পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8义 আমার পিতাকে জ্ঞাত করিবে, এবং তাঁহাকে শীঘ্র ১৪ এই স্থানে আনিবে। পরে যোষেফ আপন ভাই বিদ্যামীনের গলা ধরিয়া রোদন করিলেন, এবং বিদ্যা১৫ মীনও তাহার গলা ধরিয়া রোদন করিলেন। আর যোষেফ অন্ত সকল ভাইকেও চুম্বন করিলেন, ও তাহাদের গলা ধরিয়া রোদন করিলেন ; তাহার পরে তাহার ভ্রাতার। তাহার সহিত আলাপ করিতে লাগিলেন । আর যোষেফের ভাইরা আসিয়াছে, ফরেীণের বাটতে এই কথা উপস্থিত হইলে ফরেীণ ও তাহার দাসগণ ১৭ সকলে সন্তুষ্ট হইলেন। আর ফরেীণ যোষেফকে কহিলেন, তুমি তোমার ভাইদের বল, তোমরা এই কৰ্ম্ম কর ; তোমাদের পশুগণের পৃষ্ঠে শস্ত চাপাইয়া ১৮ কনান দেশে গমন কর, এবং তোমাদের পিতাকে ও আপন আপন পরিবারকে আমার নিকটে লইয়া আইস ; আমি তোমাদিগকে মিসর দেশের উৎকৃষ্ট দ্রব্য দিব, আর তোমরা দেশের সারাংশ ভোগ করিবে । ১৯ এখন তোমার প্রতি আমার আজ্ঞা এই, তোমরা এই কৰ্ম্ম কর, তোমরা আপন আপন বালক বালিকা ও স্ত্রীদের নিমিত্তে মিসর দেশ হইতে শকট লইয়া গিয়৷ তাহাদিগকে ও আপনাদের পিতাকে লইয়া আইস : ২• আর আপন আপন দ্রব্য সামগ্রীর মমতা করিও না, কেননা সমুদয় মিসর দেশের উৎকৃষ্ট দ্রব্য তোমাদেরই। তখন ইস্রায়েলের পুত্ৰগণ তাহাই করিলেন। এবং যোযেফ ফরেণের অজ্ঞানুসারে তাহাদিগকে ২২ শকট দিলেন, এবং পাথেয় দ্রব্যও দিলেন ; তিনি প্রত্যেক জনকে এক এক যোড় বস্ত্র দিলেন, কিন্তু বিদ্যামীনকে তিন শত রৌপ্যমুদ্র ও পাঁচ যোড়া বস্ত্র ২৩ দিলেন । আর পিতার জন্ত এই সকল দ্রব্য পাঠাইলেন, দশ গর্দভে চাপাইয়া মিসরের উৎকৃষ্ট দ্রব্য এবং পিতার পথেয়ের জন্ত দশ গর্দভীতে চাপাইয়া শস্ত ও রুটী ২৪ প্রভৃতি ভক্ষ্য দ্রব্য। এইরূপে তিনি আপন ভ্রাতাদিগকে বিদায় করিলে তাহারা প্রস্থান করিলেন ; তিনি তাহাদিগকে বলিয়া দিলেন, পথে বিবাদ করিও না। ২৫ পরে তাহারা মিসর হইতে যাত্রা করিয়া কনান দেশে ২৬ তাহদের পিতা যাকোবের নিকটে উপস্থিত হইলেন, ও তাহাকে কহিলেন, যোষেফ এখনও জীবিত আছে, আরার সমস্ত মিসর দেশের উপরে সেই শাসনকৰ্ত্ত হইয়াছে। তথাপি তাহার হৃদয় জড়বৎ থাকিল, কারণ ২৭ তাহদের কথায় তাহার বিশ্বাস জন্মিল না। কিন্তু যোষেফ তাহাদিগকে যে সকল কথা বলিয়াছিলেন, সে সকল যখন তাহারা তাহাকে বলিলেন, এবং তাহাকে লইয়। যাইবার নিমিত্তে যোষেফ যে সকল শকট পঠাইয়াছিলেন, তাহাও যখন তিনি দেখিলেন, তখন তাহদের পিতা যাকোবের আত্মা পুনর্জীবিত হইয়া উঠিল। ২৮ আর ইস্রায়েল কহিলেন, এই যথেষ্ট ; আমার পুত্র যোষেফ এখনও জীবিত আছে ; আমি গিয়া মরিবার পুর্বে তাহাকে দেখিব। >W。 