পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●レ8 ○ 。 মিসরে নামিয়া যায়, অশ্বগণে বিশ্বাস করে, রথের বাহুল্য প্রযুক্ত রথে নির্ভর করে, অশ্বারোহিগণ অতি বলবানু বলিয় তাহদের উপরে নির্ভর করে, কিন্তু ইত্ৰীয়েলের পবিত্রতমের দিকে চাহে না, এবং সদা ২ প্রভুর অন্বেষণ করে না। পরস্তু তিনিও জ্ঞানবান ; তিনি তামঙ্গল ঘটাইবেন, আপন বাক্য অন্তথা করবেন না ; তিনি দুরাচারদের কুলের বিরুদ্ধে ও অধৰ্ম্মাচারী৩ দের সহায়গণের বিরুদ্ধে উঠিবেন। মিশ্রীয়গণ ত মনুষ্য মাত্র, ঈশ্বর নয় : তাহীদের অশ্বগণ মাংস মাত্র, আত্মা নয় ; এবং সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিলে সাহায্যকারী উছোট খাইবে, ও সাহায্যপ্রাপ্ত ব্যক্তি পতিত ৪ হইবে, সকলে একসঙ্গে নষ্ট হইবে। কারণ সদাপ্ৰভু আমাকে এই কথা কহেন, যেমন মুগরাজ কিম্বা যুবসিংহ পশু ধরিলে পর গর্জন করে, এবং তাহার বিরুদ্ধে মেষপালকদের অনেককে ডাকিয়া একত্র করিলেও তাহীদের রবে উদ্বিগ্ন, তাহীদের কোলাহলে অবনত হয় না, সেইরূপ বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধ করণাথে সিয়েন পৰ্ব্বতের ও তাহার গিরির উপরে নামিয়া ৫ ভাসিবেন । যেমন পক্ষীর। [ বাসার উপরে] উড়িতে থাকে, তদ্রুপ বাহিনীগণের সদাপ্রভু যিরশালেমকে তীবৃত রাখবেন, আবৃত রাখিয় উদ্ধার কfরবেন, এবং অগ্ৰে গিয়া রক্ষা করিবেন। ৬ হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা যাহাঁকে ছাড়িয়া ঘোর বিপথে চলিয়। গিয়াছ, তাহার কাছে ফিরিয়া ৭ তাইস । কারণ সেই দিন প্রত্যেক জন আপিন তাপন রৌপ্যপ্রতিমা ও স্বর্ণপ্রতিমা, যে যে পাপবস্তু তোমর ৮ স্বহস্তে গঠন করিয়াছ, সে সকল ফেলিয়। দিবে। আর অশুর খড়েগ পতিত হইবে, কিন্তু পুরুষের খড়েগ নয় ; খড়গ তাহাকে গ্রাস করিবে, কিন্তু মানুষের খড়গ নয় : আর সে খড়েগর সম্মুখ হইতে পলাইবে, ও তাহার ৯ যুবকগণ কৰ্ম্মাধীন দাস হইবে। আর ত্রাসপ্রযুক্ত তাহার শৈল চলিয়৷ যাইবে,* তাহার সেনাপতিগণ পতাকায় বিহবল হইবে ; সিয়েনে যাহার অগ্নি ও বিরশালেমে যাহার তুন্দুর আছে, সেই সদাপ্রভু এই কথ কহেন ৷ ধৰ্ম্মময় রাজার মহত্ত্ব ও তাহার প্রজাদের মুখ । ৩২ দেখ, এক রাজা ধাৰ্ম্মিকতায় রাজত্ব করিবেন, ও শাসনকর্তৃগণ দ্যায়ে শাসন করিবেন। যেমন বাত্য হইতে আচ্ছাদন, ও ঝটিক হইতে অন্তরাল, যেমন শুষ্ক স্থানে জলস্রোত ও শ্রান্তিজনক ভূমিতে কোন প্রকাও শৈলের ছায়, এক জন মনুষ্য তদ্রুপ ৩ হইবেন । তথন দর্শকদের চক্ষু মুদ্রিত থাকিবে না, ৪ আর শ্রোতাদের কর্ণ অবধান করবে। আর চপল লোকদের চিত্ত জ্ঞান পাইবে, এবং তোংলাদের জিহব।

  • (ব।) ত্রাসহেতু সে আপন শৈল ছাড়িয় চলিয়। যাইবে ।

