব । কিন্তু যদি না পাঠাও, তবে যাইব নী ; কেনন। সে ব্যক্তি আমাদিগকে বলিয়াছেন, তোমাদের ভাই তোমাদের সঙ্গে না আসিলে তোমর। ৬ আমার মুখ দেখিতে পাইবে না। তখন ইস্রায়েল কহিলেন, আমার সহিত এমন কুব্যবহার কেন করিয়াছ ? ঐ ব্যক্তিকে কেন বলিয়াছ যে, তোমা ‘LA আদিপুস্তক। ○> ৭ দের আর এক ভাই আছে ? তাহার কহিলেন, তিনি আমাদের বিষয়ে ও আমাদের বংশের বিষয়ে সূক্ষ্মরূপে জিজ্ঞাসা করিলেন, বলিলেন, তোমাদের পিতা কি এখনও জীবিত আছেন ? তোমাদের কি আরও ভাই আছে ? তাহাতে আমরা সেই কথা অনুসারে উত্তর করিয়াছিলাম। আমরা কি প্রকারে জানিব যে, তিনি বলিবেন, তোমাদের ভাইকে ৮ এখানে আন ? যিহ্ৰদ আপন পিতা ইস্রায়েলকে আরও কহিলেন, বালকটকে আমার সঙ্গে পাঠাইয়৷ দেও ; আমরা উঠিয় প্রস্থান করি, তাহাতে তুমি ও আমাদের বালকের ও আমরা বাচিব ; কেহ মরিব ৯ না । আমিই তাহার জামিন হইলাম, আমারই হস্ত ত তাহাকে লইও, আমি যদি তোমার কাছে তাহাকে না আনি, তোমার সম্মুখে তাহাকে উপস্থিত না করি, তবে আমি যাবজ্জীবন তোমার নিকটে ১০ অপরাধী থাকিব । এত বিলম্ব না করিলে আমরা ইহার মধ্যে দ্বিতীয় বার ফিরিয়া আসিতে ১১ পরিতাম । তখন তাহদের পিতা ইস্রায়েল তাহtদিগকে কহিলেন, যদি তাহাই হয়, তবে এক কৰ্ম্ম কর ; তোমরা আপন আপন পাত্রে এই দেশের প্রশংসিত দ্রব্য,—গুগগুলু, মধু, সুগন্ধি দ্রব্য, গন্ধরস, পেস্ত ও বাদাম কিছু কিছু লইয়া গিয়৷ সেই ব্যক্তিকে ১২ উপঢৌকন দেও। আর আপন আপন হস্তে দ্বিগুণ টাকা লও, এবং তোমাদের ছালার মুখে যে টাক৷ ফিরিয়৷ আসিয়াছে, তাহাও হস্তে করিয়া পুনরায় লইয়। ১৩ যাও ; কি জানি বা ভ্রান্তি হইয়াছিল। আর তোমাদের ভাইকে লও, উঠ, পুনৰ্ব্বার সেই ব্যক্তির নিকটে ১৪ যাও । সৰ্ব্বশক্তিমান ঈশ্বর তোমাদিগকে সেই ব্যক্তির কাছে করুণার পাত্র করুন, যেন তিনি তোমাদের অন্ত ভাইকে ও বিদ্যামীনকে ছাড়িয়া দেন। আর যদি আমাকে পুত্রহীন হইতে হয়, তবে পুত্রহীন হইলাম। তখন তাহার সেই উপঢৌকন দ্রব্য লইলেন, আর হাতে দ্বিগুণ টাকা ও বিদ্যমীনকে লইয়া যাত্রা করিলেন, এবং মিসরে গিয়া যোষেফের সম্মুখে দাড়াইলেন । ১৬ যোষেফ তাহদের সঙ্গে বিদ্যামীনকে দেখিয়া অপেন গৃহাধ্যক্ষকে কহিলেন, এই কয়েকটা লোককে বাটীর ভিতরে লইয়া যাও, আর পশু মারিয়া আয়োজন কর; কেননা ইহার মধ্যাহ্নে আমার সঙ্গে আহার ১৭ করিবে । তাহাতে সেই ব্যক্তি, যোষেফ যেমন বলিলেন, সেইরূপ করিল, তাহাদিগকে যোষেফের বাটীতে লইয়া ১৮ গেল। কিন্তু যোষেফের বাটাতে নীত হওয়াতে তাহারা ভীত হইলেন, ও পরস্পর কহিলেন, পূর্বে আমাদের ছালায় যে টাকা ফিরিয়া গিয়াছিল, তাহারই জন্য ইনি আমাদিগকে এখানে আনিতেছেন ; এখন আমাদের উপরে পড়িয়া আক্রমণ করিবেন ও আমাদের গর্দভ ১৯ লইয়া আমাদিগকে দাস করিয়া রাখিবেন । অতএব তাহারা যেযেফের গৃহাধ্যক্ষের কাছে গিয়া বাটার দ্বারে Y & 39