পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ ; ১০ – ৩৭ ; ১৫ । ] ইয়া দিবে, এবং রথ সকলের ও অশ্বারোহীদের জন্য ১• মিসরের উপরে বিশ্বাস করিবে ? বল দেখি, আমি কি সদাপ্রভুর সন্মত ব্যতিরেকে এই দেশ ধ্বংস করিতে আসিয়াছি । সদাপ্রভুই আমাকে বলিয়াছেন, ১১ তুমি ঐ দেশে গিয়া উহা ধ্বংস কর।” তখন ইলিয়াকাম, শিবন ও যোয়াহ রবৃশাকিকে কহিলেন, বিনয় করি, আপনকার দাসদিগকে তারামীয় ভাষায় বলুন, কেনন। আমরা তাহ বুঝিতে পারি ; প্রাচীরের উপরিস্থ লোকদের কর্ণগোচরে আমাদের কাছে যিহুদী ১২ ভাষায় কথা বলিবেন না। কিন্তু রবশাকি বলিলেন, আমার প্রভু কি তোমার প্রভুরই কাছে এবং তোমারই কাছে এই কথা কহিতে আমাকে পঠাইয়াছেন ? ঐ যে লোকের তোমাদের সহিত আপন আপন বিষ্ঠা খাইতে ও আপন আপন মূত্র পান করতে প্রাচীরের উপরে বসিয়া আছে, উহাদেরই কাছে কি তিনি ১৩ পাঠান নাই ? পরে রবৃশাকি দাড়াচরা উচ্চৈঃস্বরে যিহুদী ভাষায় বলিতে লাগিলেন, “তোমরা রাজাধিরাজ ১৪ অশূররাজের কথা শুন । রাজা এই কথা কহিতেছেন, হিঞ্চিয় তোমাদের ভ্রান্তি না জন্মাউক ; কেননা ১৫ তোমাদিগকে রক্ষা করিতে তাহার সাধ্য নাই । আর হিন্ধির এই কথা বলিয়৷ সদাপ্রভুতে তোমাদের বিশ্বাস ন। জন্মাউক যে, সদাপ্রভু আমাদিগকে নিশ্চয়ই উদ্ধার করবেন, এই নগর কখনও তাশুর-রাজের হস্তগত ১৬ হইবে না। তোমরা হিস্কিয়ের কথা শুনিও না ; কেননা অশূর-রাজ এই কথা কহেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বাহির হইয়া আমার কাছে আইস ; তোমরা প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষফল ও ডুমুর ফল ভোজন কর, এবং আপন আপন কূপের জল পান ১৭ কর ; পরে আমি আসিয়৷ তোমাদের নিজ দেশের ছায় এক দেশে, শস্ত ও দ্রাক্ষরসের দেশে, রুট ও দ্রীক্ষাক্ষেত্রের দেশে তোমাদিগকে লইয়। যাইব । ১৮ সদাপ্রভু আমাদিগকে উদ্ধার করিবেন, এই বলিয়৷ যেন হিস্কিয় তোমাদিগকে না ভুলায়। জাতিগণের দেবতার কি কেহ অশুর রাজের হস্ত হইতে আপন ১৯ তাপন দেশ রক্ষা করিয়াছে ? হুমাতের ও অপদের দেবগণ কোথায় ? সফর্বয়িমের দেবগণ কোথায় ? উহার। কি আমার হস্ত হইতে শমরিয়াকে রক্ষা করি২০ য়াছে ? ভিন্ন ভিন্ন দেশের সমস্ত দেবতার মধ্যে কোন দেবগণ আমার হস্ত হইতে আপনাদের দেশ উদ্ধার করিয়াছে ? তবে সদাপ্রভু আমার হস্ত হইতে যিরূ২১ শলেমকে উদ্ধার করিবেন, ইহা কি সম্ভব ?” কিন্তু লোকের নীরব হইয়৷ থাকিল, তাহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, ২২ তাহাকে উত্তর দিও না । পরে হিঙ্কিয়ের পুত্র রাজবাটীর অধ্যক্ষ ইলিয়া কম, শিবৃন লেখক ও আসফের পুত্র ইতিহাস-রচক যোয়াই আপন আপন বস্ত্র চিরিয়া হিস্কিয়ের নিকটে আসয় রবৃশাকির কথা জ্ঞাত