পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ ৫ = ১২—৫৭ ; ১৪ } কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে, এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়৷ হইবে । পৰ্ব্বত ও উপপৰ্ব্বতগণ তোমাদের সমক্ষে উচ্চৈঃ স্বরে আনন্দগান করিবে, এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে। কণ্টকৰূক্ষের পরিবৰ্ত্তে দেবদারু, স্থাকুলের পরিবর্তে গুলমেদি উৎপন্ন হইবে ; আর তাহ সদাপ্রভুর কীৰ্ত্তিস্বরূপ হইবে, অলোপ্য নিত্যস্থায়ী চিহ্ন হইবে । (დ\9 সদাপ্রভু এই কথা কহেন, তোমরা স্যায়বিচার রক্ষা কর, ধাৰ্ম্মিকতার অনুষ্ঠান কর, কেননা আমার পরিত্রাণ অীগতপ্রায়, এবং আমার ধাৰ্ম্মিকতার ২ প্রকাশ সন্নিকট । ধষ্ঠ সেই ব্যক্তি, যে এইরূপ আচরণ করে, এবং সেই মানবসন্তান, যে ইহা দৃঢ় করিয়ী রাখে, ষে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না, এবং ও সমস্ত দুস্কৃিয়া হইতে আপন হস্ত রক্ষা করে। আর সদাপ্রভুতে আসক্ত বিজাতি-সন্তান এ কথা না বলুক যে, সদাপ্রভু আপন প্রজাবৃন্দ হইতে আমাকে নিশ্চয়ই বিভিন্ন করবেন; এবং নপুংসক না বলুক, দেখ, আমি ৪ শুষ্ক বৃক্ষ। কেননা সদাপ্রভু এই কথা কহেন, যে যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষকর বিষয় মনোনীত করে, ও আমার নিয়ম দৃঢ় এ করিয়া রাখে, তাহাদিগকে আমি আমার গৃহমধ্যে ও আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্ত। অপেক্ষ। উত্তম স্থান ও নাম দিব ; আমি তাহtiদগকে অলৌপ্য অনন্ত৬ কালস্থায়ী নাম দিব। আর যে বিজাতি-সন্তানগণ সদাপ্রভুর পরিচর্য্য করিবার জষ্ঠ, তাহার নাম প্রেম করিবার জন্ত ও র্তাহার দাস হইবার জন্ত সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না, ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, ৭ তাহাদিগকে আমি আপন পবিত্ৰ পৰ্ব্বতে আনিব, এবং আমার প্রার্থনা-গৃহে আনন্দিত করিব ; তাহীদের হোমবলি ও অন্ত বলি সকল আমার যজ্ঞবেদির উপরে গ্রাহ হইবে, যেহেতুক আমার গৃহ সৰ্ব্বজাতির প্রার্থনা৮ গৃহ বলিয়৷ আখ্যাত হইবে। প্রভু সদাপ্রভু, যিনি ইস্রায়েলের দূরীকৃত লোকদিগকে সংগ্রহ করেন, তিনি বলেন, আমি আরও অধিক সংগ্রহ করতঃ তাহার সংগৃহীত লোকদিগেতে যোগ করিব ] । পাপীদের প্রতি চেতনা-বাক্য । ৯ হে মাঠের সমস্ত পশু, হে সমস্ত বনপশু, গ্রাস ১• করিতে আইস। তাহার প্রহরিগণ অন্ধ, সকলেই অজ্ঞান ; তাহার। সকলে গোঙ্গা কুকুর, ঘেউ ঘেউ করিতে পারে না ; তাহার। স্বপ্নদশী, নিদ্ৰালু ও তন্দ্রা১১ প্রিয়। সেই কুকুরগণ উদরস্তার, তাহদের কখনও তৃপ্তি বোধ হয় না ; আর ইহার বিবেচন-বিহীন পালক , সকলে নির্বিশেষে আপন আপন পথের দিকে, আপন আপন লাভের