পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ ; シー○8; >ペI ] ৩ ইও । কোলাহলের রবে জাতিগণ পলায়ন করিল, তুমি ৪ উঠিলে লোকবৃন্দ ছিন্নভিন্ন হইল। পতঙ্গ যেমন স গ্রহ করে, তেমন লোকে তোমাদের লুট সংগ্রহ করবে ; ফড়িঙ্গর যেমন লাফায়, তেমনি লোকে তাহার উপরে ও লাফাইবে । সদাপ্রভু উন্নত ; তিনি ত উদ্ধলোকে বাস করেন, তিনি সিয়েনকে স্থায়বিচারে ও ধাৰ্ম্মিকতায় ৬ পূর্ণ করিয়াছেন ; আর তোমার সময়ে স্বস্থিরতা হইবে, ত্রণের, প্রজ্ঞার ও জ্ঞানের বাহুল্য হইবে ; সদাপ্রভুর ভয় তাহার ধনকোষ । ৭ দেখ, উহাদের পুরুষসিংহের সড়কে ক্ৰন্দন করিতেছে, সন্ধির অন্বেষণকারী দূতগণ তীব্র রোদন করে৮ তেছে। রাজপথ সকল নরশুষ্ঠ হইয়াছে, পথিকমাত্র নাই ; সে নিয়ম ভঙ্গ করিয়াছে, নগর সকল তুচ্ছ ৯ করিয়াছে, মৰ্ত্ত্যকে তৃণ জ্ঞান করিয়াছে। দেশ শোকান্বিত ও মলিন হইয়াছে, লিবানোন লজ্জা পাইয়াছে ও স্নান হইয়াছে, শারেীণ মরুভূমির সমান, এবং বাশন ১০ ও কর্মিল পত্রশূন্ত হইয়াছে। সদাপ্রভু কহেন, আমি এখন উঠিব, এখন উন্নত হইব, এখন উচ্চাকৃত হইব। ১১ তোমর fচট্যরূপ গৰ্ত্ত ধারণ করবে, নাড়া প্রসব করিবে ; তোমাদের নিশ্বাস অগ্নিস্বরূপ, তাহ তোমা১২ দিগকে গ্রাস কfরবে। আর জাতিগণ ভাটিতে ভস্মীকৃত চুণের ন্যায় হইবে, অগ্নিতে দগ্ধ কণ্টকের কুচির দ্যায় হইবে । ১৩ হে দূরবত্তী লোক সকল, আমি যাহা করিয়াছি, তাহ শুন ; নিকটস্থ লোকেরা, আমার পরীক্রম জ্ঞাত ১৪ হও । সিয়েনে পাপিগণ কাপিতেছে, পামরগণ ত্রাসাপন্ন হইয়াছে । তামাদের মধ্যে কে সৰ্ব্বগ্রাসক অগ্নিতে থাকিতে পারে ? আমাদের মধ্যে কে চিরকালস্থায়ী ১৫ অগ্নিশিখ সমূহের নিকটে থাকিতে পারে? যে জন ধাৰ্ম্মিকতার পথে চলে, ও সরল ভাবের কথা কহে, যে উপদ্রবজাত লাভ ঘৃণা করে, যে উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে, যে বধ করিবার পরামর্শ শুনিলে কর্ণ রোধ করে ও দুষ্কর্মের দর্শন হইতে চক্ষু ১৬ মুদ্রিত করে; সেই ব্যক্তি উচ্চ স্থানে বাস করিবে, শৈলগণের দুরাক্রম স্থান তাহার দুর্গস্বরূপ হইবে ; তাহাকে ১৭ ভক্ষ্য দেওয়া যাইবে, সে নিশ্চয়ই জল পাইবে। তোমার নয়নযুগল স্বীয় সৌন্দৰ্য্যবিশিষ্ট রাজাকে দর্শন করবে, ১৮ দূরব্যাপী দেশ দেখিবে। তোমার চিত্ত ঐ ত্রাসের বিষয় আন্দোলন করিবে ; কোথায় সেই লিপিকৰ্ত্তা, কোথায় সেই মুদ্র-তেলিকারী ? কোথায় সেই দুর্গ-গণনাকারী ? ১৯ তুমি আর সেই ক্রুর জাতিকে দেখিতে পাইবে না, সেই জাতিক, যাহার গভীর ভাষা তুমি জান না, যাহার ২• অস্পষ্ট বাক্য তুমি বুঝিতে পার না। তামাদের পর্বপুরী সিয়োনের প্রতি দৃষ্টি কর, তোমার নয়নযুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ যিরশালেমকে দেখিবে ; তাহ। অটল তাম্বুস্বরূপ, তাহার গোজ কখনও উৎপাটিত হুইবে