পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も > や ২২ তোমরা এই কথা শুন। সদাপ্রভু কহেন, তোমরা কি আমাকে ভয় করিবে না ? আমার সাক্ষাতে কি কম্পমান হইবে না ? আমি ত বালুক দ্বারা সমুদ্রের সীমা নিত্যস্থায়ী বিধিক্রমে স্থির করিয়াছি ; সে তাহ উল্লঙ্ঘন করিতে পারে না ; তাহার তরঙ্গ আস্ফালন করিলেও কৃতাৰ্থ হয় না, কল্লেীলধ্বনি করিলেও সীমা অতিক্রম ২৩ করিতে পারে না । কিন্তু এই লোকদের চিত্ত অবাধ্য ও প্রতিকুলাচারী, তাহারা অবাধ্য হইয়া চলিয়া গিয়াছে। ২৪ তাহারা মনে মনে বলে না, আইস, আমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি ; তিনিই উপযুক্ত কালে প্রথম ও শেষ বর্ষার জল দেন ; আমাদের জন্তু ফসল কাটিবার ২৫ নিয়মিত সপ্তাহ সকল রক্ষা করেন । তোমাদের অপরাধ এই সকল অন্যথা করিয়াছে, তোমাদের পাপ তোমা২৬ দের মঙ্গল নিবারণ করিয়াছে । কারণ আমার প্রজাদের মধ্যে দুষ্ট লোক পাওয়া যায়, তাহার ব্যাধের স্থায় হেঁট হইয়া লুকাইয় থাকে, তাহারী ফাদ পাতে ২৭ ও মানুষ ধরে। পিঞ্জর যেমন পক্ষীতে পরিপূর্ণ, তদ্রুপ তাহাদের বাটী ছলে পরিপূর্ণ ; এই জন্ত তাহার উন্নত ২৮ ও ধনবান হইয়াছে। তাহারা স্থূলকায় ও চাক্‌চক্যশালী হইয়াছে ; হুঁ, তাহারা দুষ্টতার রীতি অপেক্ষাও পাপ করে, তাহার বিচার করে না, পিতৃহীনের কল্যাণার্থে বিচার করে ন, ও দরিদ্রদের বিচার নিষ্পত্তি করে না। ২৯ সদাপ্রভু কহেন, আমি কি এই সকলের প্রতিফল দিব না ? আমার প্রাণ কি এই প্রকার জাতির প্রতিশোধ দিবে না ? ৩০ দেশের মধ্যে ভয়ানক ও রোমাঞ্চজনক ব্যাপার ৩১ সাধিত হয়। ভাববাদিগণ মিথ্য ভাববাণী বলে, আর যাজকগণ তাহদের বশবৰ্ত্তী হইয়। কর্তৃত্ব করে ; আর আমার প্রজার। এই রীতি ভাল বাসে ; কিন্তু ইহার পরিণামে তোমরা কি করিবে ? Wり হে বিদ্যমীন-সন্তানগণ, তোমরা যিরশালেমের মধ্য হইতে পলায়ন কর, তকোয় নগরে তুরী বাজাও, বৈৎ-ইক্রেমে ধ্বজ তুল, কেননা উত্তর দিক্‌ ২ হইতে অমঙ্গল ও মহাধ্বংস উকি মারিতেছে । সুন্দরী সুখভোগিনী সিয়েন-কম্ভাকে আমি সংহার করিব । ৩ মেষপালকগণ আপন আপন পাল সঙ্গে লইয়। তাহার কাছে আসিবে ; তাহার। তাহার বিরুদ্ধে চারিদিকে আপন আপন তাম্বু স্থাপন করিবে, প্রত্যেকে আপন ৪ আপন স্থানে পাল চরাইবে । তাহার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন কর ; উঠ, আমরা মধ্যাহ্নকালে যাত্রা করি। ধিক্ আমাদিগকে । কেননা দিবাবসান হইতেছে, ৫ সন্ধ্যাকালের ছয় দীর্ঘ হইতেছে। উঠ, আমর। রাত্রিযোগে যাত্রা করি, তাহার অট্টালিকা সকল নষ্ট করি । ৬ বস্তুতঃ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন, তোমর বৃক্ষ কাটিয়া যিরশালেমের বিরুদ্ধে জাঙ্গল বাধ ; সেই নগর প্রতিফল পাইবে ; তাহার ভিতরে ৭ সকলই উপদ্রব। যেমন উনুই আপন জল নিৰ্গত করে, তেমনি সে আপন