পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২৪ সাক্ষ্য দিতেছে, তথাপি, হে সদাপ্রভু, তুমি আপন নামের অনুরোধে কায্য কর ; আমরা ত নানা প্রকারে বিপথগামী হইয়াছি ; আমরা তোমারই বিরুদ্ধে পাপ ৮ করিয়াছি। হে ইস্রায়েলের আশাভূমি, সঙ্কটকালে তাহার ত্রাণকৰ্ত্তা, কেন তুমি এই দেশে প্রবাসীর ৯ দ্যায়, কিম্ব রাত্রিবাসার্থী পথিকের দ্যায় হও ? কেন তুমি স্তম্ভিত মানুষের স্থায়, ত্রাণ করিতে অসমর্থ বীরের ন্তায় হও ? তথাপি, হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যবৰ্ত্তী, আর আমাদের উপরে তোমার নাম কীৰ্ত্তিত ; আমাদিগকে পরিত্যাগ করিও না । ১ সদাপ্রভু এই জাতির বিষয়ে এই কথা কহেন, তাহার এইরূপেই ভ্রমণ করিতে ভাল বাসে, আপন আপন পা থামায় নাই ; এই কারণ সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ করেন না ; তিনি এখন তাহদের অপরাধ স্মরণ করবেন, তাহীদের পাপ সকলের প্রতিফল ১১ দিবেন। সদাপ্রভু আমাকে আরও কহিলেন, তুমি ১২ এই জাতির পক্ষে মঙ্গল প্রার্থনা করিও না । তাহার। উপবাস করিলেও আমি তাহীদের কাতরোক্তি শুনিব না, হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলেও তাহাদিগকে গ্রাহ করিব না, কিন্তু আমিই খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা তাহাদিগকে সংহার করিব । তখন আমি কহিলাম, হায়, প্রভু সদাপ্রভু ! দেখ, ভাববাদিগণ তাহাদিগকে বলিতেছে, তোমরা খড়গ দেখিবে না, তোমাদের প্রতি দুর্ভিক্ষ ঘটিবে না, কারণ ১৪ আমি এ স্থানে তোমাদিগকে সত্য শান্তি দিব । তখন সদাপ্রভু আমাকে কহিলেন, সেই ভাববাদীরা আমার নামে মিথ্য ভাববাণী বলে ; আমি তাহাদিগকে প্রেরণ করি নাই, তাহাদিগকে আজ্ঞা দিই নাই, তাহাদের কাছে কথা কহি নাই ; তাহার তোমাদের নিকটে মিথ্য দর্শন ও মন্ত্র, অবস্তু ও আপন আপন ১৫ হৃদয়ের প্রতারণামূলক ভাববাণী বলে। এই জন্ত যে ভাববাদিগণ আমার নামে ভাববাণী বলে, আমি তাহদিগকে ন পাঠাইলেও বলে, এদেশে খড়গ কি দুর্ভিক্ষ উপস্থিত হইবে না, তাহদের বিষয়ে সদাপ্রভু এই কথ। কহেন, খড়গ ও তুর্ভিক্ষ দ্বারা সেই ভাববাদগণের ১৬ বিনাশ হইবে । আর তাহারা যে জাতির কাছে ভাববাণী বলে, সে জাতি দুর্ভিক্ষ ও খড়গ প্রযুক্ত যিক্সশালেমের সড়কে সড়কে নিক্ষিপ্ত হইবে, এবং তাহাদিগকে ও তাহদের স্ত্রী পুত্র কন্যাদিগকে কবর দিবার জষ্ঠ কেহ থাকিবে না ; কারণ আমি তাহদের দুষ্ট১৭ তাকে তাহদের উপরে ঢালিয়া দিব। আর তুমি তাহাদিগকে এই কথা বল,দিবারাত্র আমার চক্ষু হইতে জলধারা পড়ক, তাহ নিবৃত্ত না হউক, কেননা আমার জাতির অনুঢ়ী কস্ত মহাভঙ্গে ও বিষম আঘাতে ভগ্ন ১৮ হইল। আমি যদি বাহির হইয়া ক্ষেত্রে যাই, তবে দেখ, খড়গহত লোক ; যদি নগরে প্রবেশ করি, তবে দেখ, ক্ষুধাপীড়িত লোক ; কারণ ভাববাদী ও যাজক উভয়ে দেশ পৰ্য্যটন করে, কিছুই জানে না। 