ミ》 আদিপুস্তক । [ 8 G ; >8 - 8 ७ ; २० ॥ যাকোব সবংশে মিসরে যান। 8○ পরে ইস্রায়েল আপনার সর্বশ্বের সহিত যাত্র করিয়া বের শেবাতে আসিলেন, এবং আপন পিতা ইসহাকের ঈশ্বরের উদ্দেশে বলিদান করিলেন। ২ পরে ঈশ্বর রাত্রিতে ইস্রায়েলকে দর্শন দিয়া কহিলেন, হে যাকোব, হে যাকোব । তিনি উত্তর করিলেন, দেখ, ৩ এই আমি। তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর ; তুমি মিসরে যাইতে ভয় করিও না, কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ ৪ জাতি করিব । আমিই তোমার সঙ্গে মিসরে যাইব, এবং আমিই তথা হইতে তোমাকে ফিরাইয়াও আনিব, আর যোষেফ তোমার চক্ষে হস্তাপণ করিবে । ৫ পরে যাকোব বের-শেব হইতে যাত্রা করিলেন। ইস্রায়েলের পুত্ৰগণ আপনাদের পিতা যাকোবকে এবং আপন আপন বালক বালিকা ও স্ত্রীদিগকে সেই সকল শকটে করিয়া লইয়া গেলেন, যাহ। ফরেীণ তাহদের ৬ বহনার্থে পাঠাইয়াছিলেন। পরে তাহার, যাকোব ও তাহার সমস্ত বংশ, আপনাদের পশুগণ ও কনান দেশে উপার্জিত সকল সম্পত্তি লইয়া মিসর দেশে পহুছিলেন । ৭ এইরূপে যাকোব আপন পুত্র পৌত্র, পুত্ৰী পৌত্রী প্রভৃতি সমস্ত বংশকে সঙ্গে করিয়া মিসরে লইয়। গেলেন । ৮ ইস্রায়েল-সন্তানগণ, যাকোব ও তাহার সন্তানগণ, যাহারা মিসরে গেলেন, তাহীদের নাম। যাকেীবের জ্যেষ্ঠ ন পুত্র রূবেণ রূবেণের পুত্ৰ হনেক, পল্লু, হিন্ত্রেণ ও ১• কর্মি। শিমিয়োনের পুত্ৰ যিমুয়েল, যামন, ওহদ, যাখীন, সোহর ও তাহার কনানীয় স্ত্রীজাত পুত্ৰ ১১ শৌল। লেবির পুত্র গের্শোন, কহৎ ও মরারি। ১২ যিহদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মরিয়াছিল ; এবং পেরসের ১৩ পুত্র হিষোণ ও হামূল। ইযাথরের পুত্র তোলয়, পূয়, ১৪ যোব ও শিম্রোণ। আর সবুলুনের পুত্র সেরদ, এলোন ও ১৫ যহলেল। ইহার লেয়ার সন্তান ; তিনি পদন-অরামে যাকোবের জন্ত ইহাদিগকে ও তাহার কন্যা দীণাকে • প্রসব করেন। যাকোবের এই পুত্র কম্বারা সৰ্ব্বশুদ্ধ তেত্রিশ প্রাণী । ১৬ আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শুনী, ইম্‌বোন, ১৭ এরি, অরোদী ও অরেলী। আশেরের পুত্ৰ যিমা, যিশৃব, যিশবি, বরিয় ও তাহীদের ভগিনী সেরহ । ১৮ বরিয়ের পুত্র হেবর ও মন্ধীয়েল। ইহার সেই সিল্লার সন্তান, যাহাকে লাবন আপন কষ্ঠ লেয়াকে দিয়াছিলেন ; সে যাকোবের জন্ত ইহাদিগকে প্রসব করিয়াছিল। ইহার ষোল প্রাণী । ১৯ আর যাকোবের স্ত্রী রাহেলের পুত্র যোষেফ ও ২• বিম্বামীন। যোষেফের পুত্র মনঃশি ও ইক্রয়িম মিসর দেশে জন্মিয়াছিল ; ওন নগরের পোটীফেরঃ যাজকের কন্ত। আসনৎ তাহার জন্ত তাহাদিগকে প্রসব 42