পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bア ২১ সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলিয়। তিনি তাঁহা দের বংশবৃদ্ধি করিলেন। পরে ফরেীণ আপনার সকল প্রজাকে এই আজ্ঞা দিলেন, তোমরা (ইব্রীয়দের] নবজাত প্রত্যেক পুত্রসন্তানকে নদীতে নিক্ষেপ করিবে, কিন্তু প্রত্যেক কস্তাকে জীবিত রাখিবে । মোশির বিবরণ। २ আর লেবির কুলের এক পুরুষ গিয়া এক লেৰীয় কস্তাকে বিবাহ করিলেন। আর সেই স্ত্রী গৰ্ত্ত ধারণ করিয়া পুত্র প্রসব করিলেন, ও শিশুটকে ৩ স্বত্রী দেখিয়া তিন মাস গোপনে রাখিলেন । পরে আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেটরা লইয়া মেটিয়া তৈল ও আলকাতার লেপন করিয়া তাহার মধ্যে বালকটকে রাখিলেন, ও নদীতীরস্থ ৪ নলবনে তাহা স্থাপন করিলেন। আর তাহার কি দশ৷ ঘটে, তাহ দেখিবার জন্ত তাহার ভগিনী দূরে দাড়াইয়৷ রহিল । ৫ পরে ফরেীণের কষ্ঠ স্বানার্থে নদীতে আসিলেন, এবং তাহার সহচরীগণ নদী-তীরে বেড়াইতেছিল ; আর তিনি নলবনের মধ্যে ঐ পেটরা দেখিয়া আপন দাসীকে ৬ তাহ আনিতে পাঠাইলেন। পরে পেটরা খুলিয়া শিশুটীকে দেখিলেন ; আর দেখ, ছেলেট কাদিতেছে ; তিনি তাহার প্রতি সদয় হইয়া বলিলেন, এটা ৭ ইব্রীয়দের ছেলে। তখন তাহার ভগিনী ফরেণের কষ্ঠাকে কহিল, আমি গিয়া কি আপনকার নিমিত্ত এই ছেলেকে দুদ দিবার জন্ত স্তন্তদাত্রী একটী ইব্রীয় স্ত্রীলোককে আপনকার নিকটে ডাকিয়া আনিব ? ৮ ফরেণের কষ্ঠা কহিলেন, যাও। তখন সেই মেয়েট ৯ গিয়া ছেলের মাকে ডাকিয়া আনিল। ফরেণের কষ্ঠা তাহাকে কহিলেন, তুমি এই ছেলেটকে লইয়া আমার নিমিত্ত দুগ্ধ পান করাও ; আমি তোমাকে বেতন দিব। তাহাতে সেই স্ত্রী ছেলেটকে লইয়া দুগ্ধ পান করাইতে ১০ লাগিলেন। পরে ছেলেট বড় হইলে তিনি তাহাকে লইয়া ফরেীণের কন্যাকে দিলেন ; তাহাতে সে তাহারই পুত্র হইল ; আর তিনি তাহার নাম মোশি (টানিয়া তোলা] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি তাহাকে জল হইতে টানিয়া তুলিয়াছি। সেকালে এই ঘটনা হইল : মোশি বড় হইলে পর এক দিন আপন ভ্রাতৃগণের নিকটে গিয়া তাহাদিগের ভার বহন দেখিতে লাগিলেন ; আর দেখিলেন, এক জন মিশ্ৰীয় এক জন ইত্ৰীয়কে, তাহার ভ্রাতৃগণের মধ্যে এক ১২ জনকে মারিতেছে । তখন তিনি এদিক ওদিক চাহিয়া কাহাকেও দেখিতে না পাওয়াতে ঐ মিশ্রীয়কে ১৩ বধ করিয়া বালির মধ্যে পুতিয়া রাখিলেন। পরে দ্বিতীয় দিন তিনি বাহিরে গেলেন, আর দেখ, দুই জন ইব্রীয় পরস্পর বিবাদ করিতেছে ; তিনি দোষী ব্যক্তিকে কহিলেন, তোমার ভাইকে কেন মরিতেছ ? ২২ S X যাত্রাপুস্তক । [ > ; &>ー○ 3 のト ১৪ সে কহিল, তোমাকে অধ্যক্ষ ও বিচারকর্তা করিয়া আমাদের উপরে কে নিযুক্ত করিয়াছে ? তুমি যেমন সেই মিশ্ৰীয়কে বধ করিয়াছ, তদ্রুপ কি আমাকেও বধ করিতে চাহ ? তখন মোশি ভীত হইয়া কহিলেন, কথাটা অবশ্যই প্রকাশ হইয়া পড়িয়াছে। পরে ফরেীণ ঐ কথা শুনিয়া মোশিকে বধ করিতে চেষ্টা করিলেন। কিন্তু মোশি ফরেণের সন্মুখ হইতে পলায়ন করিলেন, এবং মিদিয়ন দেশে বাস করিতে ১৬ গিয়া এক কূপের নিকটে বসিলেন। মিদিয়নীয় যাজকের সাতটী কস্তা ছিল ; তাহারা সেই স্থানে আসিয়া পিতার মেষপালকে জল পান করাইবার জন্ত জল তুলিয়। নিপানগুলি পরিপূর্ণ করিল। ১৭ তখন মেষপালকেরা আসিয়া তাহাদিগকে তাড়াইয়া দিল, কিন্তু মোশি উঠিয়া তাহীদের সাহায্য করিলেন, ও তাহীদের মেষপালকে জল পান করাইলেন । ১৮ পরে তাহারা আপনাদের পিতা রূয়েলের কাছে গেলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আদ্য তোমরা ১৯ কি প্রকারে এত শীঘ্ৰ আসিলে ? তাহারা কহিল, এক জন মিশ্রীয় আমাদিগকে মেষপালকদের হস্ত হইতে উদ্ধার করিলেন, আরও তিনি আমাদের নিমিত্তে যথেষ্ট জল তুলিয়া মেষপালকে জল পান ২০ করাইলেন। তখন তিনি আপন কন্যাদিগকে কহিলেন, সে লোকটী কোথায় ? তোমরা তাহাকে কেন ছাড়িয়া আসিলে ? তাহাকে ডাক ; তিনি আহার ২১ করুন । পরে মোশি ঐ ব্যক্তির সঙ্গে বাস করিতে সম্মত হইলেন, আর তিনি মোশির সহিত আপন ২২ কন্যা সিপোরার বিবাহ দিলেন। পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিলেন, আর মোশি তাহার নাম গেশোম [তত্রপ্রবাসী) রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি বিদেশে প্রবাসী হইয়াছি । মোশির কাছে ঈশ্বরের প্রকাশ । অনেক দিন পরে মিসর রাজের মৃত্যু হইল, এবং ইস্রায়েল-সন্তানগণ দাস্ত্যকৰ্ম্ম প্রযুক্ত কাতরোক্তি ও ক্ৰন্দন করিল, এবং দাস্ত্যকৰ্ম্ম জন্য তাহীদের আর্তনাদ ২৪ ঈশ্বরের নিকটে উঠিল । আর ঈশ্বর তাহদের আর্তস্বর শুনিলেন, এবং ঈশ্বর অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করি২৫ লেন ; ফলতঃ ঈশ্বর ইস্রায়েল-সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন ; আর ঈশ্বর তাহদের তত্ত্ব লইলেন। ○ মোশি আপন শ্বশুর যিথে নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চরাইতেন । একদা তিনি প্রান্তরের পশ্চাদ্ভাগে মেষপাল লইয়া গিয়া হোরেবে, ২ ঈশ্বরের পর্বতে উপস্থিত হইলেন । আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভুর দূত উহাকে দর্শন দিলেন ; তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট ও হইতেছে না। তাই মোশি কহিলেন, আমি এক > & శిరి 48