পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যিশাইয় । ميمية C হিন্ধিয় সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন, কহিলেন, ১৬ হে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, করূলদ্বয়ে আসীন, তুমি,কেবল মাত্র তুমিই পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর ; তু মই আকাশমণ্ডল ও পৃথিবী নিৰ্ম্মাণ করি১৭ মাছ। হে সদাপ্রভু, কর্ণপাত করিয়! শুন ; হে সদাপ্রভু, চক্ষু উন্মীলন করিয়া দেখ ; জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্ত সনহেরীব যে সকল কথা বলিয়৷ ১৮ পঠাইয়াছে, তাহ শুন । সত্য বটে, হে সদাপ্রভু, অশূরের রাজার সববদেশীয় লোকদিগকে ও তাহাদর ১৯ দেশ সকল বিনষ্ট করিয়াছে, এবং তাহাদের দেবগণকে অগ্নিতে নিক্ষেপ করিয়াছে, কারণ তাহারা ঈশ্বর নয়, কিন্তু মনুষ্যের হস্তের কার্য্য, কাষ্ঠ ও প্রস্তর ; এই জন্ত ২• উহার। তাহাদিগকে বিনষ্ট করিয়াছে। অতএব এখন, হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি তাহার হস্ত হইতে আমাদিগকে নিস্তার কর; তাহতে পৃথিবীর সমস্ত রাজ্য জানিতে পারবে যে, তুমি, কেবল মাত্র তুমিই সদাপ্রভু। ২১ পরে আমোসের পুত্র যিশাইয় হিস্কিয়ের নিকটে এই কথ। বলিয়। পাঠাইলেন ; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অশুর-রাজ সমূহেরী২২ বের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ, সদাপ্ৰভু তাহার বিষয়ে যে কথা বলিয়াছেন, তাই এই, “অনুঢ়া সিয়োন-কষ্ঠ তোমাকে তুচ্ছ করিতেছে ও তোমাকে পরিহাস করিতেছে ; যিরশালম-কন্ত| তোমার দিকে ২৩ মাথ। নাড়িতেছে। তুমি কাহাকে টিটকারি দিয়াছ ? কাহার নিন্দ করিয়াছ ? কাহার বিরুদ্ধে উচ্চশবদ করিয়াছ ও উদ্ধ দিকে চক্ষু তুলিয়াছ । ইস্রায়েলের ২৪ পবিত্রতমেরই বিরুদ্ধে ! তুমি আপন দাসগণের দ্বারা প্রভুকে টিটকারি দিয়াছ, বলিয়াছ, ‘আমি নিজ রথবাহুল্য দ্বার পববতগণের উচ্চ মস্তকে, লিবানোনের নিভূত স্থানে আরোহণ করিয়াছি, আমি তাহার দীর্ঘকায় এরস বৃক্ষ ও উৎকৃষ্ট দেবদারু সকল ছেদন করিব, তাহার প্রান্তভাগস্থ উচ্চতম স্থান, উৰ্ব্বর ক্ষেত্রের ২৫ কাননে প্রবেশ করিব। আমি খনন পূর্ববক জল পান করিয়াছি, আমি আপন পদতল দ্বারা মিসরের সমস্ত ২৬ থাল শুষ্ক করিব । তুমি কি শুন নাই যে, আমি দীর্ঘকালাবধি ইহা নিরূপণ করিয়াছিলাম, পূৰ্ব্বকালে ইহা স্থির করিয়াছিলাম ? আমি এখন ইহা সিদ্ধ করিলাম, তোম। দ্বারা দৃঢ় নগর সকল বিনাশ করিয়া ঢিবি ২৭ করিলাম। আর তন্নিবাসিগণ ক্ষীণহস্ত, ক্ষুব্ধ ও লজ্জিত হইল ; তাহার ক্ষেত্রের শাক ও নবীন তৃণ, ছাদের উপরিস্থ ঘাস ও অপক্ক শস্তবিশিষ্ট ক্ষেত্রের ন্তায় হইল। ২৮ কিন্তু তোমার বসিয়া থাকা, তোমার বাহিরে যাওয়া, তোমার ভিতরে আসা, এবং আমার বিরুদ্ধে তোমার ২৯ ক্রোধ প্রকাশ, এই সকল আমি জানি । আমার পিরুদ্ধে