করিলেন । ज्ञ् । او بيd t তাহ শুনিয়া হিন্ধিয় রাজা অপেন বস্ত্র চিরিয়া চট পরিধান করিয়৷ সদাপ্রভুর গৃহে গমন করি২ লেন । আর রাজবাটীর অধ্যক্ষ ইলিয়াকীমকে ও শিবন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়। আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর ৩ নিকটে পাঠাইয়া দিলেন । তাহার। তাহাকে বলিলেন, হিস্কিয় এই কথা বলেন, তাদ্যকার দিন সঙ্কটের, অনুযোগের ও অপমানের দিন, কেননা সন্তানগণ প্রসবদ্বারে উপস্থিত, কিন্তু প্রসব করিবার শক্তি নাই । ৪ জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্য আপন প্ৰভু তাশূর রাজের প্রেরিত রবৃশাকি যে সকল কথা কহিয়াছে, হয় ত আপনার ঈশ্বর সদাপ্রভু তাহ শুনিবেন, এবং তাহীকে সেই সকল কথার জন্ত তিরস্কার করবেন, যাহা আপনার ঈশ্বর সদাপ্রভু শুনিয়াছেন ; অতএব যে তাবশিষ্টাংশ এখনও তাছে, আপনি তাহার ৫ নিমিত্তে প্রার্থনা উৎসর্গ করুন। তখন হিন্ধিয় রাজার ৬ দাসগণ যিশাইয়ের নিকটে উপস্থিত হইলেন । যিশাইয় তাহাদিগকে কহিলন, তোমাদের কৰ্ত্তাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি যাহা শুনিয়াছ, ও যাই বলিয়। অশুর-রাজের দাসের আমার নিন্দ ৭ করিয়াছে, সেই সকল কথায় ভীত হইও না । দেখ, আমি তাহীর মধ্যে এক আত্ম দিব, এবং সে কোন সংবাদ শুনবে, শুনিয় আপন দেশে ফিরিয়া যাইবে. পরে আমি তাহারই দেশে তাহকে খড়গ দ্বার। নিপাত করিব । ৮ পরে রবশাকি ফিরিয়া গেলেন, গিয়া দেখিতে পাইলেন যে, অশুর-রাজ লিবনীর বিপক্ষে যুদ্ধ করিতেছেন ; বস্তুতঃ তিনি লাগীশ্ব হইতে প্রস্থান করিয়াছেন, ৯ ইহা রবৃশাকি শুনিয়াছিলেন। পরে তিনি কুশদেশীয় তিহকঃ রাজার বিষয়ে এই সংবাদ শুনিলেন, তিনি আপনকার বিরুদ্ধে যুদ্ধ করণার্থে বাহির হইয়। ১০ আসিয়াছেন । ইহা শুনিয় তিনি হিফিয়ের নিকটে দূত পঠাইলেন, বলিলেন, তোমরা যিহ্রদ।-রাজ হিন্ধিয়কে এই কথা বলিবে, তোমার বিশ্বাস-ভুম ঈশ্বর এই বলিয়। তোমার ভ্রান্তি না জন্মউন বে, যিরা১১ শালম অশূর রাজের হস্তে সমপত হইবে না। দেখ, সমুদয় দেশ নিঃশেষে বিনষ্ট করণ দ্বারা অশূরের রাজার সমস্ত দেশের প্রতি যাহা যাহা করিয়াছেন, তাহা তুমি শুনিয়াছ ; তবে তুমি কি উদ্ধার পাইবে ? ১২ আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন—গোষণ, হরিণ, রেৎসফ এবং তলঃসরনিবাসী এদন-সন্তানগণ—তাহদের দেবগণ কি তাহী১৩ দিগকে উদ্ধার করিয়াছে ? হুমাতের রাজী, অপদের রাজ, এবং সফর্বরিম নগরের, হেনরি ও ইকবার রাজ। কোথায় ? ১৪ হিঞ্চিয় দূতগণের হস্ত হইতে পত্ৰখানি লইয়া পাঠ করিলেন ; পরে হিস্কিয় সদাপ্রভুর গৃহে উঠিয়া গেলেন, ১৫ এবং সদাপ্রভুর সম্মুখে তাহী বিস্তার করিলেন। আর 587