পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ 0 ; ১৯ – ১১ , ১৮ । ] দিগকে ফিঙ্গার প্রস্তরের দ্যায় নিক্ষেপ করিব, এবং এমন সঙ্কটাপন্ন করিব যে, তাহার টের পাইবে । ১৯ হায় হয়, আমার কেমন ভঙ্গ । আমার ক্ষত অতি বেদনাযুক্ত ; তথাপি আমি কহিলাম, ইহা আমার ২• পীড়া, আমি ইহা সহ করিব। আমার তাম্বু বিনষ্ট হইল ; আমার সমস্ত রজ্জ ছিড়িয়া গেল ; আমার সন্তানগণ আমার নিকট হইতে প্রস্থান করিল, তাহার আর নাই। আমার তাম্বু পুনৰ্ব্বার টাঙ্গাইতে ও আমার ২১ যবনিক। বুলাইতে এক জনও নাই। কেননা পালকগণ পশুবৎ হইয়াছে, সদাপ্রভুর কাছে অন্বেষণ করে নাই, এ জন্য বুদ্ধিপূর্বক চলে নাই, তাহদের সমস্ত ২২ পাল ছিন্নভিন্ন হইয়াছে । কোলাহলের রব 1 দেখ, তাহা উপস্থিত হইতেছে, উত্তর দেশ হইতে বড় কলরব আসিতেছে ; যিহ্রদর নগর সকল ধ্বংসিত ও শৃগালদের বাসস্থান করা হইবে । হে সদাপ্রভু, আমি জানি, মনুষ্যের পথ তাহার বশে নয়, মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ ২৪ স্থির করিতে পারে না । হে সদাপ্রভু, আমাকে শাসন কর, কেবল বিচারপূর্বক কর ; ক্রোধপূর্বক করিও ২৫ না, পাছে তুমি আমাকে ক্ষীণ করিয়া ফেল। ঢালিয়৷ দেও তোমার কোপ সেই জাতিগণের উপরে, যাহার তোমাকে জানে না ; সেই গোষ্ঠী সকলের উপরে, যাহার তোমার নামে ডাকে না ; কেননা তাহার। যাকোবকে গ্ৰাস করিয়াছে, গ্রাস করিয়া সংহার করিয়াছে, তাহার। তাহার বাসস্থান শূন্ত করিয়াছে। ঈশ্বরের নিয়ম ভঙ্গকারী যিহুদীদের দণ্ড । SS ফিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তোমর। এই নিয়মের কথা শুন, এবং যিহদার লোকদের কাছে ও যিরশালেম-নিবাসীদের ৩ কাছে বল। তুমি তাহাদিগকে বল, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা কহেন, এই নিয়মের কথা ৪ যে কেহ না মানিবে, সে শাপগ্ৰস্ত হউক । মিসর দেশ হইতে, সেই লৌহের হাফর হইতে, তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমি তাহাদিগকে তাহ। আদেশ করিয়াছিলাম, বলিয়াছিলাম, “ তোমরা আমার রবে অবধান করিও, এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তাহ পালন করিও, তাহাতে তোমরা আমার প্রজ৷ হইবে, এবং ৫ আমি তোমাদের ঈশ্বর হইব ; যেন আমি সেই শপথ সিদ্ধ করিতে পারি, যে শপথ তোমাদের পিতৃপুরুষদিগের নিকটে, তাহাদিগকে অদ্যকার স্থায় এই দুগ্ধমধুপ্রবাহী দেশ দিবার জন্ত করিয়াছিলাম । * তখন আমি উত্তর করিলাম, বলিলাম, আমেন, সদাপ্রভু। ৬ আর সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি যিহুদার নগরে নগরে ও যিরশালেমের সড়কে সড়কে এই সমস্ত কথা প্রচার কর, বল, তোমরা এই নিয়মের কথা ৭ শুন, ও সে সকল পালন কর। কেনন যে দিন আমি ২৩ ফিরমিয় । や *、> তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছিলাম, তদবধি অদ্য পর্য্যন্ত সাক্ষ্য দিয়াছি, প্রত্যুষে উঠিয়া আমি তাহাদিগকে দৃঢ়রূপে সাক্ষ্য দিয়া বলিয়াছি, তোমরা আমার রবে অবধান কর । ৮ তবু তাহারা অবধান করিল না, কর্ণপাত করিল না, কিন্তু প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কাঠিন্ত অনুসারে আচরণ করিল ; সেই জন্ত আমি এই নিয়মের সমস্ত কখ। তাহীদের উপরে বর্ভাইলাম ; যে নিয়ম আমি তাহাদিগকে পালন করিতে আজ্ঞ দিয়াছিলাম, কিন্তু তাহার। পালন করে নাই । ৯ আর সদাপ্রভু আমাকে কহিলেন, যিহুদার লোকদের মধ্যে ও যিরশালেম-নিবাসিগণের মধ্যে চক্রান্ত ১• পাওয়া গিয়াছে। তাহারা আপনাদের সেই পিতৃপুরুষদের অপরাধের প্রতি ফিরিয়াছে, যাহার। আমার কথা শুনিতে অস্বীকৃত হইয়াছিল ; আর তাহার সেবা করণার্থে অন্ত দেবগণের পশ্চাতে গিয়াছে : হস্রায়েলকুল ও যিহুদা-কুল আমার সেই নিয়ম ভঙ্গ করিয়াছে, যাহা আমি তাহদের পিতৃপুরুষদের সহিত করিয়া১১ ছিলাম। অতএব সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহীদের প্রতি অমঙ্গল ঘটাইব, তাহারা তাহ। হইতে রক্ষ। পাইতে পরিবে না ; তখন তাহার। আমার কাছে ক্ৰন্দন করিবে, কিন্তু আমি তাহদের কথ। ১২ শুনিব না। আর যিহ্ৰদীর নগর সকল ও যিরশালেমনিবাসিগণ যে দেবগণের কাছে ধূপ জ্বালাইয়া থাকে, তাহীদের কাছে গমন করিয়৷ ক্ৰন্দন করিবে, কিন্তু তাহার বিপদের সময়ে তাহাদিগকে কোন মতে নিস্তার ১৩ করিবে না । বস্তুতঃ হে যিহ্ৰদ, তোমার যত নগর তত দেবতা ; এবং যিরশালেমের যত সড়ক, তোমরা সেই লজ্জাম্পদের নিমিত্তে তত বেদি, বালের উদ্দেশে ১৪ ধূপদাহ করণার্থে তত বেদি স্থাপন করিয়াছ। অতএব তুমি এই জাতির নিমিত্ত প্রার্থনা করিও না,ইহাদের জন্ত খেদোক্তি কি প্রার্থনা উৎসর্গ করিও না, কেননা ইহার বিপদ হেতু যে সময়ে আমাকে ডাকিবে, তখন আমি ইহাদের কথা শুনিব না। আমার গৃহে আমার প্রিয়ার কি কাৰ্য্য ? সে ত অনেকের সহিত ব্যভিচার করিয়াছে, এবং তোমা হইতে পবিত্র মাংস সরান হইয়াছে। তুমি যখন দুষ্কাৰ্য্য ১৬ কর, তখনই উল্লাস করিয়া থাক। সদাপ্রভু তোমার নাম ‘ ফলশোভায় মনোহর হরিৎপর্ণ জিতবৃক্ষ’ রাখিয়ছিলেন; তিনি মহা তুমুল-শব্দ সহকারে তাহার উপরে অগ্নি জ্বালাইয়াছেন, তাই তাহার শাখা সকল ১৭ ভাঙ্গিয় পড়িল । বাস্তবিক বাহিনীগণের সদাপ্রভু, যিনি তোমাকে রোপণ করিয়াছিলেন, তিনি তোমার বিরুদ্ধে অমঙ্গলের কথা বলিয়াছেন, ‘ইস্রায়েল-কুলের ও যিহুদী-কুলের দুষ্টত ইহার কারণ ; তাহারা বালের কাছে ধূপদাহ করিয়া আমাকে অসন্তুষ্ট করাতে আপনাদের প্রতি আপনারাই তাহার ফল বৰ্ত্তাইয়াছে।’ আর সদাপ্রভু আমাকে জানাইলে আমি বুঝিলাম ; ১৫ 3。 621