তোমার ক্রোধ প্রযুক্ত, এবং তোমার যে দপকথা আমার কর্ণগোচর হইয়াছে, তৎপ্রযুক্ত আমি তোমার নাসিকায় আমার কড়া ও তোমার [○" ; >やー○レ; a ওষ্ঠীধরে আমার বল্গা দিব, এবং তুমি যে পথ দিয়৷ আলিয়াছ, সেই পথ দিয়া তেশকে ফিরাইব । ৩০ তার | হে হিস্কিয়, তোমার জন্ত এই চিহ্ন হইবে, তোমরা এই বৎসর স্বতঃ উৎপন্ন শস্ত, ও দ্বিতীয় বৎসর তাহার মূলোৎপন্ন শস্ত, ভোজন কfরবে ; পরে তোমরা তৃতীয় বৎসরে বীজ বপন করিয়া শস্ত কাটিবে, এবং দ্রাক্ষাক্ষেত্র করিয়া তাহার ফলভোগ করিবে । ৩১ আর যিছুদ। কুলের যে উত্তীর্ণগণ অবশিষ্ট আছে, তাহার। আবার নীচে মূল বাধিবে, ও উপরে ফল দিবে। ৩২ কেননা যিরশালেম হইতে অবশিষ্টগণ, সিয়োন পৰ্ব্বত হইতে উত্তীর্ণগণ, নির্গত হইবে, বাহিনীগণের সদাপ্রভুর ৩৩ উদ্যোগ ইহা সাধন করবে। অতএব অশুর-রাজের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, সে এ নগরে আসিবে ন, এখানে বাণ ছাড়িবে না, ঢাল লইয়া ইহার সম্মুখে ৩৪ অ{{সবে না, ইহার বিরুদ্ধে জাঙ্গল বাধিবে না। সে যে পথ দিয়া আসিয়াছে, সেই পথ দিয়াই ফিরিয়৷ যাইবে, এ নগরে আসিবে না, ইহ সদাপ্রভু কহেন। ৩৫ কারণ আমি আপনার নিমিত্তে ও আপন দাস দায়ুদের নিমিত্তে এই নগরের রক্ষার্থ হহার ঢালস্বরূপ হইব। ৩৬ পরে সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অশূরীয়দের শিবিরে এক লক্ষ পাঁচাশী সহস্ৰ লোককে বধ করিলেন : লোকের প্রত্যুষে উঠল, আর দেখ, সমস্তই মৃত দেহ । ৩৭ অতএব অশুর-রাজ সমূহেরীব প্রস্থান করিলেন, এবং ৩৮ নানীতে ফিরিয়া গিয়া বাস করিলেন । পরে তিনি যখন আপনার দেবতা নিষেকের গৃহে প্ৰণিপাত করিতেছিলেন, তখন অদ্রম্মেলক ও শরেৎসর নামক তাহার দুই পুত্র খড়গ দ্বার। তাহাকে আঘাত করিল : পরে তাহার অররেট দেশে পলায়ন করিল। আর এসর-হদোন নামক তাহার পুত্র তাহার পদে রাজ। হইলেন । হিস্কিয়ের পীড়া, আরোগ্য ও প্রশংসাগান । ○ゲ তৎকালে হিস্কিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল । আর আমোসের পুত্র যিশাইয় ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটীর ব্যবস্থা করিয়া রাখ, কেননা ২ তোমার মৃত্যু হইবে, তুমি বাচিব না। তখন হিন্ধিয় ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থন ৩ করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি, তুমি এখন স্মরণ কর ; আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভাল, তাহাই করিয়াছি। আর হিন্ধিয় অতিশয় রোদন ৪ করতে লাগিলেন। তখন যিশাইয়ের নিকটে সদt৫ প্রভুর এই বাক্য উপস্থিত হইল, যাও, হিধিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ুদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহন, আমি তোমার প্রাথন শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখলাম ; দেখ, আমি তোমার আয়ু পনের 588