পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o & ; 8 – $ oచి ; 8 | } আমার অস্থি সকল জ্বলন্ত কাষ্ঠবৎ তপ্ত হইয়াছে : ৪ আমার হৃদয় তুণের স্তায় রৌদ্রাহত হইয়। শুষ্ক হুইয়াছে; আমি আহার করতে ভুলিয়। যাই । ৫ আমার হাহাকার শব্দ প্রযুক্ত আমার আস্থগুলি মাংসে সংসত্ত হইয়াছে। ৬ আমি প্রান্তরস্থ পানিভেলার তুল্য হইয়াছি, উৎসন্ন স্থানের পেচকের সমান হইয়াছি । ৭ আমি সজাগ থাকি, এবং এমন হইয়াছি, যেন চটক ছাদের উপরে একাকী রহিয়াছে । ৮ শক্ররা সমস্ত দিন আমাকে তিরস্কার করে, স্বাহার। আমার বিরুদ্ধে ক্ৰোধোন্সত্ত, তাহার। আমার নাম লহয়। শাপ দেয় । ৯ বস্তুতঃ আমি খাদ্যের দ্যায় ভস্ম থাইয়াছি, আমার পেয় দ্রব্যের সহিত নেত্রজল মিশাইয়াছি। ১• ইহার কারণ তোমার কোপ ও তোমার রোষ ; কেননা তুমি আমাকে তুলিয়া আছাড় ম৷aয়ছ । ১১ আমার দিন হোলয় পড়া ছায়ার সদৃশ, আমি তৃণের দ্যায় শুষ্ক হইতেছে। ১২ কিন্তু, হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন থাকিবে, তোমার স্মরণ পুরুষে পুরুযে স্থায়ী । ১৩ তুমি উঠিবে, সিয়োনের প্রতি করুণ করিবে ; কারণ এখন তাহার প্রতি কৃপা করবার সময়, কারণ নিরূপিত কাল উপস্থিত হইল । ১৪ যেহেতুক তোমার দাসগণ তাহার প্রস্তরে প্রীত, তাহার ধুলির প্রতি কৃপা করিতেছে । ১৫ ইহাতে জাতিগণ সদাপ্রভুর নাম ভয় করিবে, পৃথিবীর সমস্ত রাজ তোমার প্রতাপে ভীত হুইবে । ১৬ কেননা সদাপ্রভু সিয়োনকে গা থয়াছেন, তিনি স্বীয় প্রতাপে দর্শন দিয়াছেন : ১৭ তিনি দীনহীনদের প্রার্থনার দিকে ফিরিয়াছেন, তাহাদের প্রাথন তুচ্ছ করেন নাই । ১৮ ইহা ভাবিবংশের নিমিত্ত লিখিত হইবে : এবং বে জাতি স্বল্প হইবে, তাহার। সদাপ্রভুর প্রশংস৷ করিবে । ১৯ কেনন। তিনি আপন উচ্চ ধৰ্ম্মধাম হইতে অবলোকন করিলেন ; সদাপ্রভু স্বৰ্গ হইতে পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন ; ২• বন্দির হাহাকার শুনিবার জন্ত, মৃত্যুর সন্তানদিগকে মুক্ত করিবার জন্ত ; ২১ যেন প্রচারিত হয় সিয়োনে সদাপ্রভুর নাম, ও যিরশালেমে তাহার প্রশংসা : ২২ যৎকালে জাতিগণ একত্র মিলিবে, ও রাজ্য সকল মিলিবে,সদাপ্রভুর সেবা করিবার জন্ত। ২৩ তিনি পথের মধ্যে আমার বল নত করিয়াছেন, তিনি আমার আয়ু সংক্ষেপ করিয়াছেন। ২৪ জামি বলিলাম, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে আমাকে তুলিয়া লইও না ; গীতসংহিতা । G. G. G. তোমার বৎসর সকল পুরুষে পুরুষে স্থায়ী। ২৫ তুমি পুরাকালে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ, আকাশমণ্ডলও তোমার হস্তের রচন। ২৬ সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকিবে : সে সমস্ত বস্ত্রের দ্যয় জীর্ণ হইয়। পড়িবে, তুমি পরিচ্ছদের স্থায় তাহ।দগকে খুলবে, ও তাঁহা দের পরিবর্তন হইবে। ২৭ কিন্তু তুমি যে সেই আছ, তোমার বৎসর সকল কখনও শেষ হইবে না। ২৮ তোমার দাসদের সন্তানগণ বসতি করবে, তাহদের বংশ তোমার সাক্ষাতে অটল হুইবে । S 69 দ্বায়ুদের । ১ হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর । হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্ত বাদ কর । ২ হে আমার প্রাণ, সদাপ্রভূর ধন্যবাদ কর, তাহার সকল উপকার ভুলিয়। যাইও না। ৩ তিনি তোমার সমস্ত অধৰ্ম্ম ক্ষম। করেন, তোমার সমস্ত রোগের প্রতী কার করেন । ৪ তিনি কুপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভুষত করেন। ৫ তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর স্থায় তোমার নূতন যৌবন হয় । ও সদাপ্রভু ধৰ্ম্মকায্য সাধন করেন, উপদ্রুত সকলের পক্ষে বিচার নিম্পত্তি করেন। ৭ তিনি জানাইলেন মেশিকে আপনার পথ, ইস্রায়েল-সন্তানগণকে আপনার কার্য্য সকল । ৮ সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। ৯ তিনি নিত্য অনুযোগ করবেন না, চিরকাল ক্রোধ রাখবেন না । ১• তিনি আমাদের প্রতি আমাদের পাপকুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধৰ্ম্মসুযায়ী প্রতিফল আমাদিগকে দেন নাই । ১১ কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহার। তাঁহাকে ভয় করে, তাহদের উপরে তাহার দয়া তত মহৎ । ১২ পশ্চিম দিক্ হইতে পুৰ্ব্ব দিক যেমন দূরবত্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবত্তী করিয়াছেন। ১৩ পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহার। সদাপ্রভুকে ভয় করে, তাহদের প্রতি তিনি তেমনি করুণা করেন । ১৪ কারণ তিনিই আমাদের গঠন জানেন : আমরা যে ধূলিমাত্র, ইহ। তাহার স্মরণে আছে । 505