পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ヶ ● পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি, আর উদ্ধার করিবার কেহ না থাকে । ২৩ যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে ; যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব। প্রধান বাদ্যকরের জন্য । (S স্বায়দের সঙ্গীত । বৎ শেবার কাছে উপহার গমনের পর যৎকালে নাথন ভাববাদী উপহার নিকট আসিলেন, তৎকালীন । ১ হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর : তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধৰ্ম্ম সকল মার্জন কর । ২ আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর, আমার পাপ হইতে আমাকে শুচি কর । ৩ কেনন। আমি নিজে আমার অধৰ্ম্ম সকল জানি ; আমার পাপ সতত আমার সম্মুখে আছে। ৪ তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত, তাহাই করিয়াছি ; অতএব তুমি আপনার বাক্যে ধৰ্ম্মময়, আপনার বিচারে নির্দোষ রহিয়াছ । ও দেখ, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাত আমাকে গৰ্ত্তে ধারণ করিয়াছিলেন। ও দেখ, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গুঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। ৭ এসোব দ্বারা আমাকে মুক্তপাপ কর, তাহাতে আমি শুচি হইব ; আমাকে ধোত কর, তাহীতে হিম অপেক্ষা শুক্ল হইব। ৮ আমাকে আমোদ ও আনন্দের বাক্য শুনাও : তোম। দ্বারা চুর্ণিত অস্থি সকল প্রফুল্ল হউক । ৯ আমার পাপসমূহের প্রতি মুখ আচ্ছাদন কর, আমার সকল অপরাধ মজ্জন কর । ১০ হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ স্বষ্টি কর, আমার অন্তরে স্বস্থির আত্মাকে নুতন করিয়া দেও। ১১ তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। ১২ তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দেও, ইচ্ছুক - আত্ম দ্বার। আমাকে ধরিয়া রাখ। ১৩ আমি অধৰ্ম্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দিব, পাপীর তোমার দিকে ফিরিয়া আসিবে। ১৪ হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার কর, আমার জিহব। তোমার ধৰ্ম্মশীলতার বিষয় গান করিবে।

  • (ব।) উদ্বার ।

গীতসংহিতা । [ ৫ ০ ; ২৩ – ৫৩ : ১ । ১৫ হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দেও, আমার মুখ তোমার প্রশংস। প্রচার করিবে । ১৬ কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহ দিতাম; হোমে তোমার সন্তোষ নাই । ১৭ ঈশ্বরের গ্রাহাবলি ভগ্ন আত্মা ; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। ১৮ তুমি আপন অনুগ্রহে সিয়োনের মঙ্গল কর, তুমি যিরশালেমের প্রাচীর নিৰ্ম্মাণ কর। ১৯ তখন তুমি ধাৰ্ম্মিকতার বলি, হোম ও পূর্ণাহুতিতে প্রীত হইবে : তখন লোকে তোমার বেদির উপরে বৃষদিগকে উৎসর্গ করিবে । (g প্রধান বাদ্যকরের জন্য । & দীয়দের মস্কীল । যৎকালে ইদোমীয় দোয়েগ আসিয়া শোলকে এই সংবাদ দিল যে, “দ্বায়ুদ আহমেলকের গৃহে আসিয়াছে, ” তৎকালীন । ১ বীর, তুমি কেন অনিষ্টকাৰ্য্যের শ্লাঘা করিতেছ ? ঈশ্বরের দয়া নিত্যস্থায়ী । ২ তোমার জিহবা দুষ্টতার কল্পনা করিতেছে ; হে ছলসাধক, তাহ শাণিত ক্ষুরের সদৃশ। ৩ তুমি সংক্রিয় অপেক্ষ দুক্তিয়, ধৰ্ম্মবাক্য অপেক্ষ মিথ্যা কখ। ভাল বাস । ৪ হে ছলনার জিহের, তুমি সমুদয় বিনাশক কথা ভাল বাস । ৫ ঈশ্বরও তোমাকে চিরতরে বিনষ্ট করিবেন, তোমাকে ধরিয়৷ তাম্বু হইতে টানিয়া লইবেন, জীবিতদের দেশ হইতে তোমাকে উন্মুলন করবেন। সেলা । সেলা । ৬ ধাৰ্ম্মিকের তাহ দেখিয়া ভীত হইবে, আর তাহার বিষয়ে উপহাস করিয়৷ বলিবে, ৭ “দেখ, ঐ ব্যক্তি ঈশ্বরকে আপন বল করিত না, সে আপনার ধনবাহুল্যে নির্ভর করিত : সে দুষ্টতায় আপনাকে বলবান করিত।” ৮ কিন্তু আমি ঈশ্বরের বাটতে হরিৎপর্ণ জিতবৃক্ষসদৃশ, আমি অনন্তকালতরে ঈশ্ব-রর দয়াতে বিশ্বাস করি । ৯ চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কাৰ্য্য সাধন করিয়াছ : আমি তোমার সাধুগণের সম্মথে তোমার নামের অপেক্ষ করিব, কেননা তাহ উত্তম। প্রধান বাদ্যকরের জন্য । স্বর, মহলছ । (○ দায়ুদের মস্কীল । ১ মূঢ় মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই’ । তাহারা নষ্ট, তাহার। ঘুণাহ অধৰ্ম্ম করিয়াছে ; সৎকন্ম করে, এমন কেহ নাই । 480