পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৬ ঃ ১৪ – ২৭ ; ১৩ । ] আপন আপন পথ ও ক্রিয় শুদ্ধ কর, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান কর । তাহ হইলে সদাপ্ৰভু তোমাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা কহিয়া১৪ ছেন, তাহ করিতে ক্ষান্ত হইবেন । আর আমি, দেখ, আমি তোমাদের হস্তগত ; তোমাদের দৃষ্টিতে যাহ। ১৫ ভাল ও হায্য, তাহাই আমার প্রতি কর । কেবল নিশ্চয় জানিও, যদি তোমরা আমাকে বধ কর, তবে আপনাদের উপরে, এই নগরের উপরে ও এতন্নিবাসীদের উপরে নির্দোষের রক্তপাতের অপরাধ বৰ্ত্তাইবে, কেনন। সত্যই ঐ সমস্ত কথা তোমাদের কর্ণগোচরে বলিবার জন্য সদাপ্রভু আমাকে তোমাদের নিকটে প্রেরণ করিয়াছেন। ১৬ তখন অধ্যক্ষগণ ও সমস্ত প্রজা লোক যাজকদিগকে ও ভাববাদিগণকে কহিল, এ ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য নয়, কেননা ইনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে ১৭ আমাদের কাছে কথা বলিয়াছেন। তখন দেশের প্রাচীনবর্গের মধ্যে কয়েক জন উঠিয়৷ লোকদের সমস্ত সমাজকে কহিলেন, যিহুদা-রাজ হিস্কিয়ের সময়ে ১৮ মোরেষ্টীয় মাখ ভাববাণী বলিতেন ; তিনি যিহুদার সমস্ত লোককে বলিয়াছিলেন, ‘ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, সিয়োন ক্ষেত্রের দ্যায় কর্ষিত হইবে, যিরশালেম কাথড়ার ঢিবি হইয়। যাইবে ; এবং সেই ১৯ গৃহের পর্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে ।’ বল দেখি, যিহুদা-রাজ হিন্ধিয় ও সমস্ত ষিহদ। কি তাঁহাকে বধ করিয়াছিলেন ? তিনি কি সদাপ্রভু হইতে ভীত হইয়৷ সদাপ্রভুর কাছে বিনতি করিলেন না ? তাহ করাতে সদাপ্রভু তাহদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা বলিয়াছিলেন, তাহ হইতে ক্ষাস্ত হইলেন । আমরা ত আপন আপন প্রাণের বিরুদ্ধে ভারী অমঙ্গল করিতেছি । ২• অধিকন্তু আর এক ব্যক্তি ছিলেন, যিনি সদাপ্রভুর নামে ভাববাণী বলিতেন, তিনি কিরিয়ৎ-যিয়ারমস্থ শময়িয়ের পুত্র উরিয় ; তিনি যিরমিয়ের সমস্ত বাক্যের দ্যায় এই নগরের ও এই দেশের বিরুদ্ধে ভাববাণী ২১ বলিয়ছিলেন । আর যখন যিহোয়াকৗম রাজা, তাহার সমস্ত যুদ্ধবীর ও সমস্ত অধ্যক্ষ সেই ব্যক্তির কথ। শুনিতে পাইলেন, তখন রাজ তাহাকে বধ করিতে চেষ্টা করিলেন, কিন্তু উরিয় তাহ শুনিতে পাইয়৷ ২২ ভীত হইয়। মিসরে পলাইয় গেলেন। তখন যিহোয়াকম রাজা অক্বোরের পুত্র ইলুনাথনকে এবং তাহার সহিত অন্ত কয়েক জন লোককে মিসরে প্রেরণ ২৩ করিলেন ; আর তাহার। উরিয়কে মিসর হইতে আনিয়া ষিহোয়াকাম রাজার কাছে উপস্থিত করিল : রাজা তাহাকে খড়গ দ্বার। বধ করিয়া সামান্ত লোকের কবর-স্থানে তাহার শব নিক্ষেপ করিলেন । ২৪ যাহা হউক, শাফনের পুত্র অহৗকামের