না, এবং তাহার কোন রজ্জ ছিড়িবে না। ২১ বস্তুতঃ সেখানে সদাপ্রভু সপ্রতাপে আমাদের সহবত্তী যিশাইয়। G 5- G হইবেন, তাহা বৃহৎ নদনদী ও বিস্তীর্ণ স্রোতেমালার স্থান ; তথায় দড়যুক্ত পেতে গমনাগমন করিবে না, ও প্রতাপযুক্ত জাহাজ তাহ পার হইয়া আসিবে না । ২২ কেননা সদাপ্রভু আমাদের বিচারকত্ত, সদাপ্রভু তামাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজ ; তিনিই তাম। দিগকে পা রত্রণ করবেন। তোমার রজ্জ সকল ঢিলা হইয়া পড়িয়ছে, লোকে আপনাদের মাপ্ত লর গোড়। শক্ত কিম্ব পাইল খাটাইয়। দিতে পারে না ; তখন বিস্তর লুটের সামগ্ৰী বিভাগ ২৪ করা গেল : পঙ্গুর লুট দ্রব্য ধরল। আর নগরবাসী কেহ বলিবে না, আম পীড়িত ; তন্নিবাসী প্রজাদের অপরাধের ক্ষম হইবে । ঈশ্বরের দ্যায়বিচার ও র্তাহার প্রজাগণের ত্ৰাণ । ළු8 ... ’’ জাতিগণ, নিকটে তাদিয়া শুন ; হে লোকবৃন্দ, অবধান কর ; শুনুক পৃথিবী ও তথাকার ২ সকলে, জগৎ ও তদুৎপন্ন সকল পদার্থ। কেনন। জাতিমাত্রের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ, তাহদের সৈন্ত সমস্তের বিরুদ্ধ তাহার প্রচণ্ড কোপ প্রজ্বলিত হইল ; তিনি তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন, তাহt৩ দিগকে বধে সমর্পণ করিলেন। আর তাহদের নিহতগণ বাহিরে নিক্ষিপ্ত হইবে, তাহদের শব হইতে দুৰ্গন্ধ উঠবে, তাহদের রক্তে পৰ্ব্বতগণ গলিত হইবে । ৪ আর আকাশের সমস্ত বাহিনী ক্ষয় পাইবে, আকাশমণ্ডল লিপি-পত্রের ন্তায় জড়াইয়। যাইবে ; এবং যেমন দ্রাক্ষালতার জীর্ণ পত্র ও ডুমুর বৃক্ষের জীর্ণ পল্লব, তদ্রুপ তাহার সমস্ত বাহিনী জীর্ণ হইয়া পড়িবে । ৫ কেননা আমার খড়গ স্বগে পরিতৃপ্ত হইয়াছে : দেখ, বিচার সাধনাৰ্থে তাহ। ইদোম দেশের উপরে, অামার ও বজ্জত লোকদের উপরে পড়িবে। সদাপ্রভুর খড়গ তৃপ্ত হইয়াছে রক্তে ও আপ্যায়িত হইয়াছে মেদে, মেষশাবকের ও ছাগের রক্তে এবং মেষদের মেটিয়ার মেদে ; কেননা বস্রাতে সদাপ্রভুর এক যজ্ঞ, ইদোম ৭ দেশে বিস্তর পশুঘাতন হইবে । তাহদের সহিত গবয়, ও ষাড়ের সহিত যুববৃষ নামিয়া আসিবে, এবং তাহীদের ভূমি রক্তে পরিতৃপ্ত, ও ধুলা মেদে সারাল হইবে। ৮ কেনন। এ সদাপ্রভুর প্রতিশোধের দিন, এ সিয়োনের ৯ বিবাদ সম্বন্ধীয় প্রতিফলদানের বৎসর । তথাকার প্রবাহ সকল আলুকাতরায়, তথাকার ধূলি গন্ধকে পরিণত হইবে, তথাকার ভূমি প্রজ্বলিত আল্কতের ১• হইবে। তাহ দিবারাত্ৰ কদাচ নির্ববাণ হইবে না, চিরকাল তাহার ধূম উঠিবে ; তাহ পুরুষানুক্রমে উৎসন্ন হইয়া থাকিবে, তাহার মধ্য দিয়া অনন্তকালেও ১১ কেহ যাইবে না। কিন্তু পানিভেল ও শজারু তাহা অধিকার করিবে, এবং মহাপেচক ও দাঁড়কাক তাহার মধ্যে বাস করিবে ; আর তাহার উপরে অবস্তুতারূপ ১২ মানরজু ও শুষ্ঠতারূপ ওলোনস্বত্র ধরা যাইবে। তথা ミ○ 585