যিশাইয়। ধিক্ তাহাদিগকে, যাহার সাহায্যের জ ন্ত [○ > ; – లిని ; R ) ৫ সহজে স্পষ্ট কথা কহিবে । মূঢ়কে আর মহাত্ম। বলা যtহবে না, এবং গল আর উদার বলিয়। আখ্যাত ৬ হইবে না। কেননা মৃঢ় মূঢ় তার কথা কহিবে, ও তাহার মন দুষ্টতার কল্পনা করিবে ; সে পামরতার কাৰ্য্য করবে ও সদাপ্রভুর বিরুদ্ধে ভ্ৰান্তির কথা কহিবে, ক্ষুধাৰ্ত্ত লোকের প্রাণ শূন্ত রাখিবে, তৃষ্ণাৰ্ত্ত ৭ লোকের জল বারণ করিবে। আর খলের যন্ত্র সকল মন্দ , সে মিথ্যাকথা দ্বার। নম্রাদগকে নষ্ট করিবার জন্ত. যখন দরিদ্র ব্যক্তি দ্যায় কথা বলে, তখনও ৮ কুসঙ্কল্প করে । কিন্তু মহাত্ম। মাহত্ম্যের সঙ্কল্প করে, এবং সে মাহাত্ম্য-পথে স্থির থাকে । ৯ হে নিশ্চিন্তা মহিলারা, উঠ, আমার রব শ্রবণ করা: হে নিঃশঙ্ক। যুবতীর, আমার বাক্যে কর্ণপাত কর। ১০ হে নিঃশঙ্কার, বৎসরের পরে কিছু দিন গত হইলে তোমরা উদ্বিগ্ন হইবে, কেনন। দ্রীক্ষণফলের সংহার ১১ হইবে, ফল পাড়িবার সময় আসিবে না। হে নিশ্চিস্তার, কম্পান্বিত হও ; হে নিঃশঙ্কার, উদ্বিগ্ন হও ; পরিচ্ছদ খুলিয়া বিবস্ত্রী হও, কটিদেশে চট বাধ । ১২ সকলে বুক চাপড়িয়া মনোরম ক্ষেত্রের ও ফলবতী ১৩ প্রাক্ষালতার জন্ত বিলাপ করিবে । আমার প্রজাদের ভূমিতে কাটা ও শেয়ালকাটা উৎপন্ন হুইবে উল্লাস১৪ প্রিয় নগরের সমস্ত আনন্দ-গৃহেও তাহ জন্মিবে ; কারণ রাজপুরী পরিত্যক্ত হইবে, লোকারণ্যের নগর নির্জন হইরা পড়িবে , গিরি ও প্রহরি দুর্গ চিরকাল গুহাময় থাকিয়। বনগর্দভের বিলাস-স্থান ও পশুপালের চরণি১৫ স্থান হইবে : যে পৰ্য্যন্ত উদ্ধলেক হইতে আমাদের উপরে আত্মা সেচিত না হন, প্রান্তর ফলবুক্ষের উদ্যানে পরিণত না হয়, ও ফলশালী ক্ষেত্র অরণ্য বলিয়া গণ্য ১৬ ন হয়। তখন সেই প্রান্তরে দ্যায়বিচার বাস করিবে, ১৭ সেই ফলশালী ক্ষেত্রে ধাৰ্ম্মিকত বসতি করিবে । আর শান্তিই ধাৰ্ম্মিকতার কার্য্য হইবে, এবং চিরকালের জন্ত সুস্থিরতা ও নিঃশঙ্কত ধাৰ্ম্মিকতার ফল হইবে । ১৮ অীর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃশঙ্কতার তাবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করিবে । ১৯ কিন্তু অরণ্য ভূমিসাৎ হুইবার সময়ে শিলাবৃষ্টি হইবে, ২• আর নগর সম্পূর্ণরূপে নিপতিত হইবে। ধন্ত তোমরা, যাহারা সমস্ত জলপ্রবাহের ধারে বীজ বপন কর, যাহার। গোরু ও গর্দভকে চরিতে দেও। ঈশ্বরের ভক্তগণের মুক্তি ও মঙ্গল। তুমি যে ধ্বংসিত না হইয়াও ধ্বংস করিতেছ, প্রতারিত না হইয়াও প্রতারণা করিতেছ, ধিক্‌ তোমাকে ; ধ্বংস-কায্যের সমাপ্তি করিলে পর তুমি ধ্ব সিত হইবে, প্রতারণা করিয়া শেষ করিলে পর ২ লোকে তোমাকে প্রতারণ করবে। হে সদাপ্রভু, আমাদের প্রতি কৃপা কর, আমরা তোমার অপেক্ষায় রহয়ছি ; তুমি প্রতিপ্রভাতে আপন অপেক্ষণকারীদের বাহুস্বরূপ হও, ও সঙ্কটকালে জামাদের ত্রাণস্বরূপ 584