পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& o 3 -z ঈশ্বরের সঙ্কল্পের অলোপ্যতা । , ২৪ বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন, অবগুই, আমি যেরূপ সঙ্কল্প করিয়াছি, তদ্রুপ ঘটিবে ; আমি যে মন্ত্রণ করিয়াছি, তাহ স্থির থাকিবে । ২৫ ফলতঃ আমার দেশে অশূরায়কে ভাঙ্গিয়া ফেলিব, আমার পর্বতমালায় তাহাকে পদদলিত করিব ; তাহাতে লোকদের স্কন্ধ হইতে তাহার ধোয়ালি দূর হইবে, এবং তাহদের গ্রীব হইতে তাহার ভার সরিয়৷ ২৬ পড়িবে। সমস্ত পৃথিবীর বিষয়ে এই মন্ত্রণ স্থির হইয়াছে, ও সমস্ত জাতির উপরে এই হস্ত বিস্তারিত ২৭ আছে। কারণ বাহিনীগণের সদাপ্রভূই মন্ত্রণ করিয়াছেন, কে তাহ ব্যর্থ করিবে ? তাহারই হস্ত বিস্তারিত হইয়াছে, কে তাহ ফিরাইবে ? পলেষ্টয়া বিষয়ক ভাববাণী । ২৮ যে বৎসর আহস রাজার মৃত্যু হয়, সেই বৎসরের এই ভান্নবাণী । ২৯ হে পলেষ্টয়া, যে দণ্ড তোমাকে প্রহার করিত, তাহা ভগ্ন হইয়াছে বলিয়া সৰ্ব্বসাধারণে আনন্দ করিও না ; কেননা সেই মূল-সৰ্প হইতে কেউটিয়া সৰ্প উৎপন্ন হইবে, এবং জ্বলন্ত উড়ুকু সৰ্প তাহার ফল হইবে। ৩০ দীনহীনদের জ্যেষ্ঠ সন্তানের ভোজন করিবে, ও দরিদ্রগণ নিৰ্ভয়ে শয়ন করিবে ; তার আমি দুভিক্ষ দ্বারা তোমার মূল হনন করিব, এবং তোমার অবশিষ্টাংশ ৩১ হত হইবে । হে পুরদ্বার, হাহাকার কর ; হে নগর, ক্ৰন্দন কর ; হে পলেষ্টিয়া, তুমি বিলীন, তোমার সমুদয় বিলীন ; কেননা উত্তর দিক্ হইতে ধুম আসিতেছে, আর উহার শ্রেণী হইতে কেহ সরিয়া যায় না। ৩২ আর এই জাতির দূতগণকে কি উত্তর দেওয়া যাইবে ? সদাপ্রভু দিয়োনের ভিত্তিমূল স্থাপন করিয়াছেন ; এবং তাহার দুঃখী প্রজাগণ তাহার মধ্যে আশ্রয় লইবে । S& মোয়াব বিষয়ক ভারবাণী। আtহ, রাত্রির মধ্যে মোয়াবের আর নগর নষ্ট ও ধ্বংসিত হইল : আহা, রাত্রির মধ্যে মোয়াবের কীর ২ নগর নষ্ট ও ধ্বংসিত হইল। সে রোদন করিবার জন্ত বায়িতে ও দীবনে, উচ্চস্থলীতে, গিয়াছে: নবোর উপরে ও মেদবার উপরে মোয়াব হাহাকার করিতেছে, তাহাঁদের সকলের মস্তক মুণ্ডন হইয়াছে, প্রতিজনের ৩ দড়ি কাটা গিয়াছে। সড়কে সড়কে তাহীদের লোক চট পরিধান করিয়াছে ; তাহদের ছাদের উপরে ও চকের মধ্যে সমস্ত লোক হাহাকার করিতেছে, ৪ রোদন করিয়া যেন গলিয় পড়িতেছে। হিশূবেন ও ইলিয়ালী ক্রনন করিতেছে ; তাহদের রব যহস পৰ্য্যন্ত শুনা যাইতেছে ; তজ্জন্ত মোয়াবের যোদ্ধৃগণ আৰ্ত্তনাদ করিতেছে ; তাহার প্রাণ তাহার মধ্যে কম্পিত হই৫ তেছে । মোয়াবের জন্ত আমার হৃদয় ক্রনন করিতেছে ; তাহার পলাতকের। সোয়র পর্য্যন্ত, ইয়ৎ-শলিশীয়ায় যিশাইয়। [ * 8 ; २8 – ४ ७ ; s० ॥ যাইতেছে, তাহার রোদন করিতে করিতে লুহীতের আরোহণ-পথ দিয়া উঠিতেছে, হোরোণয়িমের পথে ৬ বিনাশস্থচক আৰ্ত্তনাদ করিতেছে। নিম্রামের জলসমূহ মরুস্থান হইল ; ঘাস শুষ্ক হইল, নবীন তৃণ শেষ হইল, ৭ হরিদ্বর্ণ কিছুই নাই। এইজষ্ঠ তাহারা আপনাদের রক্ষিত ধন ও সঞ্চিত দ্রব্য বাইশী বৃক্ষের স্রোতের পারে ৮ লইয়। যাইতেছে । আহ, ক্ৰন্দন-রব মোয়াবের পরিসীমা বেষ্টন করিয়াছে , তাহার হাহাকার ইঃয়িম পৰ্য্যন্ত, তাহার হাহাকার বের-এলীম পর্য্যন্ত শুনা যাই৯ তেছে। কারণ দামোনের জল সমূহ রক্তময় হইল ; আমি দীমোনের উপরে আরও দুঃখ, মোয়বের পলাতকের উপরে ও দেশের অবশিষ্টাংশের উপরে সিংহ আনয়ন করিব । S\b তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়োনকস্তার পর্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ ২ পাঠাইয়া দেও। যেমন ভ্রমণকারী পক্ষিগণ, যেমন বিক্ষিপ্ত বাস, মোয়াব-কস্তাগণ অর্ণেনের ঘাট সমূহে ৩ তদ্রুপ হইবে । মন্ত্রণ দেও, বিচার কর, মধ্যাহ্নকালে আপনার ছায়াকে রাত্রিকালের স্থায় কর, বহিস্কৃতদিগকে লুকাইয় রাখ, পলাতককে প্রকাশ করিও ৪ না। মোয়াব, আমার বহিষ্কৃত লোকদিগকে তোমার সহিত বাস করিতে দেও, বিনাশকের সম্মুখ হইতে তাহাদের অন্তরাল হও। কারণ উৎপীড়ক শেষ হইল, অপহার সমাপ্ত হইল ; যাহার লোকদিগকে পদতলে দলিত করিত, তাহার দেশ হইতে উচ্ছিন্ন হইল। আর দয়াতে এক সিংহাসন স্থাপিত হইবে, এক জন সত্যের প্রভাবে দাযুদের তাম্বুতে সেই আসনে বসিবেন : তিনি বিচারকর্ত,বিচারে যত্নবানু ও ধাৰ্ম্মিকতা-সাধনে সত্বর হইবেন । ৬ আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহঙ্কারী ; তাহার অভিমান, অহঙ্কার ও ক্রোধের কথা শুনিয়াছি ; তাহার দর্প কিছু নয়। ৭ তজ্জন্ত মোয়াবের নিমিত্তে মোয়াব হাহাকার করিবে, তাহার সমস্ত লোক হাহাকার করিবে ; তোমরা কীৰ্বহুরেসেতের দ্রাক্ষাপিষ্টকের নিমিত্তে কাকুক্তি করিবে, ৮ নিতান্ত ক্ষুণ্ণ হইবে। কারণ হিশ্ববোনের ক্ষেত্র সকল ও সিস্মার দ্রাক্ষালতা স্নান হইল ; জাতিগণের অধ্যক্ষগণ কর্তৃক তাহার চার সকল পদtহত হইল - সেগুলি যাদের পর্য্যন্ত পহুছিত, ও প্রান্তরে যাইত, তাহার শাখা সকল চারিদিকে বিস্তৃত হইয়াছিল, সে ৯ সকল সমুদ্র পার হইয়াছিল। এইজন্ত সিবুমার দ্রীক্ষালতার নিমিত্তে যাসেরের রোদনকালে আমি রোদন করিব ; হে হিশবোন, হে ইলিয়ালী, আমি নেত্রজলে তোমাকে সিক্ত করিব ; কেননা তোমার গ্রীষ্মের ফল ১০ ও তোমার শস্তোর উপরে রণনাদ হইল। আর ফলশালী ক্ষেত্র হইতে আনন্দ ও উল্লাস দূরীকৃত হইল ; g

  • ( বা ) মোয়াবের বহিষ্কৃত ।

574