পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S o o তুমিই কি রহবকে কুচি কুচি করিয়া কীট নাই, প্রকাণ্ড জলচরকে বিদ্ধ কর নাই ? তুমিই কি সমুদ্র, মহাজলধির জল শুষ্ক কর নাই, সমুদ্রর গভীর স্থানকে কি পথ কর নাই, যেন মুক্তিপ্রাপ্তের পার হইয়া যায় ? সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পুরঃসর সিয়োনে ত্যাসিবে, এবং তাহদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে : তাহার। আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আৰ্ত্তস্বর দূরে পলায়ন করিবে। আমি, আমিই তোমাদের সাম্ভনকৰ্ত্তা । তুমি কে যে, মর্ত্যকে ভয় করিতেছ, সে ত মরিয়া যাইবে ; এবং মনুষ্য-সন্তানকে ভয় করিতেছ, সে ত তুণের স্থায় ১৩ হইয় পড়িবে ; আর তোমার নিৰ্ম্মাত সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছ, যিনি আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছেন ; এবং তুমি সমস্ত দিন অবিরত উপদ্রবীর ক্ৰোধ হেতু ভয় পাইতেছ, যখন সে বিনাশ করিতে প্রস্তুত হইয়াছে ? উপদ্রবীর ক্রোধ ১s কোথায় ? নু্যজ বন্দি শীঘ্রই মুক্ত হইবে ; সে মরিয়৷ কুপে নামিয়া যাইবে না, আর তাহার খাদ্যের অভাব ১৫ হইবে না । আমি ত সদাপ্রভু, তোমার ঈশ্বর, আমি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লেীলধ্বনি ১৬ করে ; বাহিনীগণের সদাপ্রভু, এই আমার নাম । তার আমি আপন বাক্য তোমার মুখে রাখিলাম, আপন হস্তের ছায়ায় তোমাকে আচ্ছাদন করিলাম। আমার উদেষ্ঠ, আকাশমণ্ডল রোপণ করি, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি, এবং সিয়োনকে বলি, তুমি আমার প্রজ। জাগ, জাগ, উঠিয়া দাড়াও, হে যিরশালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে তাহার ক্ৰোধ-গানপাত্রে পান করিয়াছ, মত্ততাজনক বৃহৎ পানপত্রে পান করিয়াছ, তলানি চটিয়া খাইয়াছ। [এই পুরী] যে সকল পুত্র প্রসব করিয়াছে, তাহীদের মধ্যে তাহকে লইয়। যাইবার কেহই নাই ; যে সকল পুত্র প্রতিপালন করিয়াছে, তাহদের মধ্যে ইহার হস্ত ১৯ ধরিবার কেহ নাচ । এই দুই তোমার প্রতি ঘটিয়াছে ; কে তোমার নিমিত্তে বিলাপ করিবে ? ধনপহার ও বিনাশ, দুর্ভিক্ষ ও খড়গ ; আমি কি রূপে তোমাকে ২০ সান্তন করিব ? জালে বদ্ধ হরিণের ন্তীয় তোমার পুত্রগণ মূচ্ছিত হইয়াছে, প্রতি সড়কের মাথায় পড়িয়া আছে , তাহার। সদাপ্রভুর ক্ৰোধে, তোমার ঈশ্বরের ধমকে, পরিপূর্ণ। ২. অতএব তুমি এই কথা শুন, হে দুঃখিনি, তুমি মত্ত, ২২ কিন্তু দ্রাক্ষরসে নয় ; তোমার প্রভু সদাপ্রভু, তোমার ঈশ্বর, খিনি আপন প্রজাদের পক্ষবাদী, তিনি এই কথা কহেন, দেখ, আমি মত্ততাজনক পানপত্র, আমার ক্রোধরাপ বৃহৎ পানপত্র, তোমার হস্ত হইতে লইলামঃ ২১ সেই পনেপাত্রে তুমি আর পান করিবে না। আর আমি Ye Y R 5 * "bכ যিশাইয় । جدا و به d - ه دو لا d ] তোমার সেই ক্লেশদাতাদের হস্তে তাহ সমৰ্পণ করিব, যাহার তোমার প্রাণকে বলিয়ছে, “ হেঁট হও, আমরা তোমার উপর দিয়া গমন করে, আর তুমি ভূমির দ্যায় ও সড়কের স্থায় পখিকদের কাছে আপন পৃষ্ঠ পাতিয়া দিয়াছ । (ζ R জাগ, জাগ, হুে সিয়েনি, বল পরিধান কর । পবিত্র নগরি ফিরশালেম, তোমার রম্য বস্ত্র সকল পরিধান কর, কেননা এখন অবধি তোমার মধ্যে তাচ্ছিন্নত্বক্ কি অশুচি লোক তার প্রবেশ করিবে না। ২ গাত্রের ধূলা ঝাড়িয়া ফেল, হে ফিরূশালেম, উঠ, উপবেশন কর : হে বন্দি সিয়োন-কন্তে, তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেল। ৩ কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিনামূল্যে বিক্রত হইয়াছিলে, আর বিনারৌপ্যে মুক্ত হইবে। ৪ কেননা প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজার পূবেব মিসরে প্রবাস করিবার জন্ত তথা নামিয়া গিয়াছিল : আবার অশুর অকারণে তাহদের প্রতি দৌরাত্ম্য ৫ করিল । আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে ? কেনন। আমার প্রজাগণ বিনামূল্যে নীত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহদের কৰ্ত্তারা চীৎকার করিতে ছ, এবং আমার নাম সমস্ত দিন অবিরত ৬ নিন্দিত হইতেছে। এই জন্ত আমার প্রজাগণ আমার নাম জানিবে, এই জষ্ঠ তাহার সেই দিন {জtiনবে] যে, আমিই কথ। কহিতেছি ; দেখ, এই আমি । ৭ আহা ! পববতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়োনকে বলে, তোমার ঈশ্বর রাজত্ব করেন। ৮ তোমার প্রইরিগণের রব । তাহার, উচ্চধ্বনি করিতেছে, তাহার একসঙ্গে আনন্দগান করিতে-ছ, কেননা সদাপ্রভু যখন সিয়োনে ফিরিয়া আইসেন, তখন তাহারা প্রতক্ষ দেখিবে। ৯ হে যিরশালেমের উৎসন্ন স্তন সকল, উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর, কেননা সদাপ্রভু আপন প্রজাদিগকে সান্তন করিয়াছেন, তিনি যিরশালেম-ক মুক্ত করিয়াছেন । ১• সদাপ্রভু সৰ্ব্বজাতির দৃষ্টিত আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন : আর পৃথিবীর সমুদয় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে । ১১ চল চল, সেই স্থান হইতে বাহির হও, o অশুচি কোন বস্তু স্পর্শ করেও না, উহার মধ্য হইতে বাহির হও : হে সদাপ্রভুর পত্রিবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও । ১২ কেনন। তোমরা ত্বরাদ্বত হইয়। বাহিরে যাইবে না, 600