পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

صیه وی এই সকলের উপরে আমার ক্রোধ ও কোপ ঢাল। বাইবে; আর তাহ দাহন করিবে,নিবিয়া যাইবে না। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন ; তোমরা আপনাদের অন্ত অন্ত বলির সহিত ২২ হোমবলি যোগ কর, মাংস খাইয়া ফেল। বস্তুতঃ যে দিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলাম, তৎকালে হোমের কিম্বা বলিদানের বিষয় তাহাদিগকে বলিয়ছিলাম, ২৩ কিম্বা আজ্ঞা দিয়াছিলাম, এমন নয় ; বরং তাহাদিগকে এই আজ্ঞা দিয়াছিলাম, তোমরা আমার রবে কর্ণপাত কর, তাহাতে আমি তোমাদের ঈশ্বর হইব, ও তোমরা আমার প্রজ হইবে ; আর আমি তোমাদিগকে যে পথে চলিবার অজ্ঞা দিই, সেই পথেই ২৪ চলিও, যেন তোমাদের মঙ্গল হয়। কিন্তু তাহার। শুনিল না, কর্ণপাতও করিল না, বরং আপনাদের মন্ত্রণায়, আপনাদের হৃদয়ের কাঠিন্তে আচরণ করিল, তাহার ২৫ অগ্রসর না হইয়৷ পিছে হটিয়া গেল। যে দিন তোমাদের পিতৃপুরুষের মিসর দেশ হইতে বাহির হইয়৷ আসিয়াছিল, সেই দিন হইতে অদ্য পৰ্য্যন্ত আমি প্রতিদিন প্রত্যুষে উঠিয় আপনার সমস্ত দাসকে, অর্থাৎ ভাববাদিগণকে, তোমাদের নিকটে প্রেরণ করিয়া ২৬ আসিতেছি । তথাপি লোকের। আমার বাক্য শুনে নাই, কৰ্ণপাতও করে নাই, কিন্তু আপন আপন গ্রীব। শক্ত করিত ; তাহার পিতৃপুরুষগণ অপেক্ষাও অধিক দুরাচার হইয়াছে। আর তুমি তাহাদিগকে এই সকল কথা বলিবে, কিন্তু তাহার তোমার বাক্য শুনিবে না ; তুমি তাহাদিগকে ডাকিবে, কিন্তু তাহার তোমাকে উত্তর দিবে ২৮ না। তখন তুমি তাহাদিগকে বলিবে, এ সেই জাতি, যে আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করে নাই, শাসন গ্রহণ করে নাই ; সত্য বিনষ্ট ও ইহাদের মুখ হইতে উচ্ছিন্ন হইয়াছে । [হে যিরশালেম , তুমি আপনার চুল কাটিয়া দূরে ফেলিয়া দেও, বৃক্ষশূন্ত গিরি সকলের উপরে উঠিয়৷ বিলাপ কর, কেননা সদাপ্রভু আপন ক্রোধের পাত্র বংশকে অগ্রহ করিয়াছেন, পরিত্যাগ করিয়াছেন। ৩• কারণ আমার দৃষ্টিতে যাহ মন্দ, যিহুদার সন্তানগণ তাহাই করিয়াছে, ইহ সদাপ্রভু কহেন ; এই যে গৃহের উপরে আমার নাম কীৰ্ত্তিত হইয়াছে, ইহা অশুচি করণার্থে তাহার। ইহার মধ্যে আপনাদের ঘৃণিত বস্তু ৩১ সকল রাখিয়াছে। আর তাহারা আপন আপন পুত্রকস্তাগণকে আগুনে পোড়াইবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় তোফতের উচ্চস্থলী সকল প্রস্তুত করিয়াছে : ইহা আমি আজ্ঞা করি নাই, আমার ৩২ মনেও ইহা উদয় হয় নাই। এই জন্য সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন ঐ স্থান আর তোফৎ কিম্ব। হিন্নোম-সন্তানের উপত্যক নামে আখ্যাত হইবে ন, কিন্তু হত্যার উপত্যক৷ বলিয়৷ আখ্যাত হইবে :

