পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩০ ; ২১ –৩১ ; ২১ ৷ ] সন্তান সন্ততি পূৰ্ব্বমত হইবে, তাহদের মণ্ডলী আমার সম্মুখে স্থিরীকৃত হইবে ; এবং যাহার। তাহদের প্রতি ২১ উপদ্রব করে, সেই সকলকে আমি দণ্ড দিব । তাহীদের অধিপতি তাহদেরই মধ্যে এক জন হইবেন, ও তাহাদের মধ্যে উৎপন্ন এক ব্যক্তি তাহদের শাসনকর্তী হইবেন ; আর আমি তাহাকে আপনার নিকটস্থ করিব, তিনি তামার নিকটে আসিবেন : কেনন। তিনি কে, যিনি আমার নিকটে আসিতে সাহস পাইয়াছেন ? ইহ ২২ সদাপ্রভু কহেন। আর তোমরা আমার প্রজা হইবে, এবং আমি তোমাদের ঈশ্বর হইব । ২৩ দেখ, সদাপ্রভুর ঝটিকা, তাহার প্রচণ্ড ক্রোধ, ই, হুহু শব্দকারী ঝটিকা নির্গত হইতেছে ; তাহ দুষ্টদের ২৪ মন্তকে লাগিবে। যে পৰ্য্যন্ত সদাপ্রভু আপন মনের অভিপ্রায় সফল ও সিদ্ধ না করেন, সে পৰ্য্যন্ত তাহার প্রজ্বলিত ক্রোধ ফিরিবে না ; তোমর শেষকালে তাহী বুঝিতে পারিবে । OS সদাপ্রভু কহেন, সেই সময়ে আমি ইস্রায়েলের সমুদয় গোষ্ঠীর ঈশ্বর হইব, এবং তাহার। আমার ২ প্রজী হইবে। সদাপ্রভু এই কথা কহেন, খড়গ হইতে রক্ষিত লোকের প্রান্তরে অনুগ্রহ প্রাপ্ত হইল ; সে ইস্রায়েল, আমি তাহাকে বিশ্রাম দিতে গমন করিলাম। ও সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি ত চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্ত আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। ৪ হে কুমারি ইস্রায়েল, আমি তোমাকে পুনর্ববার গাথিয়া তুলিব, তুমি গাথা যাইবে, তুমি পুনৰ্ব্বার আপন তবলে বিভুষিত হইবে, এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য এ করিতে করিতে গমন করিবে। তুমি শমরিয়ার পর্বতমালায় পুনৰ্ব্বার দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে ; রোপকের ত্ৰাক্ষালত রোপণ করিবে, ও তাহার ফল ভোগ করিবে । ৬ কেননা এমন দিন উপস্থিত হইবে, যে দিন প্রহরিগণ পৰ্ব্বতময় ইফfয়ম প্রদেশে ঘোষণা করিয়া বলিবে, উঠ, চল, আমরা সিয়েনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নিকটে গমন করি । ৭ অতএব সদাপ্রভু এই কথা কহেন,তোমরা যাকোবের নিমিত্ত আনন্দরব কর, জাতিগণের অগ্ৰগণ্যের উদ্দেশে উচ্চধ্বনি কর, ঘোষণা কর, প্রশংসা কর, আর বল, হে সদাপ্রভু, তোমার প্রজাদিগকে, ইস্রায়েলের অব৮ শিষ্টাংশকে, পরিত্রাণ কর। দেখ, আমি তাহাদিগকে উত্তর দেশ হইতে তানিব, পৃথিবীর প্রান্তভাগ হইতে ংগ্ৰহ করিব ; তাহার। অন্ধ, খঞ্জ, গৰ্ত্তবতী ও প্রস্থত। শুদ্ধ মহাসমাজ হইয়। এই স্থানে ফিরিয়া আসিবে। ৯ তাহার রোদন করিতে করিতে আসিবে, এবং বিনয় সহকারে আমা দ্বারা চালিত হুইবে ; আমি তাহtদিগকে জলস্রোতের নিকট দিয়া সরল পথে গমন করাইব, সে পথে তাহার উছোট খাইবে না, যেহেতুক আমি হস্রায়েলের