পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 > や ১৩ বন হইতে শূকর আসিয়া তাহা কুচায়, মাঠের পশু তাহা মুড়াইয়া থাইয় ফেলে। ১৪ বিনয় করি, ফির, হে বাহিনীগণের ঈশ্বর, স্বৰ্গ হইতে চাহিয়া দেখ, এই দ্রাক্ষালতার তত্ত্ব কর : ১৫ রক্ষ কর তাহ, যাহা তোমার দক্ষিণ হস্ত রোপণ করিয়াছে, আর সেই পুত্ৰকে, যাহাকে তুমি আপনার জন্ত সবল করিয়াছ ।* ১৬ ইহা অগ্নিতে দগ্ধ হইয়াছে, ইহা ছেদিত হইয়াছে : তোমার মুখের তর্জনে লোক বিনষ্ট হইতেছে। ১৭ তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্তে সবলীকৃত মনুষ্যপুত্রের উপরে থাকুক। ১৮ তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না : তুমি আমাদিগকে সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকিব । ১৯ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও ; তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব । প্রধান বাদ্যকরের জন্য। স্বর, গিৰ্ত্তীণ্ড । আসিফের । to-3 ১ তোমরা আমাদের বলস্বরূপ ঈশ্বরের উদেশে আসন্দ ধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদেশে জয়ধ্বনি কর। ২ ধর সঙ্গীত, বাজাও ডম্ব, বাজাও নেবল সহকারে মনোহর বীণা ৷ ৩ বাজাও তুরী অমাবস্তায়, বাজাও পূর্ণিমায়, আমাদের উৎসব দিনে । ৪ কেননা তাহা ইস্রায়েলের বিধি, যাকোবের ঈশ্বরের শাসন । e তিনি যোষেফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করিলেন, যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বাহির হন : আমি এক বাণী শুনিলাম, যাহ! জানিতাম না। } ৬ আমি উহার স্কন্ধকে ভারমুক্ত করিলাম, উহার হস্ত ঝুড়ি হইতে নিস্কৃতি পাইল । ৭ তুমি সঙ্কটে ডাকিলে আমি তোমাকে উদ্ধার করিলাম: আমি মেঘনাদের অন্তরালে তোমাকে উত্তর দিলাম, মরীবার জলসমীপে তোমার পরীক্ষা করিলাম। সেলা । ৮ হে আমার প্রজালোক, শুন, আমি তোমার কাছে সাক্ষ্য দিব ; হে ইস্রায়েল, তুমি যদি আমার কথা শুন । ৯ তোমার মধ্যে বিদেশীয় কোন দেবতা থাকিবে না, তুমি কোন বিজাতীয় দেবতার কাছে প্ৰণিপাত করিবে না।

  • ( বা ) তোমার দক্ষিণ হস্ত দ্বারা রোপিত চারার, ও

তোমার নিমিত্ত সবলীকৃত শাখার তত্ত্ব কর । + ( ৰ ) আমি এক বাণী শুনিতেছি, যাহা জানি না । গীতসংহিতা । [ レe ; >や一レベ) ●。 ১• আমিই সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি: তোমার মুখ খুলিয়। বিস্তার কর, আমি তাহ পুর্ণ কারব । ১১ কিন্তু আমার প্রজাগণ আমার রব শুনিল না, ইস্রায়েল আমাকে চাহিল না। ১২ তাই আমি তাহাদিগকে তাহীদের হৃদয়ের কঠিন্তে ছাড়িয়া দিলাম : তাহার। আপনাদের মন্ত্রণায় চলিল । ১৩ আহাঁ, যদি আমার প্রজাগণ আমার কথা শুনে, যদি ইস্রায়েল আমার পথে চলে । ১৪ তাহা হইলে তাহাদের শক্রগণকে ত্বরীয় দমন কারব, তাহাঁদের বিপক্ষগণের প্রতিকূলে আপন হস্ত ফিরাইব । ১৫ সদাপ্রভুর বিদ্বেষিগণ র্তাহার কর্তৃত্ব স্বীকার করিবে: কিন্তু ইহাদের সময় চিরকাল থাকিবে । ১৬ তিনি ইহাদিগকে স্বগোধুম ভোজন করাইবেন : আমি শৈলস্থ মধু দ্বারা তোমাকে তৃপ্ত করিব।” ৮২ ১ ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন । ২ তোমরা কত কাল অন্যায় বিচার করবে, ও দুষ্টগণের মুখাপেক্ষা করিবে ? ৩ দীনহীন ও পিতৃহীনদের বিচার কর : ৪র্থী ও অকিঞ্চনদের প্রতি দ্যায় ব্যবহার কর । ৪ দীনহীন ও দরিদ্রকে নিস্তার কর : দুষ্টদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার কর । ৫ উহারা জানে না, বুঝে না, উহার অন্ধকারে যাতায়াত করে : পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে। ৬ আমিই বলিয়াছি, তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান : ৭ কিন্তু তোমরা মনুষ্যের স্তায় মরিবে, এক জন অধ্যক্ষের ছায় পতিত হইবে। ৮ হে ঈশ্বর, উঠ, পৃথিবীর বিচার কর : কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করিবে। আসিফের সঙ্গীত । সেলা । ԵժՏ) গীত। আসফের সঙ্গীত । ১ হে ঈশ্বর, মৌনী থাকিও না ; হে ঈশ্বর, নীরব ও নিন্তব্ধ হইও না । ২ কেননা, দেখ, তোমার শক্রগণ গৰ্জ্জন করিতেছে, তোমার বিদ্বেষিগণ মন্তক তুলিয়াছে। ৩ তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে, তোমার লুক্কায়িতগণের বিরূদ্ধে পরস্পর পরামর্শ আঁটিতেছে। 496