পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(: о No ১৫ মৰ্ত্ত, তাহার আয়ু তৃণ সদৃশ । যেমন মাঠের পুষ্প, তেমনি সে প্রফুল্ল হয়। ১৬ তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই, তাহার স্থানও তাহকে তার চিনিবে না। ১৭ কিন্তু সদাপ্রভুর দয়া, যাহার। তাহাকে ভয় করে, তাঁহাদের উপরে অনাদি কাল অবধি অনন্তকাল পৰ্য্যন্ত থাকে : এবং তাহার ধৰ্ম্মশীলতা পুত্র পৌত্রদের প্রক্তি বৰ্ত্তে, ১৮ তাহাদের প্রতি, যাহার। তাহার নিয়ম রক্ষা করে, ও তাহার বিধি সকল পালনাথে স্মরণ করে। ১৯ সদাপ্রভু স্বৰ্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। ২• সদাপ্রভুর দূতগণ। তাহার ধন্যবাদ কর, তোমরা বলে বীর, তাহার বাক্য-সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট । ২১ সদাপ্রভুর সমস্ত বাহিনি। তাহার ধন্যবাদ কর, তোমর। তাহার পরিচারক, তাহার অভিমত-সাধক ৷ ২২ সদাপ্রভুর সমস্ত নিৰ্ম্মিত বস্তু। তাহার ধন্যবাদ কর, তাহার অধিকারের সমস্ত স্থানে । হে আমার প্রাণ, সদাপ্রভুর ধষ্ঠবাদ কর। So8 ১ হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর । হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি অতি মহানৃ; তুমি প্রভা ও প্রতাপ পরিহিত। ২ তুমি বস্ত্রের স্তায় দীপ্তি পরিধান করিয়াছ, আকাশমণ্ডলকে চন্দ্রতপের স্থায় বিস্তার করিয়tছ। ৩ তিনি জলে আপন উপরিস্থ কক্ষের কড়িকাপ্ত স্থাপন করিয়াছেন, তিনি মেঘকে আপনার রথ করিয়া থাকেন, বায়ুপক্ষের উপরে গমনাগমন করেন । ৪ তিনি বায়ু সকলকে আপনার দূত, * অগ্নিশিখাকে আপনার পরিচারক করেন। ও তিনি পৃথিবীকে তাহার ভিত্তিমূলের উপরে স্থাপন করিয়াছেন : তাহা অনন্তকালেও বিচলিত হুইবে না। ৬ তুমি তাহ জলধি-বস্ত্রে আচ্ছাদন করিয়াছিলে ; পৰ্ব্বতগণের উপরে জল দাড়াইয়াছিল। ৭ তোমার ভৎসনায় সেই জল পলায়ন করিল, তোমার বজ্রনাদে তাহ বেগে প্রস্থান করিল। ৮ পৰ্ব্বতগণ উচ্চ হইল, সমস্থলী নিম্ন হইল, তুমি জলের জন্ত যে স্থান প্রস্তুত করিয়াছিলে, জল 하원 (히5 || ৯ তুমি সীমা স্থাপন করিয়tছ, যেন জল তাহ উল্লঙ্ঘন না করে, যেন ফিরিয়৷ পৃথিবীকে তাছাদন না করে।

  • ( বা ) আপন দুতগণকে বায়ুম্বক্ষপ করেন।

গীতসংহিতা । [ సి రిని ; $6 – 3 o8 ; ఇసి ১• তিনি তলভূমিতে প্রবাহ প্রেরণ করিয়া থাকেন, সে সকল পৰ্ব্বতগণের মধ্যে ভ্রমণ করে। ১১ সে সকল মাঠের সমস্ত পশুকে জল দেয় ; বনগর্দভের তৃষ্ণ নিবারণ করে। ১২ সে সকলের তীরে আকাশের পক্ষিগণ বাস করে, ডালের মধ্য হইতে নিজ নিজ রব শুনায় । ১৩ তিনি আপন কক্ষ হইতে পৰ্ব্বতে জল সেচন করেন: তোমার কায্যের ফলে পৃথিলী পরিতৃপ্ত হয়। ১৪ তিনি পশুগণের জন্ত তৃণ অঙ্কুরিত করেন ; মনুষ্যের সেবার জন্য ওষধি অঙ্কুরিত করেন ; এইরূপে ভূমি হইতে ভক্ষ্য উৎপন্ন করেন, ১৫ আর মৰ্ত্ত্যের চিত্তানন্দ-জনক দ্রাক্ষরস, মুখের প্রফুল্লতা-জনক ভৈল, ও মর্ত্যের চিত্তরল-সাধক ভক্ষ্য উৎপন্ন করেন। ১৬ পরিতৃপ্ত হইয়াছে সদাও ভুর বৃক্ষ সকল, লিবাননের সেই এরস বৃক্ষরাজি, যাহ। তিনি রোপণ করিয়াছেন। ১৭ তাহার মধ্যে ক্ষুদ্র পক্ষিগণ বাসা করে : দেবদারু বৃক্ষ হাড়গিলার বাট । ১৮ উচ্চ পৰ্ব্বত সকল বনচ্ছাগের আবাস, শৈল সকল শাফন পশুর আশ্ৰয় । ১৯ তিনি ঋতুর জন্য চন্দ্ৰ নিৰ্ম্মাণ করিয়াছেন, সুর্য্য আপন অস্তগমনের সময় জানে। ২• তুমি অন্ধকার করিলে রাত্রি হয়, তখন বনপশু সকল বিহার করে, ২১ যুব সিংহগণ মৃগের চেষ্টার গজ্জন করে, ঈশ্বরের কাছে তাহদের খাদ্য অন্বেষণ করে । ২২ স্বৰ্য্য উদিত হইলে তাহারা চলিয়া যায়, আপন আপন গহবরে শয়ন করে। ২৩ মনুষ্য আপন কায্যে বাহির হয়, আর সায়ংকাল পয্যন্ত শ্রম করে । ২৪ হে সদাপ্রভু, তোমার নিৰ্ম্মিত বস্তু কেমন বহুবিধ। তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নিৰ্ম্মাণ করিয়াছ : পৃথিবী তোমার সম্পত্তিত পরিপূর্ণ। ২৫ ঐ যে সমুদ্র, বৃহৎ ও চারিদিকে বিস্তীর্ণ, তথায় জঙ্গমের থাকে, তাহার। অগণ্য : ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে। ২৬ তথায় পোতরাজি বিহার করে, তথায় সেই লিবিয়াখন থাকে, যাহা তুমি তথায় লীল৷ করিবার জন্ত নিৰ্ম্মাণ করিয়াছ । ২৭ ইহারা সকলেই তোমার অপেক্ষায় থাকে, যেন তুমি যথাসময়ে তাহদের ভক্ষ্য দেও। ২৮ তুমি তাহাদিগকে দিলে তাহারা কুড়ায় ; তুমি হস্ত মুক্ত করিলে তাহার। মঙ্গলে তৃপ্ত হয়। ২৯ তুমি নিজ মুখ আচ্ছাদন করলে তাহার বিহবল হয় : তুমি তাহদের নিশ্বাস হরণ করলে তাহারা মরিয়া যায়, তাহাঁদের ধুলিতে প্রতিগমন করে। 506