পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や ○3 রাজা, নির্বিশেষে এই সকলে ; ভূতলে যত রহিয়াছে, পৃথিবীর সেই সমস্ত রাজ্য ; আর ইহাদের পরে শেশকের - রাজা পান করবে। আর তুমি তাহাদিগকে এই কথা বলবে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথ। কহেন, তোমরা পান করিয়া মত্ত হইয়া বমন কর, এবং তোমাদের মধ্যে আমার প্রেরিত খড়গ প্রযুক্ত পতিত ২৮ হও, আর উঠিও না। আর যদি তাহারা তোমার হস্ত হইতে পানার্থে পত্রট গ্রহণ করিতে অসম্মত হয়, তবে তাহাদিগকে বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমাদিগকে অবষ্ঠ পান করিতে হইবে। ২৯ কেনন। দেখ, আমার নাম যাহার উপরে কীৰ্ত্তিত হইয়ছে, আমি প্রথমতঃ সেই নগরের অমঙ্গল করি ; আর তোমরা কি নিতান্তই আদণ্ডিত থাকিবে ? তোমরা আদণ্ডিত থাকিবে না ; কারণ আমি পুথিবীনিবাস মাত্রের বিরুদ্ধে খড়গ আহবান করিব, ইহ। বাহিনীগণের সদাপ্রভু কহেন। অতএব তুমি তাহদের বিরুদ্ধে ভাববাণীরূপে এই সমস্ত কথা প্রচার কর, তাহাদিগকে বল, সদাপ্রভু উদ্ধ লোক হইতে হুঙ্কার করিবেন, আপন পবিত্র বাসস্থান হইতে আপন রব শুনাইবেন ; তিনি আপন বাথানের বিরুদ্ধে ভারী হুঙ্কার করবেন ; তিনি পুথিবী-নিবাসীমাত্রের বিপরীতে দ্রাক্ষামর্দকের দ্যায় সিংহনাদ কfর৩১ বেন। পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত নিৰ্ঘোষ ব্যাপিবে, কেনন। জাতিগণের সহিত সদাপ্রভুর বিবাদ আছে ; তিনি মৰ্ত্তামাত্রের বিচার করবেন ; যাহার। দুষ্ট, তাহtদিগকে তিনি খড়েগ সমর্পণ করিবেন, ইহ সদাপ্ৰভু কহেন । বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, এক জাতির পরে অন্ত জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে, এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচণ্ড ঘূর্ণবায়ু উঠিবে। ৩৩ তৎকালে সদাপ্রভুর নিহত লোক সকল পৃথিবীর এক প্রান্ত হইতে পৃথিবীর অন্ত প্রান্ত পৰ্য্যন্ত দেখা যাইবে ; কেহ তাহদের নিমিত্তে বিলাপ করিবে না, এবং তাহাদিগকে সংগ্রহ করা কি কবর দেওয়া যাইবে না, তাহারা ভূমির উপরে সারের স্থায় পতিত থাকিবে। ৩৪ মেষপালকগণ, তোমরী হাহাকার ও ক্রনন কর ; মেবাগ্রগমিগণ, তোমরা ধূলিতে লুণ্ঠিত হও, কেননা তোমাদের হত্যার ও ছিন্নভিন্ন হইবার সময় আসিয়৷ পড়িয়াছে ; আর তোমরা মনোহর পাত্রের ন্তায় পতিত ৩৫ হইবে । মেষপালকদের পলায়ন-স্থান কিম্ব। মেষাগ্ৰ৩৬ গামীদের উত্তরণ-স্থান থাকিবে না । মেষপালকদের ক্ৰনদনের শব্দ ও মেষাগ্রগামীদের হাহাকার শুনা যাইতেছে, কেননা সদাপ্রভু তাহদের চরণি-স্থান উচ্ছিন্ন ৩৭ করিতেছেন। আর সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ প্রযুক্ত ৩৮ শান্তিযুক্ত বাথান সকল বিনষ্ট হইতেছে । যুবসিংহ ২৭ No 6 \రిని

