পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や * ১৩ তাহার গণ্ডদেশ সুগন্ধি ওষধির চৌকা ও আমোদকারী লতার স্তস্তস্বরূপ ; * তাহার ওষ্ঠাধর শোশন পুষ্পের দ্যায়, দ্রব গন্ধরস ক্ষরণকারী । ১৪ তাহার হস্ত বৈদুৰ্য্যমণিতে খচিত স্ববর্ণের অঙ্গুরীয় স্বরূপ : - র্তাহার কায় নীলকান্তমণিতে খচিত গজদন্তময় শিল্পকৰ্ম্মের ছায় । ১৫ তাহার উরুদ্বয় স্ববর্ণ চুঙ্গিতে বসান শ্বেতপ্রস্তরময় স্তস্তদ্বয়ের দ্যায় ; তাহার দৃষ্ঠ লিবানোনের সদৃশ, এরস বৃক্ষের স্থায় উৎকৃষ্ট । ১৬ তাহার মুখ * অতীব মধুর ; ই, তিনি সৰ্ব্বতোভাবে মনোহর । অয়ি যিরশালেমের কস্তাগণ । এই আমার প্রিয়, এই আমার সখী । Wり অয়ি নারীকুল-স্কন্দরি । তোমার প্রিয় কোথায় গিয়াছেন ? তোমার প্রিয় কোন দিকের পথ ধরিয়াছেন ? আমরা তোমার সঙ্গে তাহার অন্বেষণ করিব। ২ আমার প্রিয়তম আপন উপবনে সুগন্ধি ওষধির চৌকাতে গিয়াছেন, উপবনে পাল] চরাইবার জন্ত ও শোশন পুষ্প চয়ন করিবার জন্ত । ৩ আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই • তিনি শোশন পুষ্পবনে [পাল] চরান । ৪ অয়ি মম প্রিয়ে ! তুমি তিসার দ্যায় সুন্দরী, যিরশালেমের দ্যায় রূপবর্তী, সপতাকা বাহিনীর দ্যায় ভয়ঙ্করী। ৫ তুমি আম৷ হইতে তোমার নয়ন দুটা ফিরাও, কেননা উহার আমাকে উদ্বিগ্ন করে : তোমার কেশপাশ এমন ছাগপালের ছায়, যাহারা গিলিয়দের পার্শ্বে শুইয়া থাকে । ৬ তোমার দন্তশ্রেণী মেধীর পালবৎ, যাহার। স্নান করিয়া উঠিয়া আসিয়াছে, যাহারা সকলে যমজ-শাবকবিশিষ্ট, যাহাঁদের মধ্যে একটাও মৃতবৎসা নাই। ৭ তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের দ্যায়। ৮ ষষ্টি রাণী ও অশীতি উপপত্নী আছে, আর অসংখ্য যুবতী আছে। ৯ আমার কপোতী, আমার শুদ্ধমতি অদ্বিতীয় ; সে আপন মাতার একমাত্র দুহিত, সে আপন জননীর স্নেহপাত্ৰী ;

  • ( বা ) উপহার কথা ।

562 পরমগীত । [ ৫ ; ১৩ – ৭ ; ৮ । তাহাকে দেখিয়া কন্থাগণ ধন্ত বলিল, রাণীরা ও উপপত্নীরা তাহার প্রশংসা করিল। ১• উনি কে, যিনি অরুণের দ্যায় উদীয়মান, o চন্দ্রের স্থায় সুন্দরী, স্বয্যের ন্তায় তেজস্বিনী, সপতাক। বাহিনীর দ্যায় ভয়ঙ্করী ? ১১ আমি উপত্যকার নবীন তরুচয় দেখিতে, দ্রাক্ষালতা পল্লবিত হয় কি না, দেখিতে, দাড়িম্বপুষ্প ফুটে কি না, দেখিতে, আকৃরোটের উপবনে নামিয়া গেলাম। ১২ আমার অজ্ঞাতসারে আমার প্রাণ আমাকে স্থাপন করিল আমার মহোদয় জাতির রথরাজির [মধ্যে j i ১৩ ফির ফির, অয়ি শূলক্ষ্মীয়ে ; ফির ফির, আমরা তোমাকে দেখিব। শূলক্ষ্মীয়াকে তোমরা কেন দেখিবে ? মহনয়িমস্থ নৃত্যের* দ্যায় কেন দেখিবে ? রাজকন্তে । পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাইতেছে । তোমার গোলাকার উরুদ্বয় স্বর্ণহারস্বরূপ। নিপুণ শিল্পীর হস্তনিৰ্ম্মিত স্বর্ণহারস্বরূপ। ২ তোমার দেহ এমন গোল বাটীর দ্যায়, যাহাতে মিশ্রিত দ্রাক্ষারসের অভাব নাই। তোমার কটিদেশ এমন গোধূমরাশির দ্যায়, যাহা শোশন-পুষ্পশ্রেণীতে শোভিত । ৩ তোমার কুচযুগ দুই হরিণশাবকের দ্যায়, হরিণীর যমজ দুইটী বৎসের দ্যায়। ৪ তোমার গলদেশ গজদন্তময় উচ্চগৃহের স্থায় ; তোমার নয়নযুগল হিশূবনের বৎ-রবীম পুরদ্বার-সমীপস্থ সরোবরগুলির দ্যায় ; তোমার নাসিক। লিবানোনের সেই উচ্চগৃহের দ্যায়, যাহা দন্মেশকের দিকে সম্মুখীন। ৫ তোমার দেহের উপর তোমার মস্তক কমিলের স্থায় ; তোমার মস্তকের কেশপাশ বেগুনে রঙ্গের দ্যায়, তোমার কেশদামে রাজা বন্দি আছেন। ৬ হে প্রেম, নানা আমোদের মধ্যে তুমি কেমন স্বন্দরী ও মনোহারিণী। অয়ি ৭ তোমার এই দীর্ঘতা খর্জর বৃক্ষের স্থায়, তোমার কুচযুগ দ্রাক্ষাগুচ্ছস্বরূপ । ৮ আমি কহিলাম, আমি খর্জুর বৃক্ষে উঠিব, আমি তাহার বগুড়া ধরিব : তোমার কুচযুগ দ্রাক্ষাফলের গুচ্ছস্বরূপ হউক, তোমার নিশ্বাসের আভ্ৰাণ নাগরঙ্গের ছায় হউক ।

  • ( বা ) দুই দলের নৃত্যের ।