পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ デ● অবনত করিয়া ভূমিসাৎ করেন, ধূলিশায়ী পর্য্যন্ত ও করেন। লোকদের চরণ – দুঃখীদের পদ ও দরিদ্রদের ৭ পাদনিক্ষেপ—তাহ দলিত করিবে । ধাৰ্ম্মি কর পথ সারল্য, তুমি ধাৰ্ম্মিকের মার্গ সমান করিয়। সরল করি৮ তেছ। ই. আমরা তোমার শাসন-পথেই, হে সদাপ্রভু, তোমার অপেক্ষায় রহিয়াছি ; আমাদের প্রাণ তোমার ৯ নামের ও তোমার স্মরণ-চিহ্নের আকাঙক্ষা করে। রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙক্ষা করিয়াছি ; ই, সযত্নে আমার তন্তরস্থ আত্মা দ্বার তোমার অন্বেষণ করিব, কেননা পৃথিবীতে তোমার শাসনকলাপ প্রচলিত হইলে, জগন্নিবাসীরা ধাৰ্ম্মিকতা শিক্ষা ১• কfরবে। দুষ্ট লোক কৃপা পাইলেও ধাৰ্ম্মিকতা শিগে না; সরলতার দেশে সে অষ্ঠায় করে, সদাপ্রভুর মহিম CC F1 || ১১ হে সদাপ্রভু, তোমার হস্ত উত্তেলিত হইয়াছে, তবু তাহারা দেখে না ; কিন্তু তাহার। প্রজাগণের পক্ষে তোমার উদ্যোগ দেখিবে ও লজ্জ পাইবে, ই, অগ্নি ১২ তোমার বিপক্ষদিগকে দগ্ধ কfরবে। হে সদাপ্রভু, তুমি আমাদের নিমিত্তে শান্তি নিরূপণ করিবে, কেননা আমাদের সমস্ত কাৰ্য্যই তুমি আমাদের নিমিত্তে সাধন ১৩ করিয়া আদিতেছ। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ব্যতীত অন্ত প্রভুর আমাদের উপরে কর্তৃত্ব করিয়াছিল ; কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার ১৪ নামের কীৰ্ত্তন করিব । মৃতের আর জীবিত হইবে না, প্রেতগণ আর উঠবে না ; এই জন্ত তুমি প্রতিফল দিয়৷ উহাদিগকে সংহার করিয়াছ, উহাদের নাম পৰ্য্যন্ত লুপ্ত ১৫ করিয়াছ । তুমি এই জাতির বৃদ্ধি করিয়াছ, হে সদাপ্রভু, তুমি এই জাতির বৃদ্ধি করিয়াছ ; তুমি গৌরবান্বিত হইয়াছ, তুমি দেশের সকল সীমা বিস্তার করিয়াছ । ১৬ হে সদাপ্রভু, সঙ্কটের সময়ে লোকের তোমার অপেক্ষায় ছিল, তোম৷ হইতে শাস্তি পাইবার সময়ে ১৭ মূহু স্বরে বিনয় করিত । গৰ্ত্তবতী আসন্নপ্রসব কালে ব্যথা থাইতে খাইতে যেমন ক্ৰন্দন করে, হে সদাপ্রভু, আমরা তোমার সাক্ষাতে তাহীর দ্যায় হইয়াছি । ১৮ তামির গত্তিণী হইয়াছি, আমরা ব্যথা খাইয়াছি, যেন বায়ু প্রসব করিয়াছি ; আমাদের দ্বারা দেশে পরিত্রাণ ১৯ সিদ্ধ হয় নাই, জগন্নিবাসীর ভূমিষ্ঠ হয় নাই। তোমার মৃতের জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে ; হে ধুলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে । ২০ হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বার সকল রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুকা২১ য়িত থাক, যে পৰ্য্যন্ত ক্রোধ অতীত না হয় । কেনন। দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে নিৰ্গমন করিতেছেন, পৃথিবী-নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার নিমিত্ত: পৃথিবী আপনার উপরে পাতিত] রক্ত প্রকাশ করিবে, আপনার নিহতদিগকে আর আচ্ছাদিত রাখিবে না । খিশাইয়। 