  • ৰেণৰ হয়, “ পেশঙ্ক’ শব্দে ৰাবিল বুঝায়।

যিরমিয় । [ * 3 ; R9 - * S ; మరి যেন আপন গহ্বর ছাড়িয়া আসিয়াছে ; বস্তুতঃ উৎপীড়ক [খড়েগর] রোষ ও উহার জ্বলন্ত ক্রোধ প্রযুক্ত তাহদের দেশ বিস্ময়ের স্থান হইল । মন্দিরের ভাবী বিনাশ । ফিরমিয়ের সঙ্কট । ર૭ যোশিয়ের পুত্র যিহুদী রাজ যিহোয়কীমের রাজত্বের অরেস্তে এই বাক্য সদাপ্রভু হইতে উপ২ স্থিত হইল, যথা, সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাড়াও, এবং সদাপ্রভুর গৃহে প্ৰণিপাত করণার্থে আগত যিহুদার সমস্ত নগরবাসীদিগকে যে সকল কথা বলিতে আমি তোমাকে অজ্ঞ। করি, সে সমস্ত তাহাদিগকে বল, এক কথাও চাপিয়া ও রাখিও না। হয় ত, তাহারা শুনিবে, ও প্রত্যেকে আপন আপন কুপথ হইতে ফিরিবে ; তাহ হইলে তাহাদের আচরণের দুষ্টত। প্রযুক্ত আমি তাহদের যে অমঙ্গল করিতে মনস্থ করিয়াছি, তাহ হইতে ক্ষান্ত ৪ হইব। তুমি তাহাদিগকে বলবে, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যদি আমার কথা ন৷ শুন ; আমি তোমাদের সম্মুখে যে ব্যবস্থা দিয়াছি, সেই পথে ন৷ ও চল ; আমিই তোমাদের কাছে যাহাদিগকে পাঠাইয়৷ আসিতেছি, কিন্তু প্রত্যুষে উঠিয়া পাঠাইলেও যাহাদের কথা তোমরা শুন নাই, আমার দাস সেই ভাববাদী৮ দের বাক্য না শুন ; তবে আমি এই গৃহ শীলোর সমান করিব, এবং এই নগর পৃথিবীস্থ সমস্ত জাতির কাছে অভিশাপের বিষয় করিব । ৭ যখন ফিরমিয় সদাপ্রভুর গৃহে এই সকল কথা কহিলেন, তখন যাজকগণ, ভাববাfদগণ ও সমস্ত প্রজ ৮ লোক তাহ শুনিল । আর ফিরমিয় সমস্ত লোকের কাছে সদাপ্রভুর আজ্ঞাপিত সকল কথা বলিয়া সাঙ্গ করিলে পর যাজকগণ, ভাববাদিগণ ও সমস্ত প্রজ লোক তাহাকে ধরিয়া কহিল, তুমি মরিবেই মারবে ; ৯ তুমি কেন সদাপ্রভুর নাম করিয়৷ এই ভাববাণী বলিয়াছ যে, এই গৃহ শীলোর সমান হইবে, এবং এই নগর উৎসন্ন, নিবাসি-বিহীন হইবে ? অার, সমস্ত লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়ের কাছে একত্র श्व्न । তখন যিহুদার অধ্যক্ষগণ এ কথা শুনিয়া রাজবাটী হইতে সদাপ্রভুর গৃহে উঠিয়া আসিলেন, এবং সদাপ্রভুর গৃহের নূতন দ্বারের প্রবেশ-স্থানে বসিলেন। ১১ পরে যাজকগণ ও ভাববাদিগণ অধ্যক্ষ দিগকে ও সমস্ত প্রজা লোককে কহিল, এই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য, কেননা এ এই নগরের বিপরীতে ভাববাণী বলিয়াছে, ১২ তোমরা ত স্বকৰ্ণে তাহ শুনিয়াছ । তখন যিরমিয় সমস্ত অধ্যক্ষকে ও সমস্ত প্রজ লোককে কহিলেন, তোমরা যে সকল কথা শুনিলে, এই গৃহের ও এই নগরের বিপরীতে সেই সমস্ত ভাববাণী বলতে সদাপ্রভুই ) :) ১৩ আমাকে প্রেরণ করিয়াছেন। অতএব এখন তোমরা 634