পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ ১২ ৪ সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক, মন্ধীষেদকের রীতি অনুসারে । ৫ তোমার দক্ষিণে স্থিত প্ৰভু আপন ক্রোধের দিনে রাজগণকে চূর্ণ করিবেন। স্থা ৬ তিনি জাতিদের মধ্যে বিচার করিলেন,* তিনি শবে দেশ পরিপূর্ণ করবেন :তিনি বিস্তীর্ণ দেশে মস্তক চূর্ণ করবেন ? ৭ তিনি পথিমধ্যে স্রোতের জল পান করবেন : এইজন্ত মস্তক তুলিবেন। SSS ১ তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। আমি সববান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব । ২ সদাপ্রভুর কৰ্ম্ম সকল মহৎ ; তৎপ্রীত সকলে সেই সকল তনুশীলন করে। ৩ তাহার ক্রিয় প্রভা ও প্রতাপস্বরূপ, তাহার ধৰ্ম্মশীলতা নিত্যস্থায়ী । ৪ তিনি নিজ আশ্চৰ্য্য ক্রিয় সকল স্মরণীয় করিয়াছেন ; সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল । ৫ তিনি আপন ভয়কারিগণকে আহাঁর দিয়াছেন : তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করিবেন। ৬ তিনি নিজ প্রজাদিগকে আপন ক্রিয়ার শক্তি জ্ঞাত করিয়াছেন, তাহাদিগকে জাতিগণের অধিকার দান করিয়াছেন । ৭ তাহার হস্তের কৰ্ম্ম সকল সত্য ও দ্যায্য : তাহার সমস্ত বিধি বিশ্বসনীয় । ৮ সে সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত, সত্যে ও সরলতায় প্রণীত । ৯ তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পঠাইয়াছেন ; তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়াছেন ; তাহার নাম পবিত্র ও ভয়াবহ । ১• সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ ; যে কেহ তদনুযায়ী কৰ্ম্ম করে, সে সদবুদ্ধি পায় ; তাহার প্রশংস। নিত্যস্থায়ী । SSર ১ তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ধন্ত সেই জন, যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয় । ২ তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হুইবে : সরল লোকের গোষ্ঠী ধন্ত হইবে । ৩ তাহার গৃহে ধন ও ঐশ্বৰ্য্য থাকে, তাহার ধাৰ্ম্মিকত। নিত্যস্থায়ী । ৪ সরল লোকের জষ্ঠ অন্ধকারে জ্যোতিঃ উদিত হয় : সে কৃপাময়, স্নেহশীল ও ধাৰ্ম্মিক ।

  • ( বা ) করিয়াছেন ।

গীতসংহিতা । [? » o ; 8 — 2 S 8 ; & ৫ যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহীর মঙ্গল হয় ; সে বিচারে আপনার কথা নিম্পন্ন করিবে । ৬ কারণ সে কোন কালে বিচলিত হইবে না ; ধাৰ্ম্মিক চিরকাল স্মরণে থাকিবে । ৭ অশুভ সংবাদেও সে ভয় করিবে না : তাহার চিত্ত স্থির, তাহ সদাপ্রভুতে নির্ভর করে। ৮ তাহার চিত্ত সুস্থির ; সে ভয় করে নী, শেষে সে আপন বিপক্ষদের দশ। দেখিবে । ৯ সে বিতরণ করিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধাৰ্ম্মিকতা নিত্যস্থায়ী : তাহার শৃঙ্গ গৌরবে উন্নত হইবে। ১৪ দুষ্ট লোক তাহ দেখিয়া বিরক্ত হুইবে : সে দন্ত ঘর্ষণ করিবে, ও গলিয়। যাইবে s দুষ্টগণের অভীষ্ট বিনষ্ট হইবে । SS○ ১ তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। হে সদাপ্রভুর দাসগণ, প্রশংসা কর, সদাপ্রভুর নামের প্রশংসা কর । ২ ধন্ত সদ প্রভুর নাম, এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত । ৩ সুয্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পৰ্য্যস্ত সদাপ্রভুর নাম কীৰ্ত্তনীয়। ৪ সদাপ্রভু সৰ্ব্বজাতির উপরে উন্নত, তাহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত । ৫ কে আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য ? তিনি উদ্ধ সমাসীন : ৬ তিনি অবনত হইয়। দৃষ্টিপাত করেন আকাশে ও পৃথিবীতে । ৭ তিনি ধুলি হইতে দীনহীনকে তুলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান : ৮ যেন তিনি তাহাকে বসাইয় দেন কুলীনদের সঙ্গে, আপন প্রজাদেরই কুলীনদের সঙ্গে । ৯ তিনি বন্ধ্যাকে গুহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাত করেন । তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। S$8 ১ ইস্রায়েল যখন বাহির হইল মিসর হইতে, যাকে বের বংশ পরিভাষী লোক হইতে, ২ তখন যিহ্ৰদ হইল তাহার ধৰ্ম্মধাম, ইস্রায়েল হইল তাহার রাজ্য । ৩ দেখিয়া সমুদ্র পলায়ন করিল, যদন উজানে বহিল । ৪ পৰ্ব্বতগণ লম্ফ দিল মেষের স্যায়, উপপৰ্ব্বতগণ লম্ফ দিল মেষশাবকের দ্যায় । e তোমার কি হইল, সমুদ্র, তুমি কেন পলাইলে ? যর্দন, তুমি কেন উজানে বহিলে ? 512