চেষ্টায়, ফিরিয়াছে। Yo. S যিশাইয়। o Oو& ১২ [প্রত্যেক জন বলে, চল, আমি দ্রাক্ষারস আনি, আমরা স্বরাপানে মত্ত হইব, এবং যেমন আদ্যকার দিন, তেমনি কল্যও হইবে ; তাহ। আত্যস্তিক আধিক্যের মহাদিন হইবে । &ፃ ধাৰ্ম্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেহ সে বিষয়ে মনোযোগ করে না ; সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে, কিন্তু কেহ বিবেচনা করে না যে, বিপদের ২ সম্মুখ হইতে ধাৰ্ম্মিককে চয়ন করা যাইতেছে। সে শান্তিতে প্রবেশ করে ; সরলপথ-গামীর প্রত্যেকে আপন আপন শয্যার উপরে বিশ্রাম করে। ৩ কিন্তু, হে গণিকার পুত্ৰগণ, পারদরিকের ও বেষ্ঠীর ংশ, তোমরা নিকটবৰ্ত্তী হইয়। এখানে আইস । ৪ তোমরা কাহাকে উপহাস কর । কাহাকে দেখিয়৷ মুখ বক্র ও জিহব। বাহির কর ? তোমরা কি অধৰ্ম্মের ৫ সস্তান ও মিথ্যাকথার বংশ নও ? তোমরা এল৷ বৃক্ষগণের মধ্যে সমুদয় হরিৎপর্ণ বৃক্ষের তলে (দেবকামে । জ্বলিয়া থাক, তোমরা নানা উপত্যকীয় ও শৈল-দরীব তলে আপন আপন বালকগণকে বধ করিয়া থাক । ৬ উপত্যকার চিক্কণ প্রস্তর সকলের মধ্যে তোমার অংশ, সেইগুলিই তোমার অধিকার ; তাহীদেরই উদ্দেশে তুমি পেয় দ্রব্য ঢালিয়াছ, নৈবেদ্য উৎসর্গ করিয়াছ । ৭ এই সকলেতে আমি কি ক্ষান্ত হইব ? তুমি উচ্চ ও তুঙ্গ পৰ্ব্বতের উপরে তোমার শয্যা পাতিয়াছ ; সেই ৮ স্থানেও তুমি বলিদান করিতে উঠিয়ছিলে ; আর তোমার স্মৃতি-স্তম্ভ কবাটের ও চৌকাঠের পশ্চাতে রাখিয়াছ ; কেননা তুমি আমাকে ছাড়িয়া আর এক জনকে পাইয়। বস্ত্র খুলিয়া খাটে উঠিয়াছ, আপন শষ্য বৃদ্ধি করিয়া উহাদের সহিত নিয়ম করিয়াছ, উহাদের ৯ শষ্য। দেখিয় তাহ ভাল বাসিয়াছ । আর তুমি তৈল মাখিয় রাজার নিকটে গমন করিয়াছিলে,প্রচুর হুগন্ধি দ্রব্য ব্যবহার করিয়াছিলে, দূরদেশে আপন দূতগণকে প্রেরণ করিয়াছিলে, এবং পাতাল পর্য্যন্ত আপনাকে ১০ অবনত করিয়াছিলে। তোমার যাতায়াতের আধিক্য প্রযুক্ত পথশ্রান্ত হইয়াছিলে, তথাপি ‘আশা নাই ইহ। বল নাই ; তোমার হস্তের নাড়ী টের পাইয়াছ, এজন্ত ১১ তুমি ক্লান্ত হও নাই। বল দেখি, কাহ হইতে এমন ত্ৰাসযুক্ত ও ভীত হইয়াছ যে, মিথ্যা কথা বলিতেছ, এবং আমাকে ভুলিয়। গিয়াছ, মনে স্থান দেও নাই ? আমি কি চিরকালাবধি নীরব রহি নাই, তাই বুঝি ১২ আমাকে ভয় কর না ? আমি তোমার ধাৰ্ম্মিকতার তত্ত্ব দেখাইব । আর তোমার কার্য্য সকল । সে সকল ১৩ তোমার উপকারী হইবে না। তুমি যখন ক্ৰন্দন কর, তখন তোমার সঞ্চিত [পুত্তলিগণ] তোমাকে উদ্ধার করুক। কিন্তু বায়ু তাহাদিগকে উড়াইয়া লইবে, একটী নিশ্বাস সে সকলকে লইয়। যাইবে ; কিন্তু যে ব্যক্তি আমার শরণাপন্ন, সে দেশাধিকার পাইবে, ১৪ ও আমার পবিত্ৰ পৰ্ব্বত অধিকার করিবে। আর বলt হইবে, 603