२१ ミs যিরমিয় । [ ৭ ; ২১ – ৮ ; ১২ ৷ কারণ লোকের স্থানাভাব প্রযুক্ত ঐ তোফতে কবর ৩৩ দিবে। আর এই জাতির শব আকাশের পক্ষী সমূহের ও ভূমির পশুগণের ভক্ষ্য হইবে, কেহ তাহাদিগকে ৩৪ খেদাইয় দিবে না। তখন আমি যিহদীর সকল নগরে ও যিরশালেমের সকল পথে আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কস্তার রব নিবৃত্ত করিব : কেনন। দেশ ধ্বংসস্থান হইয়। পড়িবে। ৮ _ সদাপ্রভু কহন, তৎকালে লোকের যিহুদার রাজগণের অস্থি, তাহার অধ্যক্ষবর্গের অস্থি, যাজকগণের অস্থি, ভাববাদিগণের অস্থি ও যিরশালেমনিবাসী লোকদের অস্থি তাহীদের কবর হইতে বাহির ২ করিবে। আর তাহার। সূর্য্যের, চন্দ্রের ও সমস্ত আকাশবাহিনীর সম্মুখে— তাহারা যাহাদিগকে ভক্তি ও সেবা করিত, যাহাঁদের অনুগামী হইত, যাহাদিগকে অন্বেষণ করিত, ও যাহাঁদের কাছে প্ৰণিপাত করিত, তাহীদের সম্মুখে— সে সকল অস্থি ছড়াইয় দিবে। সেগুলি আর একত্রীকৃত কিম্বা কবরে স্থাপিত হইবে না ; সারের ৩ স্থায় ভূমির উপরে থাকিবে। আর এই দুষ্ট গোষ্ঠীর অবশিষ্ট যে সমস্ত লোক থাকিবে, – যে সকল স্থানে অামি তাহাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সমস্ত স্থানে থাকিবে,—তাহারা জীবন অপেক্ষ মরণই বাঞ্ছনীয় জ্ঞান করিবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। ৪ তুমি তাহাদিগকে আরও বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, মনুষ্য পতিত হইলে কি আর উঠে না ? ৫ বিপথে গেলে কি আর ফিরিয়া আইসে না ? তবে যিরশালেমের এই জাতি কেন নিত্যস্থায়ী বিপথগমন দ্বারা বিপথগামী হইয়াছে ? তাহার খলতাকে দৃঢ়ৰূপে ধরিয়া রহিয়াছে, তাহার ফিরিয়া আসিতে অসম্মত । ও আমি কর্ণপাত করিয়া শুনিলাম, কিন্তু তাহার। যথার্থ কথা কহিল না ; কেহ আপন দুষ্টতার জষ্ঠ অনুতাপ করিয়৷ বলে না, “হয়, আমি কি করিলাম ।’ অশ্ব যেমন উৰ্দ্ধশ্বাসে যুদ্ধে দৌড়িয়া যায়, তেমনি প্রত্যেক ৭ জন আপন আপন ধাবনপথে ফিরে । আকাশে হাড়গিলাও আপনার সময় জানে, এবং ঘুঘু, তালচোঁচ ও বক আপন আপন আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার প্রজার। সদাপ্রভুর বিধান জানে না । ৮ তোমরা কেমন করিয়া বলিতে পার, আময় জ্ঞানী, এবং আমাদের কাছে সদাপ্রভুর ব্যবস্থা আছে ? দেখ, অধ্যাপকদের মিথ্যা-লেখনী তাহ মিথ্যা করিয়া ফেলি৯ য়াছে। জ্ঞানীর লজ্জিত হইল, ব্যাকুল ও ধৃত হইল ; দেখ, তাহারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ করিয়াছে, তবে ১০ তাহদের জ্ঞান কি প্রকার ? এই জন্ত আমি অন্ত লোকদিগকে তাহদের স্ত্রী, এবং তষ্ঠ অধিকারীদিগকে তাহদের ক্ষেত্র দিব ; কেনন। ক্ষুদ্র কি মহান সকলেই লোভে লুব্ধ, ভাববাদী ও যাজকশুদ্ধ সমস্ত ১১ লোক প্রবঞ্চনায় রত। আর তাহারা আমার জাতির কস্তার ক্ষত কেবল একটুমাত্র হস্থ করিয়াছে : যখন ১২ শাস্তি নাই, তখন বলিয়াছে, শান্তি, শাস্তি । তাহারা 618