পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > > ; vv - २२c । ] কিন্তু আমি তোমার নিদেশমালা ত্যাগ করি নাই। ৮৮ তোমার দয়ানুসারে তামাকে সঞ্জীবিত কর, তাহাতে আমি তোমার মুখের সাক্ষ্য পালন করিব। 9 লমদ। ৮৯ অনন্তকালের নিমিত্তে, হে সদাপ্রভু, তোমার বাক্য স্বগে সংস্থাপিত । ৯০ তোমার বিশ্বস্তত। পুরুষে পুরুষে স্থায়ী ; তুমি পৃথিবীকে স্থাপন করিয়াছ, তাহ স্থির রহিয়াছে। ১১ অদ্যপি তোমার শাসনানুসারে সকলই স্থির রহিয়াছে, কেনন। সমস্তই তোমার দাস । ৯২ যদি তোমার ব্যবস্থা আমার হর্ষজনক না হইত, তবে ইতিপূবেব আমি আপন দুঃখে বিনষ্ট হইতাম । ১৩ আমি তোমার নিৰ্দেশমাল৷ কখনও ভুলিয়া বাইব না, কারণ তদ্বারা তুমি আমাকে সঞ্জীবিত করিয়াছ। ৯৪ আমি তোমারই, আমাকে পরিত্রাণ কর ; কারণ আমি তব নিদেশমালার অন্বেষণ করিয়াছি। ৯৫ দুষ্টগণ আমাকে বিনষ্ট করিবার জন্ত আমার অপেক্ষা করিয়াছে ; আমি তোমার সাক্ষ্যকলাপ আলোচনা করিব। ৯৬ আমি সমস্ত সিদ্ধির অন্ত দেখিয়ছি : তোমার অজ্ঞা অতিশয় প্রশস্ত । }১ মেম । ৯৭ আমি তোমার ব্যবস্থা কেমন ভাল যাসি । তাহ সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। ৯৮ তোমার অজ্ঞ সকল আমাকে শত্ৰুগণ অপেক্ষী জ্ঞান বান করে ; কারণ সেই সকল চিরকাল আমার । ৯৯ আমার সমস্ত গুরু অপেক্ষা অামি জ্ঞানবীন, কেনন। আমি তোমার সাক্ষ্যকলাপ ধ্যন করি । ২• • প্রাচীন লোক হইতেও আমি বুদ্ধিমান, কারণ আমি তোমার নিদেশ সকল পালন করিয়াছি। ১•১ আমি সমস্ত কুপথ হইতে আপন চরণ নিবৃত্ত করিয়াছি, যেন আমি তোমার বাক্য পালন করি । ১০২ আমি তোমার শাসন-পথ হইতে ফিরে নাই, কারণ তু মই আমাকে শিক্ষা দিয়াছ । ১০৩ তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে! তাহা অামার মুখে মধু হইতেও মধুর । ১০৪ তোমার নিদেশমালা দ্বারা আমার বুদ্ধিলাভ হয়, তাই আমি সমুদয় মিথ্যাপথ ঘুণ করে। ১ নুন । ১০৫ তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক । ১০৬ আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধৰ্ম্মময় শাসনকলাপ পালন করিব । ১০৭ আমি অতিশয় দুঃখাওঁ ; গীতসংহিতা । G. S & হুে সদাপ্রভু, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর । ১০৮ সদাপ্রভু, বিনয় করি, আমার স্ব-ইচ্ছায় দত্ত মুখের উপহার সকল গ্রহ কর, ও তোমার শাসনকলগে আমাকে শিক্ষা দেও। ১০৯ আমার প্রাণ নিরন্তর আমার করতলে, তথাপি আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই । ১১ • দুষ্টগণ আমার নিমিত্তে ফাদ পাতিয়াছে, কিন্তু আমি তোমার নিদেশ-পথ হইতে বিপথগামী হই ন । ১১১ তোমার সাক্ষ্যকলাপ আমি চিরতরে অধিকার করিয়াছি, কারণ সে সকল আমার চিত্তের হর্ষজনক । ১১২ আমি তোমার বিধিকলাপ পালন করিতে মনকে লওয়াইয়াছি, চিরকালের জন্ত, শেষ পৰ্য্যন্ত । o সামক । ১১৩ আমি দ্বিমনাদিগকে ঘুণ করি, কিন্তু তোমার ব্যবস্থা ভাল বাসি । ১১৪ তুমি আমার অন্তরাল ও আমার ঢাল : আমি তোমার বাক্যে প্রত্যাশা রাথি । ১১৫ জুরাচীরগণ, আমার নিকট হইতে দূর হও ; আমি আপন ঈশ্বরের আজ্ঞ সকল পালন করিব । ১১৬ তোমার বচনানুসারে আমাকে ধারণ কর, তাহীতে বচিব, অামাকে নিজ তাশার সম্বন্ধে লজ্জিত হইতে দিও না। ১১৭ আমাকে ধরিয়া রাখ, তাহাতে পরিত্রণ পাইব, তার তোমার বিধিকলাপ সৰ্ব্বদা মন্ত করিব । ১১৮ তুমি তাহদের সকলকে হেয়জান করিয়াছ, বাহার তোমার বিধি-পথ হইতে ভ্ৰমে চলে ; কেননা তাহীদের প্রবঞ্চন। অসার । ১১৯ তুমি পৃথিবীর সমস্ত দুষ্টকে মলবৎ দূর করিয়া থাক, তাই তামি তোমার সাক্ষ্যকলাপ ভাল বাসি । ১২° তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার শাসনকলাপে আমি ভীত । y আয়ন । ১২১ আমি ছয়বিচার ও ধৰ্ম্মীচরণ করিয়াছি, আমাকে উপদ্রবীদের হস্তে সমর্পণ করিও না। ১২২ তুমি মঙ্গলের জষ্ঠ নিজ দাসের প্রতিভূ হও, অহঙ্কারীরা আমার প্রতি উপদ্রব না করুক । ১২৩ আমার চক্ষু ক্ষীণ হইতেছে, তোমার পরিত্রাণের জন্ত, ও তোমার ধৰ্ম্মময় বচনের জন্ত । ১২৪ তোমার দয়ানুসারে তোমার দাসের সহিত ব্যবহার কর, আর তোমার বিধিকলাপ তামাকে শিক্ষা দেও। ১২৫ আমি তোমার দাস, আমাকে বুদ্ধি দেও, 517