পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ● ● ১২ তাহার প্রতি করা যাইবে । আমার প্রজাগণ । বালকেরা তাহদের প্রতি উপদ্রব করে, ও স্ত্রীলোকেরা তাহদের উপরে কর্তৃত্ব করে । হে আমার প্রজ, তোমার পথদর্শকেরাই তোমাকে ঘূরাইয়া লইয়৷ বেড়ায়, ও তোমার গমনের পথ নষ্ট করে। ১৩ সদাপ্রভু বিবাদ করিতে উঠিয়াছেন,তিনি জাতিগণের ১৪ বিচার করিতে দাড়াইয়াছেন। সদাপ্রভু আপন প্রজাদের প্রাচীনবর্গকে ও অধ্যক্ষগণকে বিচারে আনিবেন : [বলিবেন.] তোমরাই দ্রাক্ষাক্ষেত্র গ্রাস করিয়াছ, দুঃখী লোক হইতে অপহৃত বস্তু তোমাদের গৃহে আছে। ১৫ তোমরা কি জন্ত আমার প্রজাগণকে দলাইতেছ, ও দুঃখীদের মুখ ঘষিতেছ? প্রভু, বাহিনীগণের সদাপ্ৰভু, এই কথা কহিতেছেন । সদাপ্রভু আরও কহিলেন, সিয়েনের কষ্ঠীগণ গৰ্ব্বিত, তাহার গলা বাড়াইয়৷ কটাক্ষ করিয়া বেড়ায়, লঘু পাদসঞ্চারে চলে, ও চরণে রুণু রুগু শব্দ করে। ১৭ অতএব প্ৰভু সিয়েনের কষ্ঠীগণের মস্তক টাকপড়া করিবেন, ও সদাপ্রভু তাহদের গুহ স্থান অনাবৃত ১৮ করিবেন। সেই দিন প্রভু তাহদের নূপুর, জালিবস্ত্র, ১৯ চন্দ্রহার, ঝুমকা, চুড়ি, ঘোমট, ললাটভূষণ, পায়ের মল, ২• হেলিয়া, আতরের কোঁটা, বাজু, অঙ্গুরীয়ক, নখ, চিত্র২১,২২ বস্ত্র, ঘাগর, শাল, গেজিয়া, দর্পণ, মদীন-বস্ত্র, ২৩ উৰ্ব্বাষ ও আবরক বস্ত্ররূপ বেশভূষা খুলিয়া লইবেন। ২৪ আর সুগন্ধির পরিবর্তে পচন, হেলিয়ার পরিবর্তে রজু, কুন্দর কেশবিন্যাসের পরিবৰ্ত্তে টাক, চাদরের পরিবর্তে চটের পটুক ও সৌন্দর্য্যের পরিবর্তে দাগ ২৫ হইবে । তোমার পুরুষের খড়গ দ্বার, ও তোমার ২৬ বিক্রমিগণ সংগ্রামে পতিত হইবে। তাহার পুরদ্বার সকল ক্ৰন্দন ও বিলাপ করিবে ; আর সে উৎসন্ন৷ হইয়া ভূমিতে বসিবে। 8 . সেই দিন সাত জন স্ত্রীলোক এক পুরুষকে ধরিয়৷ বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব ; কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দেও, তুমি আমাদের অপমান দূর কর। ২ সেই দিন ইস্রায়েলের মধ্যে যাহারী বাচিবে, তাঁহাদের পক্ষে সদাপ্রভুর পল্লব ভূষণ ও প্রতাপ হইবে, ৩ এবং দেশের ফল শোভা ও সৌন্দর্য্য হইবে। আর সিয়েনে যে কেহ অবশিষ্ট থাকিবে, ও যিরশালেমে যে কেহ বাকী থাকিবে – যিরশালেমে জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিথিত আছে—সে পবিত্র ৪ বলিয়া আখ্যাত হইবে। অগ্ৰে প্ৰভু বিচারের আত্ম৷ ও দাহের আত্ম দ্বার। সিয়োনের কস্তাগণের মল ধেীত করিবেন, এবং যিরশালেমের মধ্য হইতে তাহার রক্ত ও দূর করিয়া দিবেন। আর সদাপ্রভু সিয়োন পৰ্ব্বতন্থ সমস্ত তাবাসের ও তাহার সভা সকলের উপরে দিনমানে মেঘ ও ধুম, এবং রাত্রিতে