1 ✉ ; مt * - نام و نه به ] ९१ সেই দিন সদাপ্রভু আপনার নিদারুণ, বৃহৎ ও সতেজ খড়গ দ্বারা পলায়মান নাগ লেবিয়াখনকে, ই, বক্র নাগ লিবিয়াথনকে প্রতিফল দিবেন, এবং ২ সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করবেন। সেই দিন— এক দ্রাক্ষাক্ষেত্র, তোমরা তাহার বিষয়ে গান করিও । ও আমি সদাপ্রভু তাহার রক্ষক, তাiম নিমিষ নিমিষে তাহাতে জল সেচন করিব : কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্ত দিবা রাত্র তাহ রক্ষা করিব । ৪ আমার ক্ৰোধ নাই ; আঃ । কণ্টক ও শুকুলসমূহ যদি যুদ্ধে আমার বিপক্ষ হইত ! আমি সে সকল ৫ আক্রমণ করিয়া একেবারে পোড়াইয় দিতাম। সে বরং আমার পরাক্রমের শরণ লউক, আমার সহিত মিলন ৬ করুক, আমার সহিত মিলনই করুক। ভাবী কালে যাকোব মূল বাধিবে, ইস্রায়েল মুকুলিত ও উৎফুল্ল হইবে, এবং তাহারা ভূতলকে ফলে পরিপূর্ণ করিবে । ৭ তিনি ইস্রায়েলের প্রহারককে যেমন গ্রহার করিয়াছেন, তদ্রুপ কি তাহাকেও প্রহার করিলেন ? কিম্ব। তৎকর্তৃক নিহত লোকদের হত্যার দ্যায় সে কি হত হইল ? তুমি স্থানান্তর করণ কালে পরিমাণে পরিমাণে তাহার সহিত বিবাদ করিলে ; তিনি পূর্বীয় বায়ুর দিনে নিজ প্রবল বায়ু দ্বারা তাহাকে বাড়িয়া দূর ৯ করিলেন । এই জন্ত ইহা দ্বারা যাকেীবের অপরাধ মোচন হইবে, এবং ইহা তাহার পাপ দূর করিবার সমস্ত ফল ; সে চুণের ভগ্ন প্রস্তরগুলির স্থায় যজ্ঞবেদির সমস্ত প্রস্তর চুর্ণ করিবে, আশের-মূৰ্ত্তি ও স্বৰ্য্য-প্রতিম! ১• সকল আর উঠবে না। কারণ স্বধৃঢ় নগর নির্জন, বাসভূমি নরবজ্জিত ও পরিত্যক্ত হইয়াছে—প্রান্তরের স্যায় ; সেই স্থানে গোবৎস চরিবে ও শয়ন করিবে, এবং ১১ বৃক্ষের পত্র সকল আহার করিবে। তথাকার ডালপাল৷ শুষ্ক হইলে ভাঙ্গ যাইবে, স্ত্রীলোকেরা আসিয়। তাহাতে তাগুন দিবে। কারণ সেই জাতি নিবোধ, সেই জন্ত তাহার নিৰ্ম্মাতা তাহার প্রতি করুণ করিবেন না, তাহার গঠনকৰ্ত্ত। তাহার প্রতি কৃপা করিবেন না । ১২ সেই দিন সদাপ্রভু (ফরাৎ] নদীর প্রণালী অবধি মিসরের স্রোত পৰ্য্যন্ত ফল পাড়িবেন : এই রূপে, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমাদিগকে একে একে কুড়ান যাইবে । ১৩ আর সেই দিন এক বৃহৎ তুরী বাজিবে তাহাতে যাহার। তাশূর দেশে নষ্টকল্প ও যাহার মিসর দেশে তাড়িত রহিয়াছে, তাহার। আসিবে ; এবং যিরশালেমে পবিত্ৰ পৰ্ব্বতে সদাপ্রভুর কাছে প্ৰণিপাত করবে। অবিশ্বাসীদের প্রতি ঈশ্বরের অনুযোগ। २b” হয় । ইক্রয়িমের মাতালদের দপ-মুকুট : হায় । তাহার তেজোময় শোভার স্লানপ্রায় পুষ্প, যাহা দ্রাক্ষরসে পরাভূতদের ফলশালী উপত্যকার মস্তকে ২ রহিয়াছে। দেখ, প্রভুর এক জন বলবান ও বীৰ্য্যশালী 580