পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G >9 ९ আমি উত্তর দিক্ হইতে এক ব্যক্তিকে উত্তেজিত করিলাম, সে উপস্থিত ; স্থয্যোদয়ের দিক্ হইতে সে আমার নামে আহবান করে ; যেমন কেহ কর্দম মর্দন করে, ও কুম্ভকার যেমন মৃত্তিক দলন করে, তেমনি ২৬ সে দেশাধ্যক্ষগণকে দলিত করবে। কে আদি অবধি ইহীর সংবাদ দিয়াছে, যাহাতে আমরা জানিতে পারি ? কে অগ্ৰে বলিয়াছে, যাহাতে আমরা বলিতে পারি, সে সত্যনিষ্ঠ ? সংবাদদাতা ত কেহই নাই ; ঘোষণকারী ত কেহই নাই ; তোমাদের বাক্যের শ্রোতা ত কেহই ২৭ নাই। প্রথমে [আমি ] সিয়োনকে [বলিব], দেগ, ইহাদিগকে দেখ : আর যিরশালেমকে এক জন ২৮ মুসমাচার-প্রচারক দিব । আমি চাহিয়া দেখি, কেহই নাই ; উহাদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেহ নাই যে, তামি জিজ্ঞাসা করিলে একটী কথার উত্তর দিতে ২৯ পারে। দেখ, উহারা সকলে, উহাদের কৰ্ম্ম সকল অসার, অকিঞ্চন , উহাদের ছাঁচে ঢালা প্রতিমা সকল বায়ু ও অবস্তুমাত্র। २€ সদাপ্রভুর দাস ও তাহার সাধিত পরিত্রাণ । 3 ૨ ঐ দেখ, আমার দাস, আমি উইকে ধারণ করি ; তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত ; আমি তাহার উপরে তাপন আত্মাকে স্থাপন করিলাম ; তিনি জাতিগণের কাছে ছায়বিচার ২ উপস্থিত করিবেন। তিনি চীৎকার করিবেন না, উচ্চশবদ করিবেন না, পথে আপন রব শুনহবেন না । ৩ তিনি থেSল। নল ভাঙ্গিবেন না ; সপ্তম শলিতা নিৰ্ব্বাণ করবেন না : সত্যে তিনি দ্যায়বিচার প্রচলিত করি৪ বেন। তিনি নিস্তেজ হইবেন না, নিরুৎসাহ হইবেন ন, যে পৰ্য্যন্ত না পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন করেন ; আর উপকূলসমূহ তাহার ব্যবস্থার অপেক্ষায় থাকিবে । ও সদাপ্রভু ঈশ্বর, যিনি আকাশমণ্ডল স্বষ্টি করিয়াছেন ও তাহ বিস্তার করিয়াছেন, যিনি ভুতল ও তদুৎপন্ন সমস্তই বিছাইয়াছেন, যিনি তন্নিবাসী সকলকে নিশ্বাস দেন, ও তথাকার সমস্ত জঙ্গমকে জীবাত্মা দেন, তিনি ৬ এই কথা কহেন, আমি সদাপ্রভু ধৰ্ম্মশীলতায় তোমাকে আহবান করিয়াছি, তার আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব ; এবং তোমাকে প্রজাগণের নিরমস্বরূপ ও জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়া নিযুক্ত * করিব ; তুমি অন্ধদিগকে চক্ষু দিবে, তুমি কার্যকুপ হইতে বন্দিদিগকে ও কারাগার হইতে অন্ধকার৮ বাসিগণকে বাহির করিয়া আনিবে। আমি সদাপ্রভু, ইহাই আমার নাম ; আমি আপন গৌরব অস্তকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব ৯ না । দেখ, পুৰ্ব্বকার বিষয় সকল সিদ্ধ হইল ; আর তামি নুতন নুতন ঘটনা জ্ঞাত করি, অঙ্কুরিত হইবার পূর্বে তোমাদিগকে তাহ জানাই । যিশাইয়। [ 8 * ; २¢ - 8 ९ ; २8 ॥ সদাপ্রভুর মহিমা ও ইস্রায়েলের প্রতি দয়া । ১০ হে সমুদ্রগামীর, ও সাগরস্থ সকলে, হে উপকূল সমূহ ও তন্নিবাসীরা, তোমরা সদাপ্রভুর উদ্দেশে নুতন গীত গাঁও, পৃথিবীর প্রান্ত হইতে তাহার প্রশংসা গাও। ১১ প্রান্তর ও তথাকার নগর সকল উচ্চৈঃস্বর করুক, কেদরের বসতি গ্রাম সকল তাহ করুক, শেলা-নিবাসীর আনন্দ-রব করুক, পৰ্ব্বতগণের চুড়া হইতে মহানাদ করুক । ১২ তাহার। সদাপ্রভুর গৌরব স্বীকার করুক, উপকূল সমূহের মধ্যে তাহার প্রশংসা প্রচার করুক। ১৩ সদাপ্রভু বীরের ছায় যাত্র। কারবেন, যোদ্ধার স্যায় উদ্যোগ উত্তেজিত করবেন : তিনি জয়ধ্বনি করিবেন, ই, মহানাদ করবেন : তিনি শক্রদের বিপরীতে পরাক্রম দেখাইবেন । আমি অনেক দিন চুপ করিয়া আছি, নীরব আছি, ক্ষান্ত রহিয়াছি ; এখন প্রসবকারিণী স্ত্রীর ন্যায় কোকাইয়া উঠিব ; আমি এককালে নিশ্বাস টানিয়া ফুৎকার ১৫ করিব । আমি পৰ্ব্বত ও উপপৰ্ব্বতগণকে ধ্বংসিত করিব, তদুপরিস্থ সমস্ত তৃণ শুষ্ক করিব, এবং নদনদীকে ১৬ উপকূল, ও জলাশয় সকল শুষ্ক করিব। আমি অন্ধদিগকে তাহদের অবিদিত পথ দিয়া লইয়া যাইব ; ষে সকল মার্গ তাহারা জানে না, সেই সকল মার্গ দিয়৷ তাহাদিগকে চালাইব; আমি তাহদের অগ্ৰে অন্ধকারকে আলোক, ও বক্রভূমিকে সরল করিব ; এই সমস্ত আমি করিব, তাহাদিগকে পরিত্যাগ করিব না। ১৭ যাহার ক্ষোদিত প্রতিমাদিগেতে নির্ভর করে, যাহার। ছাচে ঢালা প্রতিমাদিগকে বলে, তোমরা আমাদের দেবতা, তাহাদিগকে ফিরাইয় দেওয়া যাইবে, তাহার নিতান্ত লজ্জিত হইবে । ১৮ হে বধিরগণ, শুন ; হে অঙ্ক সকল, দেখিবার জম্ভ ১৯ চক্ষু মেল। আমার দাস বই আর অন্ধ কে ? আমার প্রেরিত দূতের স্থায় বধির কে ? [আমার] মিত্রের স্থায় অন্ধ কে ? সদাপ্রভুর দাসের স্থায় অন্ধ কে ? ২• তুমি অনেক বিযয় দেখিতেছ, কিন্তু মন দিতেছন : তাহার কর্ণ খোলা রহিয়াছে, কিন্তু সে শুনে না। ২১ সদাপ্রভু আপন ধৰ্ম্মশীলতার অনুরোধে ব্যবস্থাকে মহৎ ও সমাদরণীয় করিতে প্রীত হইলেন । ২২ তথাপি তাহার হৃতধন ও লুটিত জাতি : তাহার সকলে গৰ্ত্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত হইয়াছে ; তাহার হৃতধন হইযাছে, উদ্ধারকত্তা কেহ নাই : লুটিত হইয়াছে, কেহ বলে না, ফিরাইয় দেও। ২৩ তোমাদের মধ্যে কে ইহাতে কৰ্ণপাত করিবে ? কে অবধান করিয়৷ ভাবিকালের নিমিত্তে তাহ শুনিয়৷ ২৪ রাখিবে ? কে ধাকোবকে লুটিত হইতে দিয়াছে, ইস্রায়েলকে অপহারকদের হস্তে দিয়াছে ? সেই সদা S 8 592