পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b'; సె — ఆమె , 8 || ] ৯ হে ঈশ্বর, তুমি জলধারা বর্ষাইলে, তোমার অধিকার ক্লান্ত হইলে তুমিই তাহ স্বস্থির করিলে। ১০ তোমার সমাজ তাহার মধ্যে বাস করিল ; হে ঈশ্বর, তুমি আপন মঙ্গলভাবে দুঃখীর নিমিত্তে আয়োজন করিলে। ১১ প্রভু বাক্য দেন, শুভবাৰ্ত্তার প্রচারিকাগণ মহাবাহিনী । ১২ বাহিনীগণের রাজার পলায়ন করেন, পলায়ন করেন, আর গৃহবাসিনী দ্রব্য বিভাগ করিয়া লয়। ১৩ তোমরা কি বাথান মধ্যে শয়ন করিবে, রৌপ্যমণ্ডিত কপোতের পক্ষবৎ হইবে, যাহার পালথ হরিৎ সুবর্ণমণ্ডিত । ১৪ সৰ্ব্বশক্তিমান যখন রাজাদিগকে দেশে ছিন্নভিন্ন করি লেন, তখন সলমোন পৰ্ব্বতে যেন] তুষার পড়িল । ১৫ বাশন পববত ঈশ্বরের পর্ববত : বাশন পৰ্ব্বত বহুশৃঙ্গ পৰ্ব্বত । ১৬ হে বহুশৃঙ্গ পৰ্ব্বতগণ, ঈশ্বর আপন নিবাসের নিমিত্তে যে পৰ্ব্বতে প্রীত হইয়াছেন, তৎপ্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করিতেছ ? অবষ্ঠ সদাপ্রভু চিরকাল তথায় বাস করবেন। ১৭ ঈশ্বরের রথ অযুত অযুত ও লক্ষ লক্ষ, প্রভু সে সকলের মধ্যবৰ্ত্তী ; যেমন সৗনয়ে, তাহার পবিত্র স্থানে * । ১৮ তুমি উদ্ধে উঠিয়াছ, বন্দিগণকে বন্দি করিয়াছ, মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ ; এমন কি, বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ, . যেন সদাপ্রভু ঈশ্বর (তথায়] বাস করেন। ১৯ ধন্ত প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন ; সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ । সেলা । ২• ঈশ্বর আমাদের পক্ষে পরিত্রাণসাধক ঈশ্বর : মৃত্যু হইতে উত্তরণ প্ৰভু সদাপ্রভুরই বশে । ২১ ঈশ্বর অবস্ত্য আপন শক্রগণের মস্তক ও কুপথগামীর সকেশ কপাল চুর্ণ করিবেন। ২২ প্রভু কহিলেন, আমি বাশন হইতে পুনৰ্ব্বার আনিব, সমুদ্রের গভীর তল হইতে তাহাদিগকে ] পুনৰ্ব্বার আনব, ২৩ যেন তোমার চরণ রক্তে ডুবাইতে পার, যেন তোমার কুকুরদের জিহব। [ তোমার] শত্ৰুগণ হইতে অংশ পায়। ২৪ হে ঈশ্বর, লোকে তোমার গমন দেখিয়াছে ; পবিত্র স্থানে আমার ঈশ্বরের, আমার রাজার, গমন [দেখিয়াছে ] । ২৫ অগ্ৰে গায়কগণ, পশ্চাতে বাদ্যকরগণ চলিল, বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে ।

  • ( বা ) সীনয় পবিত্র স্থানে আছে।

গীতসংহিতা। 8レ● ২৬ জনসমাগমের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর ; তোমরা, যাহার। ইস্রায়েলরূপ উনুই হইতে [উৎপন্ন], তোমরা প্রভুর ধন্যবাদ কর । ২৭ সেখানে আছেন তাহদের শাসক কনিষ্ঠ বিদ্যমান, যিছুদার অধ্যক্ষগণ ও তাহদের জনগণ, সবুলুনের অধ্যক্ষগণ, নপ্তালির অধ্যক্ষগণ । ২৮ তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়াছেন, হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্ত যাহ। সাধন করিয়াছ, তাহ পরাক্রান্ত কর । ২৯ ষিরশালেমে তোমার মন্দির আছে বলিয়া, রাজগণ তোমার উদেশে উপহার আনিবেন । ৩• তুমি নলবনের বন্যপশুক ভৎসন কর, বৃষদের মণ্ডলীকে ও জাতিগণের গোবৎসদিগকে ভৎসনা কর : তাহার প্রত্যেকে রৌপ্যের থান লইয়। পদতলস্থ হউক, ষে যে জাতি যুদ্ধ ভাল বাসে, তিনি তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন । ৩১ মিসর হইতে প্রধান প্রধান লোক আসিবে ; কুশ শীঘ্ৰ ঈশ্বরের কাছে কৃতঞ্জল হইবে । ৩২ হে পৃথিবীর রাজ্য সকল, ঈশ্বরের উদ্দেশে গীত গাও ; সেহ প্রভুর প্রশংসা গান কর, সেলা । ৩৩ বিনি আদিকালীয় স্বর্গের স্বৰ্গ দিয়া রুথারোহণে গমন করেন ; দেখ, তিনি আপন রব, পরাক্রান্ত রব ছাড়েন। ৩৪ ঈশ্বরের পরাক্রম কীৰ্ত্তন কর ; তাহার মহিমা ইস্রায়েলের উপরে, তাহার পরাক্রম আকাশমণ্ডলে রহিয়াছে । ৩৫ হে ঈশ্বর, তুমি তোমার ধৰ্ম্মধামে ভয়াবহ ; ইস্রায়েলের ঈশ্বর, তিনিই আপন প্রজাদিগকে পরা ক্রম ও শক্তি দেন । ধন্ত ঈশ্বর । প্রধান বাদ্যকরের জন্য স্বর, শেশল্পীম। \>> দ্বায়ুদের । ১ হে ঈশ্বর, আমাকে পরিত্রাণ কর, কেননা আমার প্রাণ পৰ্য্যন্ত জল উঠিয়াছে। ২ আমি অগাধ পঙ্কে ডুবিয়ছি, দড়াইবার স্থান নাই ; গভীর জলে আসিয়াছি, বস্ত আমার উপর দিয়৷ যাইতেছে । ৩ আমি ডাকিতে ডাকিতে ক্লাস্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে : আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়ন যুগল নিস্তেজ হইয়াছে। ৪ যাহার। অকারণে আমার বিদ্বেষী, তাহারা আমার মস্তকের কেশ অপেক্ষাও অনেক ; আমার উচ্ছেদখা মিথ্যাবাদী শক্ৰগণ বলবান ; 487