পিত, এবং ইক্রয়িম আমার প্রথমজাত পুত্র। ফিরমিয় । も○○ হে জাতি সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন, এবং দুরন্থ উপকূল সমূহে তাই প্রচার কর ; আর বল, যিনি ইস্তায়েলকে ছড়াইয়াছেন, তিনিই তাহাকে সংগ্ৰহ কfরবেন, আর রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করে, ১১ তেমনি রক্ষা করবেন। কারণ সদাপ্রভু যাকোপকে উদ্ধার করিয়াছেন, তদপেক্ষ অধিক বলবানের হস্ত ১২ হইতে তাহাকে মুক্ত করিয়াছেন। তাহার। আসিয়৷ উচ্চ সিয়োনে আনন্দগান করিবে, এবং স্রোতের স্তায় প্রবাহিত হইয়। সদাপ্রভুর মঙ্গলদানের নিকটে, গোমের, দ্রাক্ষারসের, তৈলের, মেষবৎসদের ও গোবৎসদের জন্ত আসিবে, এবং তাঁহাদের প্রাণ স্বসিক্ত উদ্যানের স্থায় হইবে ; তাহার। আর অবসন্ন হইবে না । ১৩ তখন কস্তার নচিয়া আনন্দ কfরবে, এবং যুবকগণ ও বৃদ্ধের একত্র হইয় আনন্দ করিৱে ; কারণ আমি তাহদের শোক আমোদে পরিণত করিব,তাহাদিগকে সত্ত্বনা করিব, ও দুঃখ ঘুচাইয়৷ আহলাদত করিব । ১৪ আর আমি পুষ্টিকর দ্রব্য দ্বারা যাজকদের প্রাণ আপ্যায়িত করিব, এবং আমার মঙ্গলদান দ্বারা আমার প্রজাগণ তৃপ্ত হইবে, ইহ সদাপ্রভু কহেন। সদাপ্রভু এই কথা কহেন, রামায় শব্দ শুনা যাইতেছে, হাহাকার ও তীব্র রোদন । রাহেল আপন সন্তানদের জন্ত রোদন করিতেছে, সে আপন সন্তানদের বিষয়ে প্রবোধ কথা মানে না, কেননা তাহারা নাই। ১৬ সদাপ্রভু এই কথা বলেন, তোমার রোদনের শব্দ ও চক্ষের জল নিবৃত্ত কর ; কেননা তোমার কাৰ্য্যের পুরস্কার দত্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন, আর তাহার ১৭ শক্রর দেশ হইতে ফিরিয়া আসিবে। তোমার শেষকালের বিষয়ে প্রত্যাশা আছে, ইহ সদাপ্রভু বলেন ; ই, তোমার সন্তানগণ আপনাদের অঞ্চলে ফিরিয়া আসিবে । আমি ইফ্রয়িমের স্বর স্পষ্ট শুনিতে পাইয়াছি, সে খেদোক্তি করিয়া বলিয়াছে, “তুমি আমাকে শাস্তি দিয়াছ, আমি শাস্তি ভোগ করিয়াছি, যাহাকে বশ করা হয় নাই, এমন গোবৎসের স্থায় ; আমাকে ফিরাও, তাহাতে আমি ফিরিব, কেননা তুমিই আমার ১৯ ঈশ্বর সদাপ্রভু। আমি ফিরিলে পর অনুতাপ করিলাম, ও শিক্ষ। পাইলে পর উরুদেশে আঘাত করিলাম ; আমি লজ্জিত ও নিতান্ত বিষণ্ণ হইলাম, কেননা ২• নিজ যৌবনকালের অপযশ বহন করিলাম ।’ ইস্ক্রয়িম কি আমার প্রিয় পুত্ৰ ? সে কি আনন্দদায়ী বালক ? ই, যত বার আমি তাহার বিরুদ্ধে কথা কহি, তত বার পুনরায় তাহাকে সাগ্রহে স্মরণ করি ; এই কারণ তাহার জন্ত আমার অন্তর ব্যাকুল হয় : অবগু আমি তাহার প্রতি করুণ করিব, ইহ সদাপ্রভু বলেন । তুমি স্থানে স্থানে আপনার জন্ত পথের চিহ্ন রাখ, স্তস্ত স্থাপন কর, যে পথে গমন করিয়াছিলে, সেই রাজপথে মনোনিবেশ কর ; হে ইস্রায়েল-কুমারি, ফিরিয়া আইস ; তোমার এই সকল নগরে ফিরিয়৷ 3 е g 〉bア ミ> 639