দুষ্টত। নির্গত করে ; তাহার ফিরমিয় । [ ৫ ; ২২ – ৬ ; ২১ ৷ মধ্যে দৌরাত্ম্য ও লুটের শব্দ শুনা যায় ; পীড়া ও ৮ আঘাত নিয়ত আমার দৃষ্টিগোচর রহিয়াছে। হে যিরূশালেম, শাসন গ্রহণ কর, পাছে আমার প্রাণ তোমা হইতে বিভিন্ন হয়, পাছে আমি তোমাকে ধ্বংসস্থান করি, নিবাসিবিহীন ভূমি করি। ৯ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, উহার ইস্রায়েলের অবশিষ্টাংশকে শেষ দ্রাক্ষাফলের দ্যায় ঝাড়িয়া পাড়িবে ; তুমি দ্রাক্ষফল সংগ্রহকারীর_স্থায় ১• ঝুড়িতে পুনঃ পুনঃ হাত দেও। আমি কাহাকে বলিলে, কাহাকে সাক্ষ্য দিলে, উহার শুনিবে ? দেখ, তাহদের কৰ্ণ আচ্ছিন্নত্বক, তাহারা শুনিতে পায় না । দেখ, সদাপ্রভুর বাক্য তাহদের টিটুকারির বিষয় হইয়াছে ; ১১ সে বাক্যে তাঁহাদের কিছুই সন্তোষ হয় না । আহ ! আমি সদাপ্রভুর ক্ৰোধে পরিপূর্ণ হইয়াছি ; সম্বরণ করিতে করিতে ক্লান্ত হইলাম ; সড়কে বালকদের উপরে ও যুবকগণের সভার উপরে একসঙ্গে তাহ। ঢালিয়া দেও ; কারণ, এমন কি, স্বামী ও স্ত্রী, বৃদ্ধ ও ১২ জরাতুর সকলেই ধরা পড়িবে। আর ভূমি ও স্ত্রীশুদ্ধ তাহাদের বাটী সকল পরের অধিকার হইবে ; কারণ, আমি এই দেশনিবাসীদের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার ১৩ করিব, ইহ সদাপ্রভু কহেন, কেননা তাহার ক্ষুদ্র ও মহান সকলেই লোভে লুব্ধ ; ভাববাদী ও যাজক ১৪ সকলেই কপটাচার করে। আর তাহার। আমার জাতির ক্ষত কেবল একটুমাত্র সুস্থ করিয়াছে ; যখন শান্তি ১৫ নাই, তখন শান্তি শান্তি বলিয়াছে। তাহারা ঘৃণাৰ্হ কাৰ্য্য করিয়াছে বলিয়া কি লজ্জিত হইল ? তাহার মোটে লজ্জিত হয় নাই, বিষণ্ণ হইতেও জানে না ; তজ্জন্ত তাহারা পতিতগণের মধ্যে পতিত হইবে: আমি যখন তাহদের প্রতিফল দিব, তখন তাহদের নিপাত হইবে, ইহ সদাপ্রভু কহেন। ১৬ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাড়াইয়। দেখ ; এবং কোন কোনটা চিরন্তন মার্গ, তাহ জিজ্ঞাসা করিয়া বল, উত্তম পথ কোথায় ? আর সেই পথে চল, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জষ্ঠ্য বিশ্রাম পাইবে । কিন্তু তাহার কহিল, আমরা চলিব ১৭ না । আর আমি তোমাদের উপরে প্রহরগণকে রাখিলাম, [বলিলাম,] তোমরা তুর ধ্বনিতে কর্ণপাত কর ; কিন্তু তাহারা বলিল, কর্ণপাত করিব না। ১৮ অতএব হে জাতিগণ, শুন ; হে মণ্ডলি, তাহীদের ১৯ মধ্যে কি কি আছে, জ্ঞাত হও । হে পৃথিবি, শুন, দেখ, আমিই এই জাতির উপরে অমঙ্গল আনিব, তাহাদের কল্পনাসমূহের ফল বৰ্ত্তাইব, কারণ তাহার আমার বাক্যে অবধান করে নাই ; আর আমার ২• ব্যবস্থা, তাহারা তাহ হেয়ঞ্জান করিয়াছে। শিব হইতে আমার কাছে কেন ধূপ আইসে ? কেন দুর দেশ হইতে মিষ্ট বচ আইসে ? তোমাদের হোমবলি সকল আমার গ্রাহ নয়, তোমাদের বলিদানও আমার ২১ তুষ্টিজনক নয়। অতএব সদাপ্রভু এই কথা কছেন, 616