3○ ফিরমিয় । [ - 8 ; b – 2 & 3 to তুমি কি যিহুদীকে নিতান্তই অগ্রাহ করিয়াছ ? তোমার প্রাণ কি সিয়োনকে ঘৃণা করিয়াছে ? তুমি আমাদিগকে কেন এমন আঘাত করিলে যে, আমাদের আরোগ্য হয় না ? আমরা শান্তির অপেক্ষা করিলাম, কিছুই মঙ্গল হইল না ; আরোগ্যকালের অপেক্ষা ২০ করিলাম, আর দেখ, উদ্বেগ । হে সদাপ্রভু, আমরা আমাদের দুষ্টতা ও আমাদের পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করিতেছি ; কারণ আমরা তোমার বিরুদ্ধে ২১ পাপ করিয়াছি। তুমি আপন নামের অনুরোধে আমাদিগকে ঘৃণা করিও না, তোমার প্রতাপের সিংহাসন অনাদরের পাত্র করিও না ; আমাদের সহিত ২২ তোমার নিয়ম স্মরণ কর, ভঙ্গ করিও না। জাতিগণের অসার দেবতাদের মধ্যে বৃষ্টি দিতে পারে, এমন কেহ কি আছে ? কিম্বা আকাশ কি জল বর্ষণ করিতে পারে ? হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমিই কি সেই [বৃষ্টিদাত৷] নহ ? এই জন্য আমরা তোমার অপেক্ষায় থাকিব, কেননা তুমিই এই সমস্ত করিয়া থাক । る(。 তখন সদাপ্রভু আমাকে কহিলেন, যদ্যপি মোশি ও শমূয়েল আমার সম্মুখে দাড়াইত, তথাপি আমার প্রাণ এই জাতির অনুকূল হইত না ; তুমি আমার সম্মুখ হইতে তাহাদিগকে বিদায় কর, তাহার। ২ চলিয়া যাউক । আর যদি তাহার তোমাকে বলে, কোথায় চলিয়। যাইব ? তবে তাহাদিগকে বলিও, সদাপ্রভু এই কথা কহেন, মৃত্যুর পাত্র মৃত্যুর স্থানে, থড্ৰেগর পাত্র খড়েগর স্থানে, দুর্ভিক্ষের পাত্র দুর্ভিক্ষের স্থানে, ও বন্দিত্বের পাত্র বন্দিত্বের স্থানে গমন করুক । ৩ সদাপ্রভু কহেন, আমি চারি জাতিকে তাহীদের উপরে নিযুক্ত করিব : বধ করিবার জন্ত খড়গ, টানাটানি করিবার জন্ত কুকুর, ভক্ষণ ও বিনাশ করিবার জন্ত ৪ আকাশের পক্ষী ও ভূমির পশু । আর আমি এমন করিব যে তাহার। পৃথিবীর সমস্ত রাজ্যে ভাসিয়া বেড়াইবে ; যিহদার রাজ হিস্কিয়ের পুত্র মনঃশির নিমিত্ত, যিরশালেমে কৃত তাহার কায্যের নিমিত্ত ইহা করিব । ৫ হে বিরূশালেম, কে তোমাকে দয়া করিবে ? কেই বা তোমার নিমিত্ত বিলাপ করিবে ? কেই ব৷ ৬ তোমার মঙ্গল জিজ্ঞাসা করিতে আসিবে ? সদাপ্ৰভু কহেন, তুমিই আমাকে ত্যাগ করিয়াছ, তুমি পিছাইয়। পড়িয়াছ, এই জন্য আমি তোমার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া তোমাকে নষ্ট করিয়াছি ; আমি ক্ষম। ৭ করিতে করিতে ক্লান্ত হইলাম। আমি তাহাদিগকে দেশের পুরদ্বার সমুহে কুলাতে করিয়া ঝাড়িয়াছি, তাহাদিগকে সন্তান-বিরহিত করিয়াছি, আমার প্রজাগণকে বিনষ্ট করিয়াছি, তাহার। আপনাদের পথ হইতে ফিরে ৮ নাই। তাহদের বিধবা সকল আমার সম্মুখে সমুদ্রের বালি হইতেও বহুসংখ্যক হইয়াছে ; আমি তাহদের কাছে যুবকগণের জননীর বিরুদ্ধে মধ্যাহ্ন কালে বিনাশক এক জনকে আনিয়াছি, অকস্মাৎ তাহার প্রতি సె 624