পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 や ২২ যোষেফ ফলবান তরু-পল্লব, জলপ্রবাহের পাশ্বস্থিত ফলবান তরু-পল্লব ; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে। ধনুৰ্দ্ধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বাণাঘাতে তাহাকে উৎপীড়ন করিয়াছিল ; ২৪ কিন্তু তাহার ধনুক দৃঢ় থাকিল, তাহার হস্তের বাহুযুগল বলবান রহিল, যাকোবের একবীরের হস্ত দ্বারা, যিনি ইস্রায়েলের পালক ও শৈল, তাহার দ্বারা, ২৫ তোমার পিতার সেই ঈশ্বরের দ্বারা,—যিনি তোমাকে সাহায্য করবেন,— সেই সৰ্ব্বশক্তিমানের দ্বারা,—যিনি তোমাকে আশীৰ্ব্বাদ করবেন, উপরিস্থ আকাশ হইতে নিঃস্বত আশীর্বাদে, অধোবিস্তীর্ণ জলধি হইতে নিঃস্বত আশীৰ্ব্বাদে, স্তন ও গৰ্ত্ত হইতে নিঃস্বত আশীৰ্ব্বাদে । ২৬ আমার পিতৃপুরুষদের আশীৰ্ব্বাদ অপেক্ষা তোমার পিতার আশীৰ্ব্বাদ উৎকৃষ্ট । তাহা চিরন্তন গিরিমালার সীমা পর্য্যন্ত ব্যাপ্ত : তাহা বৰ্ত্তিবে যোষেফের মস্তকে, ভ্রাতৃগণ হইতে পৃথককৃতের মস্তকের তালুতে । বিস্তামীন বিদারক নেকড়িয়ার তুল্য ; প্রাতঃকালে সে শিকার ভক্ষণ করিবে, সন্ধ্যাকালে সে লুট দ্রব্য বণ্টন করবে। " ইহারা সকলে ইস্রায়েলের দ্বাদশ বংশ : ইহঁদের পিতা আশীৰ্ব্বাদ করিবার সময়ে এই কথা কহিলেন ; ইহাদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ আশীৰ্ব্বাদ করিলেন । যাকোবের ও যেযেফের মৃত্যু। পরে যাকোব তাহাদিগকে আদেশ দিয়া কহিলেন, আমি আপন লোকদের নিকটে সংগৃহীত হইতে ৩০ উদ্যত। হেতীয় ইফ্রোণের ক্ষেত্রস্থিত গুহাতে আমার পিতৃপুরুষদের নিকটে আমার কবর দিও ; সেই গুহ। কনান দেশে মম্রির সন্মুখস্থ মক্‌পেলা ক্ষেত্রে স্থিত ; আব্রাহাম হেতীয় ইফ্রোণের কাছে তাহ কবরস্থানের ৩১ অধিকার জন্ত কিনিয়াছিলেন । সেই স্থানে অব্রাহীমের ও তাহার ভাৰ্য্য। সারার কবর হইয়াছে, সেই স্থানে ইস্হাকের ও তাহার ভাৰ্য্য। রিবিকার কবর হইয়াছে, ৩২ এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়াছি ; সেই ক্ষেত্র ও তাহার মধ্যবত্তী গুহা হেতের সন্তানদের কাছে ৩৩ কেন হইয়াছিল। যাকেবে আপন পুত্রদের প্রতি আদেশ সমাপ্ত করিলে পর শয্যাতে দুই চরণ একত্র করিলেন, ও প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। (ζο তখন যোযেফ আপন পিতার মুখে মুখ দিয়৷ রোদন করিলেন, ও তাঁহাকে চুম্বন করিলেন। ২ আর যোষেফ আপন পিতার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য ২৭ ২৮ ఇని আদিপুস্তক । [ 8 > ; २२ - G ० ; २१ ॥ দিতে আপন দাস চিকিৎসকগণকে আজ্ঞা করিলেন, তাহাতে চিকিৎসকের ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক ৩ দ্রব্য দিল । তাহার সেই কার্য্যে চল্লিশ দিন যাপন করিল, কেননা সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিবস লাগে ; আর মিশ্ৰীয়ের তাহার নিমিত্তে সত্তর দিন ৪ যাবৎ শোক করিল। সেই শোকের দিন অতীত হইলে যোষেফ ফরোণের পরিজনকে কহিলেন, যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে ৫ ফরেীণের কর্ণগোচরে এই কথা বলুন, আমার পিত আমাকে দিব্য করাইয়া বলিয়াছেন, দেখ, আমি মরিতেছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করিয়াছি, তুমি আমাকে সেই কবরে রাখিও । অতএব বিনয় করি, আমাকে যাইতে দিউন ; আমি পিতাকে ৬ কবর দিয়া আবার আসিব। ফরেীণ কহিলেন, যাও, তোমার পিতা তোমাকে যে দিব্য করাইয়াছেন, তুমি তদনুসারে তাহার কবর দেও। পরে যোষেফ আপন পিতার কবর দিতে যাত্র করিলেন ; আর ফরেীণের দাসগণ সকলে—তাহার গৃহের প্রাচীনগণ ও মিসর দেশের প্রাচীনের সকলে— ৮ এবং যোষেফের সকল পরিবার, তাহার ভ্রাতৃগণ ও তাহার পিতৃকুল তাহার সঙ্গে গমন করিলেন ; তাহার গোশন প্রদেশে কেবল তাহদের বালক বালিকাগণ, মেষপাল ৯ ও গোপাল রাখিয়া গেলেন। তাহার সহিত রথ ও অশ্বারোহিগণ গমন করিল ; অতি ভারী সমারোহ হইল । ১০ পরে তাহার। যদিনের পারস্থ আটদের খামারে উপস্থিত হইয়৷ তথায় মহাবিলাপ করিয়া রোদন করিলেন : যোষেফ সেই স্থানে পিতার উদ্দেশে সাত দিন শোক ১১ করিলেন। আটদের খামারে তাহদের তাদশ শোক দেখিয়া সেই দেশনিবাসী কনানীয়ের কহিল, মিশ্রীয়দের এ অতি দারুণ শোক ; এই নিমিত্তে যদিনপরিস্থ সেই স্থান আবেল্‌-মিশ্রয়ীম [মিস্ত্রীয়দের শোক] নামে ১২ আখ্যাত হইল । যাকোব আপন পুত্রগণকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন, তাহার তদনুসারে তাহার সৎকার ১৩ করিলেন । ফলতঃ তাহার পুত্রগণ তাহাকে কনান দেশে লইয়া গেলেন, এবং মস্ত্রির সম্মুখস্থ মক্‌পেলা ক্ষেত্রের মধ্যবৰ্ত্তী গুহাতে তাহার কবর দিলেন, যাহা আব্রাহীম ক্ষেত্রসহ কবরস্থানের অধিকারার্থে হেতীয় ১৪ ইফ্রোণের কাছে ক্রয় করিয়াছিলেন। পিতার কবর হইলে পর যোষেফ, তাহার ভ্রাতৃগণ, এবং যত লোক তাহার পিতার কবর দিতে তাহার সঙ্গে গিয়াছিলেন, সকলে মিসরে ফিরিয়৷ অসিলেন । আর পিতার মৃত্যু হইল দেখিয়া যোষেফের ভ্রাতৃগণ কহিলেন, হয় ত যোষেফ আমাদিগকে ঘৃণা করিবে, আর আমরা তাহার যে সকল অপকার করিয়াছি, তাহার ১৬ সম্পূর্ণ প্রতিফল আমাদিগকে দিবে। আর তাহারা যোষেফের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে এই আদেশ দিয়াছিলেন, ১৭ তোমরা যোষেফকে এই কথা বলিও, তোমার ভ্রাতৃগণ 월 > 6. 46