প্রজ্বলিত অগ্নির তেজ >心 যিশাইয়। ঘটিবে ; কেননা তাহার হস্তকৃত কার্য্যের পরিশোধ । وه د ; ® ســـ ج د ; O ] হষ্টি করিবেন, বস্তুতঃ সকল প্রতাপের উপরে চন্দ্রাতপ ৬ থাকিবে । আর দিনমানে গ্রীষ্মনিবারক ছায় দিবার জষ্ঠ, এবং ঝড় ও বৃষ্টির সময়ে আশ্রয় ও আচ্ছাদন-স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে। ঈশ্বরীয় দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্ত। (« আমি আপন প্রিয়ের উদেশে তাহীর দ্রীক্ষণক্ষেত্রের বিষয়ে আমার প্রিয়ের একটী গীত গান করি । - ১ আমার প্রিয়ের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, অতি উর্বর এক গিরিশৃঙ্গে । ২ তিনি তাহার চারিদিকে খনন করিলেন, তাহার পাথরগুলি তুলিয় ফেললেন, তথায় উত্তম দ্রাক্ষালতা রোপণ করিলেন, তাহার মাঝখানে উচ্চগৃহ নিৰ্ম্মাণ করিলেন, আর দ্রাক্ষা মাড়িবার এক কুণ্ডও খুদিলেন ; আর অপেক্ষা করিলেন যে, দ্রাক্ষফল ধরিবে, কিন্তু ধরিল বুনে আঙ্গুর। ৩ এখন হে যিরশালেম-নিবাসিগণ ও যিহুদার লোক সকল, বিনয় করি, তোমরা আমার ও আমার দ্রাক্ষী৪ ক্ষেত্রের মধ্যে বিচার কর ; আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পার। যাইত, যাহা আমি করি নাই ? আমি যখন অপেক্ষা করিলাম যে, দ্রাক্ষীফল ধরিবে, তখন কেন তাহাতে বুনে। আঙ্গুর ধরিল ? ৫ এখন শুন, আমি আপন দ্রাক্ষাক্ষেত্রের প্রতি যাহা করিব, তাহা তোমাদিগকে জ্ঞাত করি ; আমি তাহার বেড়া দূর করব, তাই ভক্ষিত হইবে ; আমি তাহার ৬ প্রাচীর ভাঙ্গিয় ফেলিক, তাহা দলিত হইবে । আমি তাহা উৎসন্ন করিব, তাহার লতা পরিষ্কার কি ভুমি খনন করা যাইবে না, আর তাহ শুকুল ও কণ্টকবৃক্ষের জঙ্গল হইবে, এবং আমি মেঘমালীকে আজ্ঞা দিব, যেন সে সকল তাহার উপরে জল বর্ষণ না করে। ৭ ফলতঃ ইস্রায়েল-কুল বাহিনীগণের সদাপ্রভুর দ্রাক্ষাক্ষেত্র, এবং যিহদার লোকের তাহার রমণীয় চার : তিনি দ্যায়ের অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখ, রক্তপাত ; তিনি ধাৰ্ম্মিকতার অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখ, ক্রনদন। ৮ ধিক্ তাহাদিগকে, যাহারা গৃহের সঙ্গে গৃহ যোগ করে, ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র সংযোগ করে, অবশেষে আর স্থান থাকে না, তোমাদিগকে দেশমধ্যে একাকী বাস করান হয় ! - ৯ বাহিনীগণের সদাপ্রভু আমার কর্ণগোচরে কহেন, নিশ্চয়ই অনেক গৃহ ধ্বংসস্থান হইবে, বৃহৎ ও স্বন্দর ১০ হইলেও নিবাসি-বিহীন হইবে। কারণ দশ বিঘা দ্রাক্ষীক্ষেত্রে এক বাৎ দ্রাক্ষরস উৎপন্ন হইবে, ও এক হোমর বীজে এক ঐফ মাত্ৰ শস্ত উৎপন্ন হইবে।*

  • যিহিষ্ণকেল ৪৫ ১১ দেখ।

566