পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S S o যে ব্যক্তি মেষশাবক বলিদান করে, সে কুকুরের গল। ভাঙ্গিয় ফেলে ; যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে, সে শুকরের রক্ত দেয় ; যে ব্যক্তি হুগন্ধি ধূপ জ্বালায়, সে মিথ্যাদেবের ধন্তবাদ করে ; হুঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে, এবং তাহীদের প্রাণ ৪ আপন আপন ঘৃণাৰ্ছ বস্তুতে প্রীত হয় ; আমিও তাঁহাদের নানা মায়। মনোনীত করিব, এবং তাঁহাদের নিজ ত্ৰাসের বিষয় তাহীদের প্রতি ঘটাই ব ; কারণ আমি ডাকিলে কেহ উত্তর দিত না, আমি কথা কহিলে তাহারা শুনিত না, কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই সাধন করিত, এবং যাহাতে আমার প্রীতি নাই, তাহাই মনোনীত করিত। ৫ তোমরা যাহার। সদাপ্রভুর বাকো কম্পমান, তোমরা তাহার বাক্য শুন ; তোমাদের যে ভ্রাতৃগণ তোমাদিগকে ঘৃণা করে, আমার নাম প্রযুক্ত তোমাদিগকে বাহির করিয়া দেয়, তাহারা বলিয়ছে, সদাপ্রভু মহিমান্বিত হউন, যেন আমরা তোমাদের আনন্দ দেখিতে ৬ পাই ; কিন্তু উহারাই লজ্জিত হইবে । নগর হইতে কলহের রব, মন্দির হইতে রব । উহ সদাপ্রভুর রব, ৭ যিনি শত্রুদিগকে অপকারের প্রতিফল দেন। ব্যথা উঠিবার পূৰ্ব্বে | সিয়োন ] প্রসব করিল ; তাহার গৰ্ত্ত৮ যন্ত্রণার পূৰ্ব্বে পুত্রসন্তান ভূমিষ্ঠ হইল। এমন কথা কে শুনিয়াছে ? এমন কায্য কে দেখিয়াছে ? এক দিবসে কি কোন দেশের জন্ম হইবে ? কোন জাতি কি একেবারেই ভূমিষ্ঠ হইবে ? ফলে গৰ্ত্তযন্ত্রণা হইবামাত্র ৯ সিয়োন তাপন সন্তানগণকে প্রসব করিল । আমি প্রসবকাল উপস্থিত করিয়া কি প্রসব হইতে দিব না ? ইহ সদাপ্রভু কহেন। প্রসব হইতে দিতেছি যে আমি, আমি কি গৰ্ত্ত রোধ করিব ? ইহা তোমার ঈশ্বর কহেন। ১০ তোমরা যাহারা যিরশালেমকে ভাল বাস, তোমরা সকলে তাহার সহিত আনন্দ কর, তাহার বিষয়ে উল্লাস কর ; তোমরা যাহার। তাহার জন্ত শোকান্বিত, তোমরা সকলে তাহার সহিত অতিশয় প্রফুল্ল হও ; ১১ যেন তোমরা তাহার সান্তুনারূপ স্তন চুষিয়া তৃপ্ত হও, যেন তাহীকে দোহন করিয়া তাহার প্রতাপ-বাহুল্যে ১২ আমোদিত হও । কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহার দিকে নদীর স্থায় শান্তি ও উখলিত বন্তার দ্যায় জাতিগণের প্রতাপ বহাইব, তাহাতে তোমরা স্তন্ত পান করিবে, কক্ষদেশে করিয়া তোমাদিগকে বহন করা যাইবে, হাটুর উপরে নাচান যাইবে। ১৩ মাত। যেমন আপন পুত্রকে সত্ত্বন করে, তেমনি আমি তোমাদিগকে সাস্তুনা করিব ; তোমরা ঘির যিশাইয়। [ ৬ ৬ ; ৪ – ২৪ । ১৪ শালেমে সাস্তুনা পাইবে । এই সকল দেখিলে তোমাদের হৃদয় প্রফুল্ল হইবে, তোমাদের অস্থি সকল নবীন তৃণের স্থায় সতেজ হইবে ; এবং সদাপ্রভুর হস্ত আপন দাসদের পক্ষে আত্ম-পরিচয় দিবে, আর তিনি ১৫ আপন শক্রদের প্রতি কুপিত হইবেন । কারণ দেখ, সদাপ্রভু আগ্নিসহ আগমন করিবেন, তাহার রথ সকল ঘূর্ণবায়ুর স্তায় হইবে ; তিনি মহাতাপে আপন ক্রোধ, প্রজ্বলিত অগ্নি দ্বারা আপন ভৎসনা কর্য্যে পরিণত ১৬ করবেন। কেননা সদাপ্রভু অগ্নি দ্বারা ও আপন খড়গ দ্বারা সমস্ত মর্ত্যের সহিত আপনার বিবাদ নিম্পন্ন করিবেন : আর সদাপ্রভু কর্তৃক অনেক লোক নিহত ১৭ হইবে । যাহারা মধ্যবৰ্ত্তী এক ব্যক্তির পশ্চাৎ পশ্চাৎ উদ্যানে যাইবার জন্ত ] আপনাদিগকে পবিত্র ও শুচি করে, শূকরের মাংস, ঘৃণ্য দ্রব্য ও মূষিক খায়, তাহার একসঙ্গে বিনষ্ট হইবে, ইহ সদাপ্রভু কহেন। আমিই তাহদের ক্রিয় ও কল্পন। সকল জানি] । সেই সময় ] উপস্থিত, যখন আমি সৰ্ববজাতীয় ও সৰ্ব্বভাষাবাদী লোককে সংগ্ৰহ করিব ; তাহার। আসিয়া ১৯ তামার প্রতাপ দর্শন করিবে। আর তামি তাহীদের মধ্যে এক চিহ্ন স্থাপন করিব , এবং তাহীদের মধ্য হইতে উত্তীর্ণ লোকদিগকে জাতিগণের কাছে, তশীশ, পূল ও ধনুৰ্দ্ধর লুদ, এবং তুবল ও যবনের কাছে, যে দুরন্থ উপকূল সমূহ কখনও আমার খ্যাতি শুনে নাই ও আমার প্রতাপ দেখে নাই, তাহদের কাছে প্রেরণ করিব ; এবং তাহার। জাতিগণের মধ্যে আমার প্রতাপ ২• জ্ঞাত করবে। আর সদাপ্রভু কহেন, তাহারা সৰ্ব্বজাতির মধ্য হইতে তোমাদের সমস্ত ভ্রাতাকে সদtপ্রভুর উদ্দেশে নৈবেদ্য বলিয় অশ্ব, শকট, ডুলি, অশ্বতর ও উঞ্জে করিয়া আমার পবিত্ৰ পৰ্ব্বত যিরশালেমে আনয়ন করিবে, যেমন ইস্রায়েল-সন্তানগণ শুচি পাত্রে ২১ করিয়া সদাপ্রভুর গৃহে নৈবেদ্য আনে। আর আমি তাহীদের মধ্যেও কতক লোককে যাজক ও লেবীয় হইবার নিমিত্ত গ্রহণ করিব, ইহ সদাপ্রভু কহেন। ২২ কারণ আমি যে নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবী গঠন করিব, তাহ যেমন আমার সম্মুখে থাকিবে, তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম থাকিবে, ২৩ ইহ সদাপ্রভু কহেন। আর প্রতি অমাবস্তায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মৰ্ত্ত আমার সম্মুখে প্ৰণিপাত করিতে ২৪ আসিবে, ইহ সদাপ্রভু কহেন। আর তাহার বাহিরে গিয়া, যে লোকের আমার বিরুদ্ধে অধৰ্ম্ম করিয়াছে, তাহাদের শব দেখিবে ; কারণ তাহদের কীট মরিবে না, ও তাহদের অগ্নি নির্ববাণ হইবে না, এবং তাহার সমস্ত মৰ্ত্ত্যের ঘূণাস্পদ হইবে। > b" 610