পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3レペ ২১ তাহীর মুখ নবনীতের স্থায় কোমল, কিন্তু তাহার অন্তঃকরণ যুদ্ধময় ; তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ, তথাপি সে সকল বিকোষিত থড়গস্বরূপ । ২২ তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর । তিনিই তোমাকে ধরিয়া রাখবেন, কখনও ধাৰ্ম্মিককে বিচলিত হইতে দিবেন না । ২৩ কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কুপে নামাইবে ; রক্তপাতী ও ছলfপ্রয়ের আয়ুর অৰ্দ্ধকালও বঁচিবে না ; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব । প্রধান বাদ্যকরের জন্য। স্বর,যেগনৎএলম-র হোকীম। দায়ুদের । মিকতাম । যৎকালে পলেষ্টীয়ের গণতে তাহাকে ধরিল, তৎকালীন । ১ হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা মৰ্ত্ত আমাকে গ্রাস করিতে চাহিতেছে ; সে সমস্ত দিন যুদ্ধ করতঃ আমার প্রতি উপদ্রব করে। ২ আমার গুপ্ত শক্রগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে ; কেননা অনেকে সদৰ্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে । ৩ যে সময়ে আমার ভয় লাগে, আমি তোমাতে নির্ভর করিব। ৪ ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব : . আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না ; মাংসপিণ্ড আমার কি করিতে পারে ? ৫ তাহারা সমস্ত দিন আমার বাক্য মোচড়ায় : তাহাদের সমস্ত সঙ্কল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ। ৬ তাহার একত্র হয়, ঘাটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে। ৭ অধৰ্ম্মের দ্বারা তাহারা কি বাচিবে ? হে ঈশ্বর, ক্রোধে জাতিগণকে নিপাত কর। ৮ তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ ; আমার নেত্রজল তোমার কুপাতে রাখ ; তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই ? ৯ সেই দিন আমার শক্রগণ ফিরিয়া যাইবে, যে দিন আমি ডাকি, আমি ইহ জানি যে, ঈশ্বর আমার সপক্ষ । ১০ ঈশ্বরে আমি [ তাহার] বাক্যের প্রশংসা করিব : সদাপ্রভুতে [তাহার] বাক্যের প্রশংসা করিব। ১১ আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না ; মনুষ্য আমার কি করিতে পারে? ১২ হে ঈশ্বর, আমি তোমার কাছে মানতে বদ্ধ ; আমি তোমাকে স্তবের উপহার দিব । ১৩ তুমি ত মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ [উদ্ধার কর নাই,] ○○ গীতসংহিতা । (с с : ২১ – ৫৮ ; ২ t যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি ? &ግ প্রধান ৰাদ্যকরের জন্য । স্বর, নাশ করিও না। স্বায়ুদের। মিকতাম । যৎকালে তিনি শৌলের সম্মুখ ছইতে গহবরে পলায়ন করেন, তৎকালীন । ১ আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর,আমার প্রতি কুপ কর, কেননা আমার প্রাণ তোমার শরণাগত ; তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পৰ্য্যন্ত এই সব দুর্দশ৷ অতীত না হয় । ২ আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব, আমার জন্ত কাৰ্য্যসাধক ঈশ্বরকেই ডাকিব । ৩ তিনি স্বর্গ হইতে প্রেরণ করবেন, আমাকে নিস্তার করিবেন, আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন : সেলা । ঈশ্বর আপনি দয়া ও সত্য প্রেরণ করবেন। ৪ আমার প্রাণ সিংহগণের মধ্যবৰ্ত্তী ; অগ্নি-শিখাস্বরূপদের মধ্যে আমি শয়ন করি, সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বড়শা ও বাণ, তাহীদের জিহবা তীক্ষু খড়গ । ৫ হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক। ৬ তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে, আমার প্রাণ অবনত হইয়াছে : তাহারা আমার সম্মুখে খাত খনন করিয়াছে, আপনারাই তাহার মধ্যে পতিত হইল । সেলা । ৭ আমার চিত্ত স্বস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত স্বস্থির : আমি গান করিব, আমি স্তব করিব। ৮ হে আমার গৌরব, জাগ্রৎ হও ; নেবল ও বীণে, জাগ্রৎ হও ; আমি উষাকে জাগাইব । ৯ হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব । ১০ কেননা তোমার দয়া আকাশমণ্ডল পৰ্য্যন্ত মহৎ, তোমার সত্য মেঘ পর্য্যন্ত ব্যাপ্ত । ১১ হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক। প্রধান বাদ্যকরের জন্য । স্বর, নাশ করিও না । (bア দ্বায়ুদের । মিস্তৃতাম । ১ বীরগণ । তোমরা কি ধৰ্ম্মনীতি কহিতেছ ? * মনুষ্য-সন্তানবৰ্গ । তোমরা কি দ্যায় বিচার করিতেছ? - ২ তোমরা হৃদয়ে দুষ্টত সাধন করিতেছ, দেশে স্বহস্তের উপদ্রব তৌল করিতেছ।

  • (বা) তোমাদের বক্তব্য ধর্মনীতি কি বোবা ?

482