পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や *、* ১৯ হে সদাপ্রভু, আমার প্রতি মনোযোগ কর, যাহার ২• আমার সঙ্গে বিবাদ করে, তাহীদের রব শুন । উপকারের পরিশোধে কি অপকার করা হইবে ? তাহার। ত আমার প্রাণের জন্ত গৰ্ত্ত খনন করিয়াছে । স্মরণ কর, তাহদের হইতে তোমার ক্রোধ ফিরাইবার চেষ্টায় আমি তাহদের পক্ষে হিতবাক্য বলিবার জন্ত তোমার ২১ সম্মুখে দাড়াহতাম। অতএব তুমি তাহদের সন্তানগণকে দুর্ভিক্ষে সমর্পণ কর, তাহাদিগকে খড়েগর হস্তগত কর , আর তাহদের স্ত্রীগণ পুত্রইন ও বিধব। হউক, তাহদের পুরুষের মারীতে বিনষ্ট ও তাহদের ২২ যুবকগণ সংগ্রামে খড়গহত হউক । তুমি তাহীদের fত অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করিলে তাহদের গুহ সকল হইতে ক্ৰন্দনের রব শুনা যাউক ; কেনন। তাহারা আমাকে ধরিবার জন্ত গৰ্ত্ত খনন, করিয়াছে, ২৩ ও আমার পায়ের জন্ত গোপনে ফাদ পতিয়াছে । আর হে সদাপ্রভু, প্রাণনাশার্থে আমার বিরুদ্ধে তাহাদের কৃত সমস্ত মন্ত্রণ। তুমিই জ্ঞাত আছ ; তুমি তাহাদের অপরাধ ক্ষমা করিও না, তাহদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়। ফেলিও না ; তাহার তোমার সম্মুখে নিপাতিত হউক ; তুমি আপন ক্রোধের সময়ে তাহাদের প্রতি কাৰ্য্য কর । SS সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি যাও, কুম্ভকারের এক ঘট ক্রয় কর, এবং প্রজাদের কতিপয় প্রাচীন লোক ও যাজকদের কতিপয় প্রাচীন লোক ২ { সঙ্গে করিয়া লও1। আর খপর-দ্বারের প্রবেশ-স্থানের নিকটে হিন্নোম-সন্তানের যে উপত্যক আছে, সেই স্থানে গমন কর ; পরে আমি তোমাকে যে কথা ও বলিব, তাহ সেই স্থানে প্রচার কর । এই কথা বল, হে যিহুদার রাজগণ, হে যিরশালেম-নিবাসিগণ, সদাপ্রভুর বাক্য শুন ; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই স্থানের প্রতি এমন অমঙ্গল ঘটাইব যে, তাহ যে শুনিবে, তাহার ৪ কৰ্ণ শিহরিয়া উঠিবে। কারণ তাহার। আমাকে পরিত্যাগ করিয়াছে, এচ স্থান বিজাতীয় { স্থান ] করিয়াছে, এবং তাহারা, তাহদের পিতৃপুরুষের ও যিহুদার রাজগণ যlহাদিগকে জ্ঞাত ছিল না, এমন অন্ত দেবগণের উদেশে এই স্থানে ধূপ জ্বালাইয়াছে, আর নির্দেষদের রক্তে এই স্থান পরিপূর্ণ করিয়াছে । ৫ তাহার। বালের উদেশে হোমবলিরূপে আপন আপন পুত্রগণকে আগুনে পোড়াইবার জন্ত বালের উচ্চস্থলী নিৰ্ম্মাণ করিয়াছে ; তাহ। আমি আজ্ঞা করি নাই, উচ্চারণ করি নাই, এবং তlহ। আমার মনেও উদয় ৬ হয় নাই এই কারণ, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আদিতেছে, যখন এই স্থান আর তোফৎ কিম্ব। হিন্নোম- স্তানের উপত্যক নামে তাখ্যাত হইবে না, ৭ কিন্তু ইত্যার উপত্যক। বলিয়। অখ্যাত হইবে । আর আমি এই স্থানে যিহুদার ও