হস্ত যিরমিয়ের সপক্ষ থাকায় তিনি নিহত হইবার জন্ত লোকদের হস্তে সমপিত হইলেন না। যিরমিয় । Ꮻ ❍ ☾ বাবিলীয়দের বশে থাকিবার আবশুকত । যোশিয়ের পুত্র যিহুদী-রাজ সিদিকিয়ের রাজ २१ ত্বের আরস্তে সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের ২ কাছে উপস্থিত হইল ; সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও যোয়ালি প্রস্তুত ও করিয়া আপন স্বন্ধে রাখ ; আর যে দূতগণ যিক্সশালেমে যিহুদা-রাজ সিদিfকয়ের নিকটে আসিয়াছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার, মোয়াবের রাজার, অন্মোন-সন্তানগণের রাজার, সোরের রাজার ও সীদেী৪ নের রাজার নিকটে তাহ পাঠাও। আর আপন আপন কৰ্ত্তাকে বলিবার জন্ত তাহাদিগকে এই আদেশ দেও, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন,তোমরা আপন আপন প্রভুকে এই কথা বলিবে, e আমিই আপনার মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বার। পৃথিবী, পৃথিবী-নিবাসী মনুষ্য ও পশু নিৰ্ম্মাণ করিয়াছি, এবং আমি যাহাকে তাহ দেওয়া বিহিত বুঝি, ৬ তাহাকে তাহ দিয়া থাকি । সম্প্রতি আমি এই সকল দেশ আপন দাস বাবিল-রাজ নবুখদনিৎসরের হস্তে দিয়াছি, এবং তাহার দাসত্ব করণার্থে মাঠের পশু৭ গণও তাহাকে দিয়াছি । আর, সমস্ত জাতি তাহার, তাহার পুত্রের ও তাহার পেত্রের দাস হইবে ; পরে তাহার দেশের সময়ও উপস্থিত হইবে, তখন অনেক জাতি ও মহান রাজগণ তাহাকেও দাসত্ব করাইবে । ৮ আর যে জাতি ও যে রাজ্য সেই বাবিল-রাজ নবুখদনিৎসরের দাস ন হইবে, ও বাবিল-রাজের যোয়ালির নীচে আপন গ্ৰীব না রাখিবে, সদাপ্রভু কহেন, আমি খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা সেই জাতিকে প্রতিফল দিব, যে পর্য্যন্ত উহার হস্ত দ্বার। তাহাদিগকে ৯ সংহার না করি। আর তোমাদের কৰ্ত্তব্য এই, তোমাদের যে ভাববাদী, মন্ত্রজ্ঞ, স্বপ্নদর্শক, গণক ও মায়াবী সকল তোমাদিগকে বলে, তোমরা বাবিল-রাজের দাস হইবে না, তাহদের কথায় কর্ণপাত করিও না ; ১• কেনন। তাহার তোমাদের কাছে মিথ্য ভাববাণী বলে, যেন তোমরা স্বদেশ হইতে দূরীকৃত, এবং ১১ আমা দ্বারা তাড়িত হইয়। বিনষ্ট হও। কিন্তু যে জাতি বাবিল-রাজের যোয়ালির নীচে আপন গ্রীব রাগিবে, ও তাহার দাস হইবে, সদাপ্রভু কহেন, আমি সেই জাতিকে স্বদেশে স্থির থাকিতে দিব : তাহার। তথায় কৃষিকাৰ্য্য করবে, ও তথায় বাস করিবে । ১২ পরে আমি সেই সমস্ত বাক্যানুসারে যিহুদা-রাজ সিদিকিয়কে এই কথা বলিলাম, আপনার আপন আপন গ্রীব। বাবিল-রাজের ফোয়ালির নীচে রাখিয়৷ তাহার ও তাহার লোকদের দাস হউন, তাহাতে ১৩ বঁচিবেন । যে জাতি বাবিল-রাজের দাস ন হইবে, তাহার বিরুদ্ধে সদাপ্রভু যাহা বলিয়াছেন, তদনুসারে আপনার অর্থাৎ আপনি ও আপনার প্রজাগণ খড়েগ, 635