পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ *、○ তোমার সমস্ত কৰ্ম্ম ধ্যান করিতেছি, তোমার হস্তের কার্য্য আলোচনা করিতেছি । ৬ আমি তোমার উদেশে অঞ্জলি প্রসারণ করিতেছি ; [ সেলা । শুষ্ক ভূমির স্থায় আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষী । ৭ আমাকে উত্তর দানে সত্বর হও, সদাপ্রভু, আমার উৎ সাহ শেষ হইয়াছে : আমা হইতে তোমার মুখ লুক্কারিত করিও না, পাছে আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি। ৮ প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও, কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি ; আমার গন্তব্য পথ আমাকে জানাও, কেনন। আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি। ৯ হে সদাপ্রভু, আমার শক্রগণ হইতে আমাকে নিস্তার কর । আমি তোমারই কাছে লুকাইয়াছি। ১০ তোমার ইষ্ট সাধন করতে আমাকে শিক্ষা দেও ; কেননা তু মই আমার ঈশ্বর ; তোমার আত্ম। মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও ৷ ১১ সদাপ্রভু, তোমার নামের অনুরোধে আমাকে সঞ্জীবিত কর । তোমার ধৰ্ম্মশীলতায় সঙ্কট হইতে আমার প্রাণ উদ্ধার কর । ১২ আর তোমার দয়াতে আমার শত্রুদিগকে উচ্ছেদ কর, আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর, কেননা আমি তোমার দাস । $88 দ্বায়ুদেৱ । ১ ধন্ত সদাপ্রভু, আমার শৈল, তিনিই আমার হস্তকে যুদ্ধ শিখান, আমার অঙ্গুলি সকলকে সংগ্রাম শিক্ষা দেন। ২ তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ, আমার উচ্চতুর্গ ও আমার নিস্তারকওঁ ; তিনি আমার ঢাল, আমি তাহারই শরণাগত : তিনি আমার প্রজাদিগকে আমার অধীনে নত করেন । ৩ হে সদাপ্রভু, মনুষ্য কি যে তুমি তাহার পরিচয় লও ? মর্ত্যের সন্তান কি যে তুমি তাহাকে গণ্য কর ? ৪ মনুষ্য নিশ্বাসের তুল্য, তাহার আয়ু ছায়ার সদৃশ, যাহা চলিয়া যায়। ৫ হে সদাপ্রভু, তোমার আকাশমণ্ডল নোয়াইয়া নামিয়া আইস : পৰ্ব্বতগণকে স্পর্শ কর, তাহার। ধূমাইবে। ও বিদ্যুৎ নিক্ষেপ কর, উহাদিগকে ছিন্নভিন্ন কর, তোমার বাণ ছাড়, উহাদিগকে সংহার কর । ৭ উদ্ধ হইতে তোমার হস্ত প্রসারণ কর ; আমাকে উদ্ধার কর, মহাজল হইতে রক্ষা কর, গীতসংহিতা । [ >8○ ; eー > 8G ; お 1 সেই বিজাতি-সন্তানদের হস্ত হইতে রক্ষা কর, ৮ যাহাদের মুখ অলীক কথা কহে, যাহাদের দক্ষিণ হস্ত মিথ্যার দক্ষিণ হস্ত । ৯ হে ঈশ্বর, আমি তোমার উদ্দেশে নুতন গীত গাইব, দশতন্ত্রী নেবলে তোমার প্রশংসা গাইব । ১• তুমিই রাজাদিগের ত্রাণদাতা, মারাত্মক খড়গ হইতে আপন দাস দায়ুদের উদ্ধারকর্ড। ১১ আমাকে উদ্ধার কর, সেই বিজাতি-সন্তানদের হস্ত হহতে রক্ষা কর, যাহাঁদের মুখ অলীক কথা কহে, যাহাঁদের দক্ষিণ হস্ত মিথ্যার দক্ষিণ হস্ত । ১২ আমাদের পুত্ৰগণ যেন বৃক্ষের চারার দ্যায় যৌবনে বৰ্দ্ধনশীল হয়. আমাদের কস্তাগণ যেন প্রাসাদের গাথনীর অনুরূপে তক্ষিত কোণের স্তস্তসদৃশ হয় ; ১৩ আমাদের ভাণ্ডার সকল যেন পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্যবিশিষ্ট হয় ; আমাদের মেষগণ যেন আমাদের মাঠে সহস্ৰ সহস্র ও অযুত অযুত শাবক প্রসব করে : ১৪ আমাদের বলদ সকল যেন ভার বহন করে : ভগ্নদশা যেন ন হয়, হানিও যেন না হয়, আমাদের কোন চকে যেন ক্রনন না হয়। ১৫ ধন্ত সেই জাতি, যে এরূপ অবস্থাপন্ন ; ধন্ত সেই জাতি, সদাপ্রভু যাহার ঈশ্বর। S8@ প্রশংসা । দ্বায়ুদেৱ । ১ আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন, অামি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব। ২ প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব। ৩ সদাপ্রভু মহান ও অতীব কীৰ্ত্তনীয় ; তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। ৪ বংশানুক্রমে এক পুরুব অন্ত পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে, তোমার পরাক্রমের কার্য্য সকল প্রচার করিবে । ৫ তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ, ও তোমার আশ্চৰ্য্য ক্রিয়। সকল আমি ধ্যান করিব। ৬ আর লোকে তোমার ভয়াবহ কৰ্ম্ম সকলের বিক্রমের কথা বলিবে, এবং আমি তোমার মহিমার বর্ণনা করিব। ৭ তাহার তোমার মহৎমঙ্গলভাবের খ্যাতি প্রচার করিবে, তোমার ধৰ্ম্মশীলতার বিষয় গান করিবে । ৮ সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান । ৯ সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তাহার করুণ র্তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। 526