যিরশালেমের মন্ত্রণ বিফল করিব, এবং শক্রগণের সম্মুখে খড়গ দ্বারা ও ফিরমিয়। [ છે ઝ ; જ - ૨ ૩ ; 8 . তাহাদের প্রাণনাশাখী লোকদের হস্ত দ্বার। তাহাদিগকে নিপাত করিব ; আমি তাহদের শব গাদ্যের নিমিত্তে আকাশের পক্ষিগণকে ও ভূমির পশুদিগকে ৮ দিব । আর আমি এই নগর বিস্ময়ের ও শীস শব্দের বিষয় করিব, যে কেহ ইহার নিকট দিয়া গমন কfরবে, সে ইহার [ প্রতি উপস্থিত ] সকল আঘাত ৯ দেখিয়৷ বিস্মিত হইবে, ও শীদ দিবে। আর যখন তাহাদের শক্রগণ ও প্রাণনাশাখিগণ কর্তৃক তাহার অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন আমি তাহাদিগকে তাহাদের পুত্রদের মাংস ও তাহীদের কষ্ঠীদের মাংস ভোজন করাইব, এবং তাহার। প্রত্যেকে আপন আপন বন্ধুর ংস খাইবে । ১• পরে তুমি আপনার সঙ্গী পুরুষদের সাক্ষাতে সেই ১১ ঘট ভাঙ্গিয়া ফেলিবে, এবং তাহাদিগকে বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, যেমন কুন্তকারের কোন পাত্র ভাঙ্গিয় ফেলিলে আর তাহ। যোড় দিতে পারা যায় না, তেমনি আমি এই জাতি ও এই নগর ভাঙ্গিয় ফেলিব ; তাঁহাতে কবর দিবীর জন্ত স্থানাভাব প্রযুক্ত লোকের তোফতে কবর দিবে। ১২ সদাপ্রভু কহেন, আমি এই স্থানের ও এতন্নিবাসীদের প্রতি এই কাৰ্য্য করিব, আমি এই নগর তোফতের ১৩ সদৃশ করিব। তাঁহাতে যিরশালেমের গৃহ সকল ও যিহদার রাজগণের গৃহ সকল, অর্থাৎ যে সমস্ত গৃহের ছাদে তাহারা আকাশমণ্ডলের সমস্ত বাহিনীর উদ্দেশে ধূপ জ্বলাইত, এবং অন্ত দেবগণের উদ্দেশে পেয় নৈবেদ্য ঢালিত, সেই সকল গৃহ তোফতের স্তায় অশুচি স্থান হইবে । ১৪ পরে সদাপ্রভু যিরমিয়কে ভাববাণী বলিবার নিমিত্ত যেখানে পাঠাইয়াছিলেন, তিনি সেই তোফৎ হইতে আসিয়া সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাড়াইয়। সমস্ত ১৫ লোককে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই নগরের বিষয়ে ও ইহার নিকটস্থ নগর সকলের বিষয়ে যে সকল অমঙ্গলের কথা বলিয়াছি, সেই সকল ইহাদের উপরে ঘটাইব, কারণ ইহারা আপন আপন গ্ৰীবা শক্ত করিয়াছে, যেন আমার কথা শুনিতে না হয় । ૨૦ যিরমিয় যখন এই সকল ভাবে৷ক্তি প্রচার করিতেছিলেন, তখন ইন্মেরের সন্তান পশহর যাজক, সদাপ্রভুর গৃহের প্রধান অধ্যক্ষ, তাহ শ্রবণ ২ করিল। পশহর ফিরমিয় ভাববাদীকে প্রহার করিয়৷ সদাপ্রভুর গৃহগামী বিদ্যমানের উচ্চতর দ্বারে স্থিত ৩ হাড়িকাঠে তাহকে বদ্ধ কfরয় রাখিল । পরদিবস পশহর ফিরমিয়কে হাড়িকাঠ হইতে মুক্ত করিয়া আনল। তখন যিরমিয় তাহকে কহিলেন, সদাপ্রভু তোমার নাম পশহর রাখেন নাই, কিন্তু মাগোর৪ মিধাবীব ( চারিদিকেই ভয় ] রাখিয়াছেন । কেনন। সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার পক্ষে ও তোমার সমস্ত বন্ধুর পক্ষে তোমাকে ভয়জনক করিব । 62S